• নিতি নিতি আসি যাই এমন কভু দেখি নাই
    নিতি নিতি আসি যাই এমন কভু দেখি নাই কি খেনে বাড়াইলু পা জলে। গুরুয়া গরব কুল নাশইতে কুলবতী কলঙ্ক আগে আগে চলে।। বড়িমাই কি দেখিলুঁ যমুনার ধারে। কালিয়া বরণ এক মানুষ আকার গো বিকাইলু তার আঁখিঠারে।। শ্যাম চিকনিয়া দে রসে নিরমিল কে প্রতি অঙ্গে ঝলকে দাপনি। ভুবনমোহন ঠাম দেখিয়া কাঁপয়ে কাম কান্দে কত কুলের রমণী।। […] keyboard_arrow_right
  • নিরুপম সুন্দর গৌর-কলেবর
    নিরুপম সুন্দর গৌর-কলেবর মুখ জিনি শারদ-চন্দ। কুন্দ-করগ-বিজ নিন্দি সুশোভিত অতিশয় দন্ত সুছন্দ।। বুঝলুঁ কাম পুন সাধে। অমিয়াক সার ছানি নিরমায়ল বিহি-সিরজন ভেল বাধে।।ধ্রু।। অকলঙ্ক চান্দ ভানে বিধুন্তুদ ধাবই পরণক লাগি। নিকটহি যাই হেরি তছু মাধুরি তছু কর-ভয়ে পুন ভাগি।। প্রতিযোগি যত নাম-দোষ শত গুণ ভেল যাক ধেয়ানে। সোই চরণ-গুণ কলিযুগ-পাবন করু রাধামোহন গানে।। keyboard_arrow_right
  • পহিলহি চাঁদ করে দিল আনি
    পহিলহি চাঁদ করে দিল আনি। ঝাঁপল শৈলশিখরে এক পাণি।। অব বিপরিত ভেল সে সব কাল। বাসি কুসুমে কিয়ে গাঁথই মাল।। না বোলহ সজনি না বোলহ আন। কী ফল আছয়ে ভেটব কান।। অন্তর বাহিরে সম নহ রীত। পানি তৈল নহ গাঢ় পিরীত।। হিয়া সম কুলিশ বচন মধুধার। বিষঘট উপরে দুধ উপহার।। চাতুরি বেচহ গাহক-ঠাম। গোপত প্রেমসুখ […] keyboard_arrow_right
  • পহিলহি মোহে নিরখি লহু হাস
    পহিলহি মোহে নিরখি লহু হাস। পুন ধনি তেজলি দীঘ নিশাস।। ছলে হম কহল তুয়া পরসঙ্গ। থোড়ি মোড়ি মুখ ঝাঁপলি অঙ্গ।। পরিখত যব হাম মাগত মেলানি। গাঁথল হার উঘারল আনি।। নায়ক-নীলমণি লেই উঘারি। শির পর থাপলি সো বর-নারি।। সো পুন হার তরল করি গাঁথ। যতনহি পহিরলি লেই মঝু হাথ।। তরল-নয়ানি রহলি শির নাই। বলরাম কহ পহুঁ […] keyboard_arrow_right
  • পুন সে ধরিল অতি মনোহর
    পুন সে ধরিল অতি মনোহর এ নব মুরতি বেশ। পরিধান নীল বসন ভূষণ অতি সুচাঁচর কেশ।। নব সে নলিন ভুবন-মোহন চিত্রের পুতলি যৈছে । কনক মঞ্জরি সুচারু গঠন বেকত দেখিল তৈছে।। সোণার প্রতিমা বিজুরি-উজোর নয়ান-ভঙ্গিমা তায়। কণক কটোরি বদরি সমান দেখি মন মূরছায়।। নীল শাড়ী তাহে ওড়নী ভঙ্গীমা চাহনি কটাক্ষে বাঁকে। মদন কম্পিত হইল বেকত […] keyboard_arrow_right
  • পূরবে গোপত কৈলা বরজ সমাজে
    পূরবে গোপত কৈলা বরজ সমাজে। এবে তাঁহা গোঙাইলা সঙ্কীর্ত্তন মাঝে।। কেন হেন কৈলা গৌরাঙ্গ কেন হেন কৈলা। কুলবধূ সনে প্রেম তাহা প্রকাশিলা।। যত যত প্রিয়জন কহিলা তারে। যাচিয়া যাচিয়া এবে দিলা সভাকারে।। উত্তম জনারে কহি না পূরল সাধ। জগভরি গাওয়াইলা নিজ পরিবাদ।। * * * না বুঝল বলরাম করমের দোষে।। keyboard_arrow_right
  • প্রভু কহে নিত্যানন্দ সব জীব হৈল অন্ধ
    প্রভু কহে নিত্যানন্দ সব জীব হৈল অন্ধ কেহো ত না পাইল হরি নাম। এক নিবেদন তোরে নয়ানে দেখিবে যারে কৃপা করি লওয়াইবে নাম।। কৃতপাপী দুরাচর নিন্দুক পাষণ্ড আর কেহো যেন বঞ্চিত না হয়। শমন বলিয়া ভয় জীবে যেন নাহি হয় সুখে যেন হরি-নাম লয়।। কুমতি তার্কিক জন পড়ুয়া অধমগণ জন্মে জন্মে ভকতি-বিমুখ। কৃষ্ণ-প্রেম দান করি […] keyboard_arrow_right
  • প্রেমকো কাহিনী শুনল মুরারি
    প্রেমকো কাহিনী শুনল মুরারি। পৈঠল মনসিজ বিশিখ সুধারি।। উতরোল চিত ধৈরয দূরে গেল। তরল নলিনীদলজলসম ভেল।। নিজ মুখে কি কহব অন্তর নেহ। সহচরী কোরে সোঁপল নিজ দেহ।। কানু কো পিরীতি আরতি জানি। চললি সখী যহি হরিণীনয়ানী।। পিয় কো মরম পুছলি রামা। কহে হরিবল্লভ হরিগুণ গামা।। keyboard_arrow_right
  • বড় অপরূপ দেখিলুঁ সজনি
    বড় অপরূপ দেখিলুঁ সজনি নয়লি নিকুঞ্জমাঝে। ইন্দ্রনীলমণি কনকে জড়িত হিয়ার উপরে সাজে।। কুসুমশয়নে মিলিত নয়নে উলসিত অরবিন্দা। শ্যামসোহাগিনী কোরে ঘুমায়লি চান্দের উপরে চন্দা।। কুঞ্জ কুসুমিত চান্দনি রঞ্জিত তাহে পিককুল গান। মদনের বাণে দোঁহে অগেয়ান কি বিধির নিরমাণ।। মন্দ মলয়জ পবন মৃদুল ও সুখ কো কুর অন্ত। সরবস ধন দোঁহার দুহুঁ জন কহয়ে রায় বসন্ত।। keyboard_arrow_right
  • বড়াই ভাল রঙ্গ দেখ দাঁড়াইয়া
    বড়াই ভাল রঙ্গ দেখ দাঁড়াইয়া। কালিন্দী গম্ভীর নীর নিকটে যমুনাতীর ঝাঁপ দিন এ তাপ এড়াইয়া।। হেন ব্যবহার যার উচিত না কহ তার নিকটে মথুরা রাজধানী।। কর কান্ধে বেড়াইয়া অঙ্গে অঙ্গে হেলাইয়া পসরা নামাএ কোন দানী।। বলিয়া কহিয়া মোরে ঘরের বাহির কর‍্যে ধরাইলে ধরমের ছাতা। ছার কুলে কিবা মান যৌবনের চাহে দান ইহাতে না কহ এক […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ