• একমুখে কি কহিব গোরাচাঁদের লীলা
    একমুখে কি কহিব গোরাচাঁদের লীলা। হামাগুড়ি নানা রঙ্গে যায় শচীবালা।। লালে মুখ ঝর ঝর দেখিতে সুন্দর। পাকা বিম্বফল জিনি সুন্দর অধর।। অঙ্গদ বলয়া শোভে সুবাহুযুগলে। চরণে মগরা খাড়ু বাঘনখ গলে। সোণার শিকলি পীঠে পাটের থোপনা। বাসুদেব ঘোষ কহে নিছনি আপনা।। keyboard_arrow_right
  • একে কুলবতী চিতের আরতি
    একে কুলবতী চিতের আরতি বিধিবিড়ম্বিত কাজে। শ্যাম সুনাগর- পিরীতিকন্টক ফুটিল হিয়ার মাঝে।। শুন শুন সই মর্ম তোরে কই পড়িলুঁ বিষম ফাঁদে। অমূল্য রতন বেড়ি ফণিগণ দেখিয়া পরাণ কান্দে।।ধ্রু।। গুরু গরবিত বোলে অবিরত এ বড়ি বিষম বাধা। এ কুল ও কুল দু কুল চাহিতে সংশয় পড়ল রাধা।। ছাড়িলে ছাড়ান না ধায় সে লোক পরাণ অধিক বড়। […] keyboard_arrow_right
  • কদম্ব-কাননে উঠিছে সঘনে
    কদম্ব-কাননে উঠিছে সঘনে এ কি ধ্বনি অনুপাম। শ্রুতি-পথ দিয়া অন্তরে পশিয়া চঞ্চল করিল প্রাণ।। সই এ তোরে কহিলুঁ সার। হেন সুমধুর ধ্বনি রস-পূর ভুবনে না শুনি আর।।ধ্রু।। না জানি সজনি হেন ধ্বনি শুনি কেন কাঁপে মোর গা। বসন খসিল কেশ আউলাইল চলিতে না চলে পা।। নয়নের বারি নিরারিতে নারি বয়ানে না সরে কথা। না জানি […] keyboard_arrow_right
  • কহইতে চাহি ন চাহিয়ে পুন হাম
    কহইতে চাহি ন চাহিয়ে পুন হাম কহিলে বা হোয়ব কী। দেখি শুনি জিবইতে সাধ নাহি পল এক মা মা মা ছি ছি ছী।। সখিহে তোহে কিয়ে দেয়ব দোখ। জগ মাহা সবজন দোখ হেরি রোখয়ে এমতি রিপু এহি রোখ।।ধ্রু।। পীতাম্বর-গলে রমণি-চরণ-তলে ধরণি লোটায়ত সোই। ঐছন বুক বদন ফিরি বৈঠলি ইহ কি সহন মোহে হোই।। এক দিন […] keyboard_arrow_right
  • কান্দিতে না পাই বন্ধু কান্দিতে না পাই
    কান্দিতে না পাই বন্ধু কান্দিতে না পাই। নিচয়ে মরিব তোমার চাঁদমুখ চাই।। শাশুড়ী ননদীর কথা সহিতেও পারি। তোমার নিঠুরপনা সোঙারিয়া মরি।। চোরের রমণী যেন ফুকরিতে নারে। এমতি রহিয়ে পাড়াপড়সীর ডরে।। তাহে আর তুমি সে হইলা নিদারুণ। জ্ঞানদাস কহে তবে না রহে জীবন।। keyboard_arrow_right
  • কালার পিরিতি সই তোমারে যে বলি
    কালার পিরিতি সই তোমারে যে বলি। বুঝিয়া ঝুরিয়া কান্দে পরাণ পুতলি।। কাহারে কহিব সই মরমের কথা। কানু বিনু কে জানিবে মরমের বেথা। যত যত পিরীতি করয়ে পিয়া মোরে। আখরেতে লেখা আছে হিয়ার মাঝারে।। নিরবধি বুকে থুইয়া চাহে মুখে মুখে। এ বড় বিষম শেল ফুটিয়াছে বুকে।। মনের যে দুখ মোর মনেতে রহিল। ফুটিল শ্যামের শেল বাহির […] keyboard_arrow_right
  • কি ঘর বাহির লোকে বলে একি রীতি
    কি ঘর বাহির লোকে বলে একি রীতি। জীতে পাসরিল নহে বন্ধুর পিরীতি।। দেখিতে না দেখে আঁখি শ্যাম বিনে আন। ভরমে আনের কথা না কহে বয়ান।। শুনিতে শুনিয়ে সই শ্যাম পরসঙ্গ। সোঙরি সঘনে মোর পুলকিত অঙ্গ।। হিয়ার আরতি গো কহিতে নাহি দেশ। মরমে ধরম কথা না করে প্রবেশ।। গৃহকাজ করিতে অবশ সব দেহ। জ্ঞানদাস কহে বড় […] keyboard_arrow_right
  • কি ভাব উঠিল মনে কান্দিয়া আকুল কেনে
    কি ভাব উঠিল মনে কান্দিয়া আকুল কেনে সোণার অঙ্গ ধূলায় লোটায়। ক্ষণে ক্ষণে বৃন্দাবন করে গোরা সোঙরণ ললিতা বিশাখা বলি ধায়।। রাধা-ভাব অঙ্গীকরি রাধার বরণ ধরি রাধা বিনে আন নাহি ভায়। সুরধুনীতীর বন দেখি মনে বৃন্দাবন যমুনাপুলিন বলি ধায়।। রাধিকা রাধিকা বলি ভূমে যায় গড়াগড়ি রাধা নাম জপয়ে সদায়। প্রেমরসে হইয়া ভোরা সঙ্কীর্ত্তন মাঝে গোরা […] keyboard_arrow_right
  • কিবা কহ নবদ্বীপ-চান্দ
    কিবা কহ নবদ্বীপ-চান্দ। শুনইতে সব মন বান্ধ।। আনহ নীল নিচোল। সব অঙ্গ ঝাঁপহ মোর।। চিরদিনে মীলব তায়। এত কহি কোন দিশে চায়। সোই ভাবে অবতার। রাধামোহন পহুঁ সার।। keyboard_arrow_right
  • কিয়ে অপরূপ ঝুলনকেলি
    কিয়ে অপরূপ ঝুলনকেলি শ্যামহৃদয়ে হৃদয় মেলি রাধা রহু লাগি। অপরূপ রূপ কি দিব তূল ইন্দিবর মাঝে চম্পকফূল নব নব অনুরাগি।। দুহুঁ তনু তনু সঘনে লাগ উঠয়ে দুহুঁক অঙ্গ পরাগ সরস মদন জাগি। অখিল রমণি উমতি গন্ধে উঠল লছিমি নাসিকা রন্ধ্রে ব্রতভয় দুরে ভাগি।। রতিরসময় রসিক-রঙ্গ রমণীমণি রময়ে সঙ্গ কেলি রভস মাগি। ঝুকিত ঝুলন ধরত তাল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ