• তুমি সে আঁখির তারা
    “তুমি সে আঁখির তারা। আঁখির নিমেখে কত শতবার তিলে তিলে হই হারা।। তোমা হেন ধন অমূল্য রতন পাইনু কদম্ব-তলে। বৈস বৈস রাধে কত না বেজেছে ও রাঙ্গাচরণ-তলে।। বিষম রবির কিরণ-ছটাতে মলিন হয়েছে মুখ। আহা মরি মরি মাথায় পশরা ! কত না পেয়েছ দুখ।।” আপনার পীত বসন আঁচলে রাই মুখ মুছে শ্যাম। বসন-বাতাসে শ্রম দূরে গেল […] keyboard_arrow_right
  • তুমি হে নিদয়া বড়ি
    “তুমি হে নিদয়া বড়ি। সে নব-নাগরী প্রেমের লহরী কেমনে রয়েছ ছাড়ি ।। নিশি দিশি রাধা কান্দিয়া বিকল নয়ানে নাহিক ঘুম। কারে কিছু ধনী না কহে উত্তর তিলেক হয়েছে ভ্রম।। বদন উপর কর আচ্ছাদিয়া লোরেতে ভরিয়া আঁখি। অঙ্গের বসন তিতল সকল আবেশে যে চন্দ্রমুখী।। গিয়া তরুবরে কদম্ব কুহরে বসিয়া নবীন রাই। তা দেখি বিপদ্‌ বাড়িল অন্তর […] keyboard_arrow_right
  • তুমি হে নিদয়া বড়ি
    তুমি হে নিদয়া বড়ি। সে নব-নাগরী প্রেমের লহরী কেমনে রয়েছ ছাড়ি।। নিশি দিশি রাধা কান্দিয়া বিকল নয়ানে নাহিক ঘুম। কারে কিছু ধনী না কহে উত্তর তিলেক হয়েছে ভ্রম।। বদন-উপর কর আচ্ছাদিয়া লোরেতে ভরিয়া আঁখি। অঙ্গের বসন তিতল সকল আবেশে যে চন্দ্রমুখী।। গিয়া তরুবরে কদম্ব কুহয়ে বসিয়া নবীন রাই। তা দেখি বিষাদ বাড়িল অন্তর বিফলে কান্দিয়ে […] keyboard_arrow_right
  • ধরম করম সকলি মজিল
    ধরম করম সকলি মজিল ধাধসে পরাণ রাখি। ধেয়ান তোমার ধনী সে আকার শুধু দেহ আছে সাখী।। ধন জন যত সে সব বেকত ধরম ভরম তুমি। ধরিয়া চরণ লইনু শরণ তোমা না ছাড়িব আমি।। ধরিব যেমন ধরে মীনগণ ধাধসে শকরী যত। ধনী বিনোদিনী ধাধসে তেমনি ধৈরজ ধরিব কত।। ধক্‌ ধক্‌ ধকি পরমাদ দেখি ধরিতে না পারি […] keyboard_arrow_right
  • ধরি অনুপম বাজিকর যেন
    ধরি অনুপম বাজিকর যেন খেলার কতেক তানে। সুবল ত্রিবিট এ পীঠ-মদন মধুমঙ্গলের সনে।। কহে বিদূষক– “শুন হে সুবল, নানা যন্ত্র লেহ সঙ্গে। তবে যে খেলিব নানামত খেলা গাইব নাচিব রঙ্গে।।” নানা যন্ত্র নিলা নানা সে প্রতিমা কাঠের পুতলি লৈয়া। আর যত নিল মধুর মধুর বাদিয়া বাদির ছায়া।। নানা বেশ ধরি যেন বাজিকর নাচায় পুতলি কায়া। […] keyboard_arrow_right
  • নিরুপম হেম-জ্যোতি জিনি বরণা
    নিরুপম হেম-জ্যোতি জিনি বরণা। সঙ্গিত-রঙ্গি তরঙ্গিত চরণা।। নাচত গৌর গুণমনিয়া। চৌদিকে হরি হরি ধনি ধনি ধনিয়া।। শরদ ইন্দু জিনি সুন্দর বয়না। অহনিশি প্রেমে ঝরে ঝরু নয়ন। বিপুল-পুলক-পরিপূরিত দেহা। নিজ সে ভাসি না পায়ই থেহা।। জগভরি পূরল প্রেম-আনন্দা।। মহিমাহো বঞ্চিত দাস গোবিন্দা।। keyboard_arrow_right
  • বলরাম কহে নটবর কাছে
    বলরাম কহে নটবর কাছে এমন কেন বা হাল। কতি না পড়ল মধুর মুরূলি পিতধড়া আর মাল।। চরণ-নপুর পড়ে এক ঠামে ভাঙ্গিয়া বিনোদ চূড়া। কতি না পড়ল বসন-ভূষণ নানা মালতির বেড়া।। ঘাঘর ঘণ্টিকা বঙ্করাজ আর মাণিক পদক কোথা। মুকুতা গাথুনি দুসারি মাণিক দেখিঞা লাগয়ে বেথা। ধূলায় ধূসর শ্যাম-কলেবর কমল নয়নে ধারা। কিসের লাগিঞা হেনক দুর্গতি কহত […] keyboard_arrow_right
  • বেরি বেরি দূতি বচন সরস
    “বেরি বেরি দূতি বচন সরস কত সে আর শুনব। যথা না শুনব শ্যাম নাম সুধা সেখানে চলিয়া যাব।। তবে ত দারুণ ব্যথা উপজল তবে সে ভালই হব। বেরি বেরি দূতি বচন সরস এ কথা না শুনি তব।।” শ্রবণে না শুনি কহে আন বাণী কথা সে মনে না বাসি। * * * * “শুনগো সজনী যে […] keyboard_arrow_right
  • বেরি বেরি দূতি বচন সরস
    বেরি বেরি দূতি বচন সরস কত সে আর শুনব। যথা না শুনব শ্যাম নাম সুধা সেখানে চলিয়া যাব।। তবে সে দারুণ ব্যথা উপজল তবে সে ভালই হব। বেরি বেরি দূতি বচন সরস এ কথা না শুনি তব।। শ্রবণে না শুনি কহে আন বাণী কথা সে মনে না বাসি। * * * * * * * […] keyboard_arrow_right
  • ব্রহ্মা মহেশ্বর কহেন উত্তর
    ব্রহ্মা মহেশ্বর কহেন উত্তর– “শুনহ ধরণী, বোল। নারীরূপ ধরি জাহ জথা বলি ক্ষীরোদ-সায়র কোল।। জথা ভগবান্‌ অনন্ত-শয়ন সেখানে চলহ তুমি। তোমারো গোচরে সব বিবরণ কহিতে কহিব আমি।।” এ বোল শুনিতে বসুমতী চিতে আনন্দ হইলা বড়ি । দুইজন কাছে বিনতি করিঞা চরণ ধরিয়া পড়ি ।। দুই দেব যায় ক্ষীরোদের সায় জথাই ঈশ্বর আছে। হোথা দুইজনে বসুমতী […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ