• কি কহিব শত শত তুয়া অবতার
    কি কহিব শত শত তুয়া অবতার। একলা গৌরাঙ্গচাঁদ পরাণ আমার।। বিষ্ণু অবতারে তুমি প্রেমের ভিখারী। শিব শুক নারদ লইয়া জনা চারি।। সিন্ধু বন্ধ কৈলা তুমি রাম অবতারে। এবে সে তোমার যশ ঘুষিবে সংসারে।। কলিযুগে কীর্ত্তন করিলা সেতুবন্ধ। সুখে পার হউক যত পঙ্গু জড় অন্ধ।। কিবা গুণে পুরুষ নাচে কিবা গুণে নারী। গোরাগুণে মাতিল ভুবন দশ […] keyboard_arrow_right
  • কুণ্ডে সিনান কয়ল দুহুঁ মেলি
    কুণ্ডে সিনান কয়ল দুহুঁ মেলি। সহচরিগণ সঞে করু জলকেলি।। বসন বিভূষণ পহিরণ বেলি। নিভৃত নিকুঞ্জ মাঝে চলি গেলি।। রতন পীঠ পরি কিশোরি কিশোর। বৈঠল দুহুঁজন আনন্দে ভোর।। বৃন্দা দেবি যোগায়ত তাই। বহুমত ফল মূল বিবিধ মিঠাই।। ভোজন করু দুহুঁ সখিগণ সঙ্গে। মধুসূদন কব হেরব রঙ্গে।। keyboard_arrow_right
  • কে যাবে কে যাবে বলি ডাকে উচ্চৈস্বরে
    কে যাবে কে যাবে বলি ডাকে উচ্চৈস্বরে। দধি দুগ্ধ ঘৃত ঘোল বিকি বেচিবারে।। সাজায়ে পসরা রাই দিল দাসীর মাথে। চলিল মথুরার বিকে বড়ায়ে সাথে।। পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ। অন্তরে উপজিল প্রেম তরঙ্গ।। নবীন প্রেমের ভরে চলিতে না পারে। চঞ্চল হরিণী যেন দিগ নেহারে।। বলরাম দাসে কহে শুন বিনোদিনি। গমন বিলম্ব কর পথে […] keyboard_arrow_right
  • গোবর্ধন গিরিবর তার তলে মণিঘর
    গোবর্ধন গিরিবর তার তলে মণিঘর সুখদ শীতল মনোহর। কলপ তরুর বন শোভিয়াছে বিলক্ষণ সমীপে রাধার সরোবর।। প্রফুল্ল কমল তায় ভ্রমর ভ্রমরী গায় চক্রবাক করে ক্রীড়ারণ। মদন ধনুক করে সদাই তাহাতে ফিরে যতনে রাখয়ে সেই বন।। অবসর জানি খেলা বৃন্দার হইল মেলা ফল তুলি আনিলা সত্বর। উত্তম সংস্কার করি সোণার থালীতে ভরি রাখিল যে পিঁড়ার উপর।। […] keyboard_arrow_right
  • গোরাচাঁদে দেখিয়া কি হৈনু
    গোরাচাঁদে দেখিয়া কি হৈনু। গোপত পিরীতি ফাঁদে মুই সে ঠেকিনু।। ঘরে গুরুজন-জ্বালা সহিতে না পারি। অবলা করিল বিহি তাহে কুলনারী।। গোরারূপ মনে হৈলে হইবে পাগলী। দেখিয়া শাশুড়ী মোর সদা পাড়ে গালি।। রহিতে নারিনু ঘরে কি করি উপায়। যদু কহে ছাড়িলে না ছাড়ে গোরারায়।। keyboard_arrow_right
  • ঘুচাও ঘুচাও আরে সখি ও সব জঞ্জাল
    ঘুচাও ঘুচাও আরে সখি ও সব জঞ্জাল । তোমার কানুরে মোর শতেক নমস্কার।। অমল কুলেতে কালি যেমত দিয়াছি গো তেমতি পাইলুঁ পুরস্কার।। গুরুজন তেয়াগিলুঁ লাজে তিলাঞ্জলি দিলুঁ তেজিলুঁ গৃহের সুখ সাধ। সখি দোষ দিব কারে এতেকে না পাইলুঁ তারে বিধাতা সাধিলে তাহে বাদ।। যত্ন করি রুপিলাম অন্তরে প্রেমের বীজ নিরবধি সিঁচি আঁখিজলে। কেমন বিধাতা সে […] keyboard_arrow_right
  • চলইতে চাহি চরণ নাহি ধাবয়ে
    চলইতে চাহি চরণ নাহি ধাবয়ে রহিতে নাহিক প্রতিআশ। আশ নৈরাশ কছুহ নাহি সমুঝিয়ে অন্তরে উপজে তরাস।। সজনি বচন না বোলসি আধা। তুহুঁ রসবতি উহ রসিকশিরোমণি হঠে রস না করহ বাধা।।ধ্রু।। প্রেমরতন জনু কনয়া কলস পুন ভাঙ্গিলে হয়ে নিরমাণ। মোতিম হার বর শত টুটয়ে গাঁথিয়ে পুন অনুপাম।। হরকোপানলে মদন দহন ভেল তুয়া উরে যুগল মহেশ। পরিহর […] keyboard_arrow_right
  • চলিতে না পার রসের ভরে
    চলিতে না পার রসের ভরে। আলস নয়ান আপনি ঝরে।। ঘন ঘন তুমি বাহিরে যাও। আন ছলে কত কথা বুঝাও।। না জানিয়ে কিবা অন্তরে সুখে। আঁচরে কাঞ্চন ঝলক মুখে।। মরমে পিরীতি বেকত অঙ্গে। তিলেক সোয়াথ না দেয় অনঙ্গে।। কালা বরণ দেখি চমকি চাও। ভাবে বেয়াকুল ওর না পাও।। কপোলে পুলক বেকত দেখি। প্রেমকলেবর ততহিঁ সাখী।। জ্ঞানদাস […] keyboard_arrow_right
  • ছলে দরশায়ল উরজক ওর
    ছলে দরশায়ল উরজক ওর। আপনি নেহারি হেরল মোহে থোর।। বিহসি দশন আধ দরশন দেল। ভুজে ভুজ বান্ধি অলপ চলি গেল।। কি কহব রে সখি নারি সুজান। হরখে বরখে কত মনমথবাণ।। দূরহি মোহে পুন পালটি নেহারি। তোড়ল কানড় কুসুম উঘারি।। বসনক ওর ঝাঁপল তব গোরি। লীলাকমলে মুখ রোপলি থোরি।। বৈদগধি বিবিধ পসারল যেহ। কোন মুগধ তাহে […] keyboard_arrow_right
  • ছোড়ল সুখময় কুসুম-শয়ান
    ছোড়ল সুখময় কুসুম-শয়ান। ছোয়ত হিমকর-কর মুরছান।। ছিরকত মলয়জে জলতহিঁ আগি। ছটফটি শয়নে গোঙায়ই জাগি।। ছৈল কানু তুহুঁ সহজই ভোরি। ছুটত কৈছে বিরহ-জ্বরে গোরি।। ছলে যব কোই নাম লেই তেরি। ছলছল নয়নে তাক মুখ হেরি।। ছাপি রহত কৈছে মরমক বোল। ছীন কনক জনু দহনে উজোর। ছাড়ল সলিল চলত জিউ আব। ছীকনে কোই রহই জনু যাব।। ছদম […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ