• মানস গঙ্গার জল ঘন করে কল কল
    মানস গঙ্গার জল ঘন করে কল কল দুকূল বহিয়া যায় ঢেউ। গগনে উঠিল মেঘ পবনে বাড়িল বেগ তরণী রাখিতে নারে কেউ।। দেখ সখি নবীন কাণ্ডারী শ্যামরায়। কখন না জানে কান বাহিবার সন্ধান জানিয়া চড়িনু কেন নায়।।ধ্রু।। ন্যায়ার নাহিক ভয় হাসিয়া কথাটি কয় কুটিল নয়নে চাহে মোরে। ভয়েতে কাঁপিছে দে এ জ্বালা সহিবে কে কাণ্ডারী ধরিয়া […] keyboard_arrow_right
  • মিত্র পূজাইয়া বিশ্বশর্ম্মা দ্বিজরাজ
    মিত্র পূজাইয়া বিশ্বশর্ম্মা দ্বিজরাজ। বটুরে লইয়া সাধিলেন নিজ কাজ।। মুদ্রা সহিতে বটু নৈবেদ্য বান্ধিলা। বিদায় হইয়া দোঁহে কাননে চলিলা।। সখাগণ মাঝে কৃষ্ণ যাইবার তরে। ব্রাহ্মণের বেশ সব করিলেন দূরে।। চূড়া বান্ধি বেত্র বাঁশী লইলেন হাতে। কৌতুকে মিলিলা সব সখার সহিতে।। বটুর অঞ্চলে বান্ধা নৈবেদ্য দেখিয়া। খোলয়ে রাখাল সব চৌদিগে ঘেরিয়া।। বলরামের ইঙ্গিকে সকল সখাগণ। নৈবেদ্য […] keyboard_arrow_right
  • মুখ দেখিতে বুক বিদরে
    মুখ দেখিতে বুক বিদরে কে তাহে পরাণ ধরে। ভাবিলে কামিনী দিবস-রজনী ঝুরিয়া ঝুরিয়া মরে।। সই কি জানি কদম্ব-তলে। দেখিয়া ও রূপ কুলে তিলাঞ্জলি যাইতে যমুনা-জলে।। বঙ্কিম নয়নে ভঙ্গিম চাহনি তিলে পাসরিতে নারি। এত দিনে সই জানিলু নিশ্চয় মজিল কুলের গোরি।। চাচর চুলে ফুলের কাছনি সাজনি মউর-পাখে। বলরাম বলে কোন কামিনী কুলের ধরম রাখে।। keyboard_arrow_right
  • যো মুখ দেখিতে হিয়া বিদরয়ে
    যো মুখ দেখিতে হিয়া বিদরয়ে কে তাথে পরাণ ধরে। ভালে সে কামিনী দিবস রজনী ঝুরিয়া ঝুরিয়া মরে।। সই সে কালা কদম্বতলে। ও রূপ দেখিয়া কুলে তিলাঞ্জলি দিলুঁ যমুনার জলে।। বঞ্চিম নয়ানে ভঙ্গিম চাহনি তিলে পাসরিতে নারি। এত দিনে সখি নিচয়ে জানিলুঁ মজিল কুলের নারী।। চাঁচর চুলে সে ফুলের কাঁচনি সাজনি ময়ূর-পাখে। বলরাম বলে কোন বা […] keyboard_arrow_right
  • রসিয়া রমণী যে
    রসিয়া রমণী যে। মদন মোহন গৌরাঙ্গ বদন দেখিয়া জীয়ে কি সে।। যে ধনী রঙ্গিনী হয়। ভাঙ ধনুয়া মদন বাণে তার কি পরাণ রয়।। যে জানে পিরীতি বেথা। সেহ কি ধৈরজ ধরিতে পারে শুনিয়া মুখের কথা।। বিলাসিনীর মনে দুখ। আজানুলম্বিত বাহু হেরি কান্দে পরিসর গোরা বুক।। কামিনী কামনা করে। গুরুয়া নিতম্ব বিলাস বসন পরশ পাবার তরে।। […] keyboard_arrow_right
  • রামা হে কি আর বলিব আন
    রামা হে কি আর বলিব আন। তোহারি চরণে শরণ সো হরি অবহুঁ না মিটে মান।। গোবর্দ্ধন-গিরি বামকরে ধরি যে কৈল গোকুল পার। বিরহে সে ক্ষীণ করের কঙ্কণ মানয়ে গুরুয়া ভার।। কালীয় দমন করল যে জন চরণযুগলবরে। এবে সে ভুজঙ্গ ভরমে ভুলল হৃদয়ে না ধরে হারে।। সহজে চাতক না ছাড়য়ে প্রীত না বৈসে নদীর তীরে। নব-জলধর […] keyboard_arrow_right
  • ললিতা সখী হসিত মুখী
    ললিতা সখী হসিত মুখী কহয়ে নায়্যার ঠাঞি। বোল না কেনে তোমার মেনে কতেক বেতন চাই।। আমরা হইয়ে রাজার ঝিয়ারী যদি মরিযাদা পাই। ঝাড়িলে হাথ হবে কৃতার্থ কিসের কাতর রাই।। কহয়ে নেয়্যে বুঝাহ রাইয়ে কথা কহেন একবার। পার করি দিব বেতন না লব এই সে কহিল সার।। শুনি নায়্যার কথা কহিছে ললিতা তোমার নাহিক বোধ। উহার […] keyboard_arrow_right
  • শচীর নন্দন গোরা ও চাঁদবয়ানে
    শচীর নন্দন গোরা ও চাঁদবয়ানে। ধবলী শাঙলী বলি ডাকে ঘনে ঘনে।। বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায়। শিঙ্গার শবদ করি বদন বাজায়।। নিতাই-চাঁদের মুখে শিঙ্গার নিসান। শুনিয়া ভকতগণ প্রেমে অগেয়ান।। ধাইল পণ্ডিত গৌরীদাস যার নাম। ভাইয়া রে ভাইয়া রে বলি ধায় অভিরাম।। দেখিয়া গৌরাঙ্গরূপ প্রেমার আবেশ। শিরে চূড়া শিখিপাখা নটবর-বেশ।। চরণে নূপুর সাজে সর্ব্বাঙ্গে চন্দন। বংশীবদন […] keyboard_arrow_right
  • শুন লো বড়াই বুড়ি তুমি সে নাটের গুঁড়ি
    শুন লো বড়াই বুড়ি তুমি সে নাটের গুঁড়ি আনিয়া করিলি পরমাদ। মোর মনে যত ছিল সকলি বিফল হৈল দূরে গেল ঘর যাবার সাধ।। দু কূলে বহিছে বায় কাঁপিছে রাধার গায় নন্দ-সুত নবীন কাণ্ডারী। তরণী নবীন নয় ভার দিতে করি ভয় ভাঙ্গা নায় বসিতে না পারি। হাসি বলে গোবিন্দাই পার হবে ভয় নাই অশ্ব গজ কত […] keyboard_arrow_right
  • শুন শুন পরাণের সই।
    শুন শুন পরাণের সই। তুমি সে দুখের দুখি তেঞি তোরে কই।। সদা চিত উচাটন বন্ধুর লাগিয়া। সদাই সোঙরে প্রাণ গর গর হিয়া।। সদাই পুলক গায়ে আঁখে ঝরে জল। আধ তিল না দেখিলে পরাণ বিকল।। কি করিব কোথা যাব থির নহে মন। তাহে আর ননদী বলয়ে কুবচন।। তাহে ধিক দুখ দেয় এ পাড়াপড়সী। বন্ধুর লাগিয়া মুঞি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ