• জয় জয় ধ্বনি ব্রজ ভরিয়া রে
    জয় জয় ধ্বনি ব্রজ ভরিয়া রে। উপানন্দ অভিনন্দ আনন্দ নন্দন নন্দ পঞ্চ ভাই নাচে বাহু তুলিয়া রে।। যশোধর যশোদেব সুদেবাদি গোপসব নাচে নাচে আনন্দে ভুলিয়া রে। নাচেরে নাচেরে নন্দ সঙ্গে লইয়া গোপবৃন্দ হাতে লাঠি কান্ধে ভার করিয়া রে।। খেনে নাচে খেনে গায় সূতিকাগৃহেতে ধায় গিরয়ে বালকমুখ হেরিয়া রে। দধি দুগ্ধ ভারে ভারে ঢালয়ে অবনী পরে […] keyboard_arrow_right
  • জয় জয় নিত্যানন্দ-চন্দ্র বর
    জয় জয় নিত্যানন্দ-চন্দ্র বর। জয় শান্তিপুর নগর সুধাকর।। জয় বসু জাহ্নবী-দেবি-হৃদয়-হর। জয় জয় সীতামোদ-কলেবর।। বীর তাত জয় জীব প্রিয় কর। জয় জয় অচ্যুত জনক মহেশ্বর।। জয় জয় গৌর অভিন্ন কলেবর। ফুকরই কাতর দাস মনোহর।। keyboard_arrow_right
  • জয় রাধে শ্রীরাধে কৃষ্ণ
    জয় রাধে শ্রী- রাধে কৃষ্ণ শ্রীরাধে জয় রাধে। নন্দনন্দন বৃষ- ভানুদুলারি সকল গুণ অগাধে।।ধ্রু।। নবঘনসুন্দর নয়ন কিশোরি নিজগুণ হীতম সাধে। চাঁচর কেশে মউর শিখণ্ডক কুঞ্চিত কেশিনি জাদে।। পীতাম্বরধর উড়ে নীল শাড়ি ঘন সৌদামিনি রাজে। কানু গলে বন- মালা বিরাজিত রাই গলে মোতি সাজে।। অরুণিত চরণে মঞ্জির রঞ্জিত খঞ্জন গঞ্জন লাজে। কৃষ্ণদাস ভণে শ্রীবৃন্দাবনে যুগল কিশোর […] keyboard_arrow_right
  • জলকেলি গোরাচাঁদের মনেতে পড়িল
    জলকেলি গোরাচাঁদের মনেতে পড়িল। পারিষদগণ সঙ্গে জলেতে নামিল।। কার অঙ্গে কেহ জল ফেলিয়া সে মারে। গৌরাঙ্গ ফেলিয়া জল মারে গদাধরে।। জলক্রীড়া করে গোরা হরষিত মনে। হুলাহুলি কোলাকুলি করে জনে জনে।। গৌরঙ্গচাঁদের লীলা কহন না যায়। বাসুদেব ঘোষ তাই গোরাগুণ গায়।। keyboard_arrow_right
  • জানুলম্বিত বাহু যুগল
    জানুলম্বিত বাহু যুগল কনকপুতলী দেহা। অরুণ অম্বর শোভিত কলেবর উপমা দেয়ব কাহাঁ।। হাসবিমল বয়ান কমল পীন হৃদয় সাজে। উন্নত গীম সিংহ জিনিয়া উদার বিগ্রহ রাজে।। চরণ নখর উজোর শশধর কনয়া মঞ্জরী শোহে। হেরি দিনমণি আপনা নিছয়ে রূপে জগমন মোহে।। কলিযুগের অবতার চৈতন্য নিতাই পাপ পাষণ্ড নাহি মানে। শ্রীকৃষ্ণ চৈতন্য ঠাকুর নিত্যানন্দ বৃন্দাবন দাস গুণ গানে।। keyboard_arrow_right
  • ঝুলত ধনি চন্দ্রবদনী
    ঝুলত ধনি চন্দ্রবদনী জিনি সৌদামিনি ছটা।। ঝুলত রঙ্গে নাগর সঙ্গে প্রেম তরঙ্গে পুলক অঙ্গে কিয়ে কাদম্বিনি পটা।।ধ্রু।। সুন্দর অলকে সিন্দূর ঝলকে মৃগমদ তিলকে অলকা ললকে মোতিমকে ঘটা।। বিপুল নিতম্বা জিত উরু রম্ভা কুচ করিকুম্ভা পুলককদম্বা তুচ্ছ দাড়িম্বটা।। সুখশালি তালি দেয়ত আলি বলি ভালি ভালি রসালি রসালি বনমালি সুনিকটা।। শাঙন ঝম্পে মেঘ আরম্ভে পবন আড়ম্বে ঘন […] keyboard_arrow_right
  • ঝুলত ব্রজ-নাগর বর
    ঝুলত ব্রজ- নাগর বর চন্দ্রাননি সঙ্গে। ভুজহি ভুজহি কন্ধে কন্ধে লপটায়ত কতহি বন্ধে ঝুকত মন্দ আলি-বৃন্দ রাগ রচত রঙ্গে।।ধ্রু।। তাথৈ তাথৈ মধুর বোল ঝুলনে নূপুর কিঙ্কিণি-রোল তা দ্রিমি দ্রিমি বাজত খোল মধুর যন্ত্র-ভঙ্গে। কাদম্বিনি গগনে ঘোর গর গর গর গরজে জোর বরিখত তহিঁ থোর থোর তড়িত জড়িত অঙ্গে।। ঝমকি ঝমকি ঝরত নীর চাতক-চয় বোলত ধীর […] keyboard_arrow_right
  • ঝূলত ধনি চন্দ্রাননি
    ঝূলত ধনি চন্দ্রাননি নাগর নট রাজে। বৃন্দাবন রঙ্গ মোহন রঙ্গ হিঁডোর মাঝে।। মণি-ঝলমল নীল-দুকুল রসবতি তহি শোহে।। শ্যামল-ঘন তড়িত-বসন জগজন-মন মোহে।। কাঞ্চন চুনি মরকত-মণি হীরহি সিঁথি সাজে। চিকণ চূড় পিঞ্ছ মউর- চন্দ্রক বিরাজে।। জলদ ঘোর বরিখে থোর হংসী-মন নাচে। মৃদু সমীর বহই নীর দোহঁ শরির সীঁচে।। চক্রবাক সারস ডাকে কীর কপোত বোলে। ইন্দীবর কমল কুমুদ […] keyboard_arrow_right
  • দিনমণি কিরণ মলিন মুখ-মণ্ডল
    দিনমণি কিরণ- মলিন মুখ-মণ্ডল ঘামে তিলক বহি গেল। কোমল চরণ তপত পথ-বালুক আতপ-দহন সম ভেল।। হেরইতে শ্যামর চন্দ। কোরে আগোরি গোরি মুখ মোছত বসন ঢুলায়ত মন্দ।। কর্পূর তাম্বুল অধরহি দেয়ল চন্দন লেপই অঙ্গ। শ্যামর-অঙ্গ- পরশে নব নাগরি বাঢ়ল প্রেমতরঙ্গ।। কুঞ্জ কুটির ঘর সেজ মনোহর মধুকর শ্রুতিধর ভাষে। গোরি শ্যাম দুহুঁ করত কুতুহলি কহতহি গোবিন্দদাসে।। keyboard_arrow_right
  • দুহুঁপ্রেম গুরু ভেল শিষ্য তনুমন
    দুহুঁপ্রেম গুরু ভেল শিষ্য তনুমন। শিখায় দোঁহারে নৃত্য অতি মনোরম।। চাপল্য ঔৎসুক্য হর্ষ ভাব অলঙ্কার। দুহুঁমন শিষ্য পরে ভূষণের ভার।। সুজৃম্ভাদি উদ্ভাস্বর সুদীপ্ত সাত্ত্বিক। এই সব ভাব ভূষা রাধার অধিক।। অযত্নজ শোভা আদি সপ্ত অলংকার। স্বভাবজ বিলাসাদি দশ পরকার।। ভাবাদি অঙ্গজ তিন মৌগ্ধ্য চকিত। দ্বাবিংশতি অলঙ্কার রাধাঙ্গ ভূষিত।। নানা ভাবে বিভূষিত কহনে না যায়। এ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ