• কক্‌খটি বচন রচন শুনি সচকিত
    কক্‌খটি বচন রচন শুনি সচকিত দুহুঁচিতে ভৈ গেল তরাস। নিরমিত বেশ পুনহি ভেল বিচলিত খলিত কেশ পট-বাস।। ভরমহি কানুক পীত বসন লেই সুন্দরি ঝাঁপল অঙ্গ। রাইক ওঢ়নি লেই সুনাগর চলু সব সহচরি সঙ্গ।। সহজই সঙ্গ-ভঙ্গে অতি আকুল ঝাঁপল দুহুঁ দিঠি নীর। তাহে গুরুজনভিতে শঙ্কাকুলচিতে না চিহ্নয়ে নিজ চীর।। দুহুঁ জন অতিশয় বিরহে বেয়াকুল সজল নয়নে […] keyboard_arrow_right
  • কত না লাবণ্যে সাজায়া অঙ্গ
    কত না লাবণ্যে সাজায়া অঙ্গ। বিধি নিরমিল রসতরঙ্গ।। একটি বচন অমিয় কিয়ে। শুনি উলসিত আকুল হিয়ে।। রাধে লো নিজ মরম কই। তোমা বিনু আর কাহারো নই।।ধ্রু।। পরাণ পুতলি রসের ওর। ঘর সরবস সম্পদ মোর।। কনক কুসুম গঠিত দেহ। জীবনে জড়িত তোমার লেহ।। নিন্দে চিয়াইয়া চৌদিকে চাই। ছায়া নিরখিয়ে পরাণ পাই।। জ্ঞানদাসচিতে এ অনুমান। রাধা কানু […] keyboard_arrow_right
  • করিব কি মুঞি করিব কি
    করিব কি মুঞি করিব কি। গোপত গৌরঙ্গের প্রেমে ঠেকিয়াছি।।ধ্রু।। দীঘল দীঘল চাঁচর কেশ রসাল দুটি আঁখি। রূপে গুণে প্রেমে তনু মাখা যেন দেখি।। আচম্বিতে আসিয়া ধরল মোর বুক। স্বপনে দেখিলুঁ হাম গোরাচাঁদের মুখ।। বাপের কুলের মুই কুলের ঝিয়ারী। শ্বশুর কুলের মুঞি কুলের বৌহারী।। পতিব্রতা মুঞি সে আছিলুঁ পতির কোলে। সকল ভাসিয়া গেল গোরা প্রেম জলে।। […] keyboard_arrow_right
  • কি কহিব রে সখি আজুক ভাব
    কি কহিব রে সখি আজুক ভাব। অযতনে মোহে হোয়ল বহু লাভ।। একলি আছিনু আমি বনাইতে বেশ। মুকুরে নিরখি মুখ বাঁখল কেশ।। তৈখনে মিলিল গোরা নটরাজ। ধৈরজ ভাঙ্গল কুলবতীলাজ।। দরশনে পুলকে পূরল তনু মোর। বাসুদেব ঘোষ কহে করলহি কোর।। keyboard_arrow_right
  • কি লাগি আমার গৌর রায়
    কি লাগি আমার গৌর রায়। আবেশে শ্রীবাসমন্দিরে যায়।। কিবা ভাবে গোরা জাগিল নিশি। কি লাগি মলিন বদনশশী।। আলসে আউলাঞা পড়িছে গা। চলিতে না চলে কমল পা।। গৌর বরণ ঝামর ভেল। নিশি শেষে কেবা এ দুখ দেল।। কহয়ে রসিক ভকতগণ। রাধার ভাবে বিভাবিত মন।। পরসাদে কহে আমার গোরা। কাহারে কি কহে প্রলাপ পারা।। keyboard_arrow_right
  • কি লাগি দাঁড়ায়্যা আছ হে নাগর
    কি লাগি দাঁড়ায়্যা আছ হে নাগর না বুঝি তোহার কাজ। না জানি সে ধনী কত বা খুঁজিছে সকল নগর মাঝ।। কাহার সহিতে পরম পিরীতে রজনী বঞ্চিয়াছিলা। না বুঝি চরিত উঠিয়া প্রভাতে এখানে কি কাজে আইলা।। তুরিতে চলহ বিলম্ব না কর না রহ আমার কাছে। আমার আঙ্গনে দেখিলে সে জনে তোমারে হইবে লাজে।। এতেক বচন শুনিয়া […] keyboard_arrow_right
  • কুসুম তুড়ি দুহু সেজ বিছায়ল
    কুসুম তুড়ি দুহু সেজ বিছায়ল শুতল নিভৃত নিকুঞ্জে। মধুমত্ত ভ্রমরী মৃদু মৃদু ঝঙ্করু বিকসিত ফল ফুল পুঞ্জে।। বিনোদিনী রাধা মাধবকোরে। তমালে বেঢ়ল জনু কনক লতাবলি দুহুরূপ অতিহু উজোরে।। ভুজে ভুজে বন্ধ করি যব সুন্দরী শ্যামরু কোরে ঘুমায়। রতিরসে অবশ দুহুক তনু জর জর প্রিয় সখি চামর ঢুলায় ।। সুবাসিত নীর ঝারি ভরি সহচরি রাখত দুহু […] keyboard_arrow_right
  • কেমনে বিনোদ নাগর আসিয়া
    কেমনে বিনোদ নাগর আসিয়া নিকুঞ্জে মিলল তোয়। অনেক দিবসে শুনিতে মানসে সাধ লাগে বড় মোয়।। তোহারি দুখেতে দুখিত এ হিয়া যেমত জরিয়া গেল।। সরস বচনে অমিয়া-সেচনে তেমতি করহ ভাল।। রাই তোহারি নিছনি লৈয়া মরি। সো পহুঁরতনে মিললি যতনে এ দুখসায়রে তরি।।ধ্রু।। কি কথা কহিল কি রস রচিল কহিয়া পূরাহ আশ। অতি চিরকালে করহ শীতলে কহয়ে […] keyboard_arrow_right
  • ক্ষীরনিধি জলমাঝে আছিলা শয়ন শেজে
    ক্ষীরনিধি জলমাঝে আছিলা শয়ন শেজে অনন্ত শ্রীনিত্যানন্দ অঙ্গে। অদ্বৈত পিরীতি বশে আইলা কীর্ত্তন রসে হরিভক্তি বিলাইতে রঙ্গে।। অবতরি রঘুকুলে সিন্ধু বাঁধি গিরিমূলে দশকন্ধ করিলা সংহার। বধিলা রাক্ষসকুলে আপনার বাহুবলে শ্রীরাম লক্ষ্মণ অবতার।। যদুসিংহ অবতারে গোকুল মথুরাপুরে কত কত করিল বিহার। মোহিয়া সবার মন বিলাইলা প্রেমধন কানাই বলাই অবতার।। সব যুগ অবশেষে কলিযুগ পরবেশে ধন্য ধন্য […] keyboard_arrow_right
  • গোরা মোর পাতকী উদ্বারে করুণায়ে
    গোরা মোর পাতকী উদ্বারে করুণায়ে। বেদমুখে শুনি আমি পাতকী উদ্ধার তুমি উদ্ধারিয়া রাখ নিজ পায়ে।। কোক শোকময় বিষয় বিষম বড় পড়িয়া রহিনু মায়া জালে। না দেখো করুণ জন তারে কর নিবেদন উদ্ধার পাইব কত কালে।। শরীরের মাঝে যত তারা হইল বৈরীমত কেহ কারো নিষেধ না মানে। দেখিয়া যম রঘুবর বড়ই নাগয়ে ডর হরি কথা না […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ