ব্রহ্মা মহেশ্বর কহেন উত্তর– “শুনহ ধরণী, বোল। নারীরূপ ধরি জাহ জথা বলি ক্ষীরোদ-সায়র কোল।। জথা ভগবান্ অনন্ত-শয়ন সেখানে চলহ তুমি। তোমারো গোচরে সব বিবরণ কহিতে কহিব আমি।।” এ বোল শুনিতে বসুমতী চিতে আনন্দ হইলা বড়ি । দুইজন কাছে বিনতি করিঞা চরণ ধরিয়া পড়ি ।। দুই দেব যায় ক্ষীরোদের সায় জথাই ঈশ্বর আছে। হোথা দুইজনে বসুমতী […]
keyboard_arrow_right