• এ কথা জননী কিছুই না জানে
    এ কথা জননী কিছুই না জানে সঙ্গের সঙ্গতি গুণে। গোপত আখ্যান ইহা কে জানিবে কেহ সে নাহিক জানে।। মূর্চ্ছিত কিশোরী আপনা পাসরি পড়ল ধরণী-মাঝে। যেমত সোনার পুতলি পড়ল অবনীমণ্ডল-মাঝে।। কাঞ্চন-বরণী সুবলমোহিনী দামিনী চমকে যেন। অগেয়ান হৈয়া সুধী নাহি রহে পড়িল কিশোরী তেন।। বিস্মিত হইলা ললিতা সুন্দরী অনঙ্গমঞ্জরী কহে। “আচম্বিতে হেন রাই অচেতন কেন বা এমন […] keyboard_arrow_right
  • এ কথা শুনিয়া রাধা বিনোদিনী
    এ কথা শুনিয়া রাধা বিনোদিনী বড়ই আকুল হৈয়া। যা লাগি এতেক হল পরমাদ রহল বিয়োগ পেয়া।। উপজল মান যেন বিষতুল সে নব কিশোরী রাধা। বিমুখ বিয়োগী হইলা কিশোরী কম্পিত এ তনু আধা।। নয়ন কমল যেন রাতাপল তেজিয়া আনের কাছ। বৈঠল কিশোরী আপনা পাসরি মাধবী-লতার গাছ।। মাধবী-তলাতে বসি এক ভিতে অতি সে বিরস ভাবে। শ্রীমুখ বিধুটি […] keyboard_arrow_right
  • এ কথা শুনিয়া রাধা বিনোদিনী
    এ কথা শুনিয়া রাধা বিনোদিনী বড়ই আকুল হয়ে। যা লাগি এতেক হল পরমাদ রহল বিয়োগ পেয়ে।। উপজল মান যেন বিষতুল সে নব কিশোরী রাধা। বিমুখ বিয়োগী হইলা কিশোরী কম্পিত ও তনু আধা।। নয়ন-কমল যেন রাতাপল ত্যজিয়ে আনের কাছে। বৈসল কিশোরী আপনা পাসরি মাধবী-তলার পাছে।। মাধবী তলাতে বসি এক ভিতে অতি সে বিরস ভাবে। শ্রীমুখ বিধুটি […] keyboard_arrow_right
  • এই দেখ ধনি চান্দ মুখ তুলি
    “এই দেখ ধনি চান্দ মুখ তুলি কানুর সন্দেশ লহ। তোমার লাগিয়া রজনী জাগিয়া নিদান হইল সেহ।। এই লহ রাধা শ্যামের কুসুম অতুল তাম্বুল-হার। গলায় পরিলে মান দূরে যাবে মুখ তোল একবার।। যে হরি তিলেক দেখিতে না পায়া হৃদয় ফাটিয়া মর। সে জন কুঞ্জেতে একাকী বসিয়া এখন এমত কর।। তুমি সুনাগরী প্রেমের আগরী সে রস ছাড়িয়ে […] keyboard_arrow_right
  • এই দেখ ধনি চাঁদমুখ তুলি
    এই দেখ ধনি চাঁদমুখ তুলি কানুর সন্দেহ লহ। তোমার লাগিয়া রজনী জাগিয়া নিদান হইল সেহ।। এই লহ রাধা শ্যামের কুসুম অতুল তাম্বুল হার। গলায় পরিলে মান দূরে যাবে মুখ তোল একবার।। যে হরি তিলেক দেখিতে না পেলে হৃদয় ফাটিয়া মর। সে জন কুঞ্জেতে একাকী বসিয়া এখন এমত কর।। তুমি সুনাগরী প্রেমের আগরী সে রস ছাড়িয়ে […] keyboard_arrow_right
  • এত বলি বিনোদিনী রাই
    এত বলি বিনোদিনী রাই। ক্ষেণে ক্ষেণ ধরণী লোটাই।। অচেতন চেতন না হয়। শ্যাম পানে নয়ন থাপায়।। ক্ষেণে আঁখি মুদি রহে রাই। পুন রাই পথ পানে চাই।। যেন চাঁদ মুখের বয়ান। ভেল যেন অধিক মেলান।। হুতাশ পাইয়া চন্দ্র-মুখী। সদা শ্যামরূপখানি দেখি।। সোনার পুথলি যেন লুটে। অবনী উপরে যেন উঠে।। বয়ানে নাহিক কিছু ভাষ। চরণে লোটায় চণ্ডীদাস।। keyboard_arrow_right
  • এত বলি বিনোদিনী রাই
    এত বলি বিনোদিনী রাই। ক্ষেণে ক্ষেণে ধরণী লোটাই।। অচেতন চেতন না হয়। শ্যামপানে নয়ন থাপায়।। ক্ষেণে আঁখি মুদি রহে রাই। পুন রাই পথপানে চাই।। যেন চাঁদমুখের বয়ান। ভেল যেন অধিক মেলান।। হুতাশ পাইয়া চন্দ্রমুখী। সদা শ্যামরূপখানি দেখি।। সোণার পুথলি যেন লুটে। অবনী-উপরে যেন উঠে।। বয়ানে নাহিক কিছু ভাষ। চরণে লোটায়ে চণ্ডীদাস।। keyboard_arrow_right
  • ঐছন রমণী মুরলী শুনিয়া
    ঐছন রমণী মুরলী শুনিয়া আকুল হইয়া চিতে। নিজ বেশ করে মনের সহিত শুনিয়া মুরলী-গীতে।। রসের আবেশে পদ-আভরণ কেহ বা পরিল গলে। গলা-আভরণ কোন ব্রজরামা পরিছে চরণে ভালে।। বাহুর ভূষণ কনক কঙ্কণ পরিল হৃদয়-মাঝে। হিয়ার ভূষণ পরিছে যতন কটিতে ভূষণ সাজে।। কেহ বা পরিল একই কুণ্ডল শোভই একই কানে। ঐছন চলিল বরজ-রমণী ধৈরজ নাহিক মানে।। এক […] keyboard_arrow_right
  • ঐছন রমণী মুরলী শুনিয়া
    ঐছন রমণী মুরলী শুনিয়া আকুল হইয়া চিতে। নিজ বেশ করে মনের সহিতে শুনিয়া মুরলী গীতে।। রসের আবেশে পদ-আভরণ কেহ বা পরিল গলে। গলা আভরণ কোন ব্রজরামা পরিছে চরণে ভালে।। বাহর ভূষণ কনক-কঙ্কণ পরিল হৃদয়মাঝে। হিয়ার ভূষণ পরিছে যতন কটিতে ভূষণ সাজে।। কেহ বা পরিল একহি কুণ্ডল শোভই একহি কাণে। ঐছন চলল বরজ-রমণী ধৈরজ নাহিক মানে।। […] keyboard_arrow_right
  • কহে পাত্রগণ বিচার ক * *
    কহে পাত্রগণ বিচার ক * * “সুনহ সভার বানি। তৃনাবর্ত্ত বিরে আন ডাক দিয়া সুন রাজ নৃপমুনি।।” তবেত কহিতে লাগল নৃ * * “সুনহ বান্ধব জত । ডাক দিয়া আন তৃনাবর্ত্ত বিরে” আসিঞা হইল যুত।। রাজার সমুখে তৃনাবর্ত্ত * নুঙাইল আসি মাথা। “কি কারণে মোরে ডাক দিয়া আন অসুর-কুলের ধাতা।।” কহে নৃপবর — “সুনহ * […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ