• রতন-মন্দিরে রসালস-ভরে
    রতন-মন্দিরে রসালস-ভরে শয়নে আছয়ে রাই। মুখরা-বচন শুনিয়া তখন বিশাখা জাগায়ে যাই।। অতি ত্বরা ডাকি কহে উঠ সখি ঘুচাহ আলস-কাজ। তার বাণী শুনি জাগিলা সে ধনী গলিত বসন সাজ।। রাজহংসী যেন নদীতে শয়ন তরঙ্গে চালয়ে ঘন। রতন-পালঙ্কে শুতিয়াছে রঙ্গে হিলোলিত দুনয়ন।। হেনকালে রতি মঞ্জরী সুমতি জানে অবসর-কাল। বৃন্দাবনেশ্বরী পদযুগ ধরি সেবন করয়ে ভাল।। কত পরকার করি […] keyboard_arrow_right
  • রতনমঞ্জরী কিবা কনক পুতলি
    রতনমঞ্জরী কিবা কনক পুতলি। সাধে সুধার সাঁচে বিহি নিরমলি।। তাহে ভূষণ কত রসপরসঙ্গ। মানে মলিন দেখি মনমথ ভঙ্গ।। গোরী নায়রি না পরিখসি আর। তুয়া আরাধন মোর বিদিত সংসার।। যজ্ঞ দান জপ তপ সব তুমি মোর। মোহন মুরলী আর বয়ানের বোল।। পীত পিন্ধন মোর তুয়া অভিলাষে। পরাণ চমকে যদি ছাড়হ নিশ্বাসে।। তোমার পরশে মোর চিরজীবি তনু। […] keyboard_arrow_right
  • রাই জাগ রাই জাগ শারী শুক বলে
    রাই জাগ রাই জাগ শারী শুক বলে। কত নিদ্রা যাও কালামাণিকের কোলে।। রজনী প্রভাত হৈল বলিয়ে তোমারে। অরুণ-কিরণ দেখি প্রাণ কাঁপে ডরে।। শারী বোলে শুন শুক গগনে উড়ি ডাক। নব-জলধরে আনি অরুণেরে ঢাক।। শুক বলে শুন শারি আমরা বনপাখী। জাগাইলে না জাগে রাই ধরম কর সাখী।। বংশীবদনে বলে চাঁদ গেল নিজ ঠাঞি। অরুণ-কিরণ হবে উঠি […] keyboard_arrow_right
  • রোহিণী বহিনী গো
    রোহিণী বহিনী গো যাদু আমার বিছানা হইতে হারা। পরাণ পুতলি ধন দুটি আঁখির তারা।। তিলে তিনবার খায় এ খীর নবনী। এ দুখে কেমনে জীয়ে মায়ের পরাণী।। যারে পুছি সে বলে যাদব নাহি হেথা। কি করিব কিবা হৈল আর যাব কোথা।। বসু রামানন্দে বলে শুন নন্দরাণী। কদম্বের তলে খেলে তোমার যাদুমণি।। keyboard_arrow_right
  • শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর
    শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিলা রজনীশেষে। মনে দৃঢ় আশ করিব সন্ন্যাস ঘুচাব এ সব বেশে।। ঐছন ভাবিয়া য়মন্দির তেজিয়া আইলা সুরধুনীতীরে। দুই কর যুড়ি নমস্কার করি পরশ করিলা নীরে।। গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি কাঞ্চননগরপথে। করিলা গমন শুনি সব জন বজর পড়িল মাথে।। পাষাণ সমান হৃদয় কঠিন সেহো শুনি গলি যায়। পশু পাখী ঝুরে গলয়ে পাথরে […] keyboard_arrow_right
  • শুতিয়াছে গোরাচাঁদ শয়ন মন্দিরে
    শুতিয়াছে গোরাচাঁদ শয়ন মন্দিরে। বিচিত্র পালঙ্ক শেজ অতি মনোহর।। আবেশে অবশ তনু গোরা নটরায়। কি কহব অঙ্গশোভা কহন না যায়।। মেঘের বিজুরী কিবা ছানিয়া যতনে। কত রস দিয়া বিধি কৈল নিরমাণে।। অতি মনোহর শেজ বিচিত্র বালিসে। বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে।। keyboard_arrow_right
  • শূন্য খাটে দিল হাত ব্রজ পড়িল মাথাত
    শূন্য খাটে দিল হাত ব্রজ পড়িল মাথাত বুঝি বিধি মোরে বিড়ম্বিল। করুণা করিয়া কান্দে কেশবেশ নাহি বান্ধে শচীর মন্দির কাছে গেল।। শচীর মন্দিরে আসি দুয়ারের কাছে বসি ধীরে ধীরে কহে বিষ্ণুপ্রিয়া। শয়ন মন্দিরে ছিল নিশা অন্তে কোথা গেল মোর মুণ্ডে বজর পড়িয়া।। গৌরাঙ্গ জাগয়ে মনে নিদ্রা নাহি দুনয়নে শুনিয়া উঠিল শচীমাতা। আলু থালু কেশে যায় […] keyboard_arrow_right
  • সজনি ঐছন মন অনুমান
    সজনি ঐছন মন অনুমান। অতনুক তূণ শূন অনুমানিয়ে জানিয়ে নিশি অবসান।।ধ্রু।। ধূমল অমল কমল তলপোপরি কলপিত বেশ বিথার। সরস অলস ভর উভয় কলেবর বাস বদল ছিন হার।। ভুজে ভুজ আপি ঝাঁপি মুখে মুখ ধরু হিয়ে হিয়ে কুচযুগ জোড়ি। জঘনহি জঘন সঘন তড়িতাম্বর দর ঘরমাইত ভোরি।। শেষ রজনি জনি জানি সজনি পুনি দ্বিজকুলে করহ আদেশ। নিশবদ […] keyboard_arrow_right
  • সহজে গৌর প্রেমে গরগর
    সহজে গৌর প্রেমে গরগর ফিরাঞা যুগল আঁখি। দামিনী সহিতে সুন্দর জলদে অরুণ-কিরণ দেখি।। উঠিল ভাবের তরঙ্গের রঙ্গ সম্বরি না পারি চিতে। কহে কি লাগিয়া কেবা সাজাইয়া কেন কৈল হেন রীতে।। এ রাধামোহন কহে বৃষভানু- সুতা-রসে পহুঁ ভোর। হেন ছলে বুলে উদ্ধারে সকলে কিছু না হইল মোর।। keyboard_arrow_right
  • সুন্দরি না কর গমন পরসঙ্গ
    সুন্দরি না কর গমন পরসঙ্গ। না সহে দুঃসহ কথা আনে কি আনের বেথা ভালে হর ভেল আধভঙ্গ।। তুহুঁ হাম তনু ভীন শ্রবণে জীবন খীন কেমনে ধরিব আমি বুক। হাসিতে মোহিত মন কি মোহিনী তুমি জান বিরমহ দেখি চাঁদমুখ।। না দেখিলে কিবা হয় পলক অলপ নয় ইথে আঁখি অধিক তিয়াস। পরাণ কেমন করে মরম কহিলুঁ তোরে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ