রতন-মন্দিরে রসালস-ভরে শয়নে আছয়ে রাই। মুখরা-বচন শুনিয়া তখন বিশাখা জাগায়ে যাই।। অতি ত্বরা ডাকি কহে উঠ সখি ঘুচাহ আলস-কাজ। তার বাণী শুনি জাগিলা সে ধনী গলিত বসন সাজ।। রাজহংসী যেন নদীতে শয়ন তরঙ্গে চালয়ে ঘন। রতন-পালঙ্কে শুতিয়াছে রঙ্গে হিলোলিত দুনয়ন।। হেনকালে রতি মঞ্জরী সুমতি জানে অবসর-কাল। বৃন্দাবনেশ্বরী পদযুগ ধরি সেবন করয়ে ভাল।। কত পরকার করি […]
keyboard_arrow_right