পূরবে গোপত কৈলা বরজ সমাজে।
এবে তাঁহা গোঙাইলা সঙ্কীর্ত্তন মাঝে।।
কেন হেন কৈলা গৌরাঙ্গ কেন হেন কৈলা।
কুলবধূ সনে প্রেম তাহা প্রকাশিলা।।
যত যত প্রিয়জন কহিলা তারে।
যাচিয়া যাচিয়া এবে দিলা সভাকারে।।
উত্তম জনারে কহি না পূরল সাধ।
জগভরি গাওয়াইলা নিজ পরিবাদ।।
* * *
না বুঝল বলরাম করমের দোষে।।