• দেখ সখি ঘুমল যুগল কিশোর
    দেখ সখি ঘুমল যুগল কিশোর। ভুজে ভুজে ছন্দবন্ধ করি শূতল ওরুপ কো করু ওর।।ধ্রু।। মরকত কাঞ্চন জোড়ি। এক অনুরাগ ডোরি সোহাগহি আগরি নাগরি নাগর ভোরি।। বদনে বদনে দুহুঁ হাসিমাখা লহু লহু দু-চান্দে করল বিহি এক। শ্যাম ঊরু উপর রাই চরণ ধরু পরম পিরীতি পরতেখ।। বিগলিত বেশ বসন ভেল দুহুঁ তনু চরণে চরণে একাকারে। সখিগণ নয়ন […] keyboard_arrow_right
  • দেখ সখি যুগল কিশোর
    দেখ সখি যুগল কিশোর। সুশয়নে দুহুঁ ভেল ভোর।। কলপ তলপ সুশোভন। মঞ্জু কুঞ্জ পরম মোহন।। ফুল সে ফুটিল সারি সারি। দরশনে আপনা পাসরি।। শারদীয়া নিশা ঝলমল। বিথারয়ে চারু পরিমল।। ভানুতনিতট নিরমল। সুবিমল পরামৃত জল।। তার তীরে তরু সুগঠন। মূল বান্ধা মাণিক রতন।। তাহে নিশবদ নিজ গণ। দরশনে তৃষিত নয়ন।। আশে পাশে হাসে সহচরী। কুঞ্জজালে আঁখি […] keyboard_arrow_right
  • নিশি অবসান শয়ন পর আলসে
    নিশি অবসান শয়ন পর আলসে বিশ্বম্ভর দ্বিজরাজ। নিরুপম হেম জিনিয়া তনু মুখশশী মুদিত কমল দিঠি সাজ।। জয় জয় নদিয়া নগর আনন্দ। সহজই বিস্বাধর তাহে শোভিত তাম্বূলরাগ সুছন্দ।। বালিশ পর শির আলিসে নাসায়ে বহতহি মন্দ নিশ্বাস। বিগলিত চাঁচর বেশ শেজ পর বদনে মিশা মৃদু হাস।। কোকিল কপোত আদি ধ্বনি শুনইতে জাগি বৈঠল অলসাই। উদ্ধবদাস করে বারিঝারি […] keyboard_arrow_right
  • নিসির সপন দেখল সঘন
    নিসির সপন দেখল সঘন বিস্মিত হইল বড়ি । দিয়া দরসন পুন সে গমন এ কথা বিসম বড়ি।। রাধার দরশ করল পরশ অতি সে মগন চীত। জেমত জলের বিম্বিক মিলায়ে তাহার তৈছন রিত।। উঠি সুনাগর গুণের সাগর চিন্তিত হইয়া রয়। কিবা দেখি আজি নিসির সপন কহিলে কি জানি হয়।। সপন গমন সত্য নহে কভু ইহাই দেখল […] keyboard_arrow_right
  • নীল কমল উতপল
    নীল কমল উতপল। রাই কানু মুখ ঝলমল।। নব ঘন উজোর বিজুরী। উছলয়ে দ্যুতি সুকুমারী।। দুহুঁ তনু ভুজলতা দিয়া। বান্ধি দোহে আছয়ে শুতিয়া।। নীল পীত বসন বদল। হেরি হিয়া হয়ে উতরল।। গলিত ভূষণ বেশ-ভার। টুটিয়াছে দুহুঁ হিয়ে হার।। সুকুসুম শেজে সুশয়ান। ধরি রহু বয়ানে বয়ান।। আঁখি মুন্দি নিন্দের আলিসে। শির ধরি বিচিত্র বালিসে।। প্রিয় সখী সুখে […] keyboard_arrow_right
  • পশ্য শচীসুতমনুপমরূপম্
    পশ্য শচীসুতমনুপমরূপম্। খণ্ডিতামৃত-রস-নিরূপম-কূপম্।। কৃষ্ণরাগ-কৃত-মানস-তাপম্‌। লীলা-প্রকটিত-রুদ্র প্রতাপম্।। প্রকলিত-পুরুষোত্তম-সুবিষাদম্‌। কমলাকর-কমলাঞ্চিত-পাদম্।। রোহিত-বদনতিরোহিত ভাষম্। রাধামোহন-কৃত-চরণাশম্।। keyboard_arrow_right
  • পহিলহি রাগ নয়ন-ভঙ্গ ভেল
    পহিলহি রাগ নয়ন-ভঙ্গ ভেল। অনুদিন বাঢ়ল অবধি না গেল।। না সো রমণ না হাম রমণী।। দুহুঁ মন মনোভব পেশল জানি।। এ সখি সো সব প্রেম-কাহিনী। কানুঠামে কহবি বিছুরহ জনি।।ধ্রু।। না খোঁজলুঁ দূতি না খোঁজলুঁ আন। দুহঁক মিলনে মধ্যত পাঁচ-বাণ।। অব সো বিরাগে তুহুঁ ভেলি দূতি। সুপুরুখ-প্রেমক ঐছন রীতি।। বর্দ্ধন-রুদ্র-নরাধিপ-মান। রামানন্দরায় কবি ভাণ।। keyboard_arrow_right
  • পুত্রমুদারমসূত যশোদা
    পুত্রমুদারমসূত যশোদা। সমজনি বল্লবততিরতিমোদা।।ধ্রু।। কোহপ্যুপনয়তি বিবিধমুপহারম্। নৃত্যতি কোহপি জনো বহুবারম্‌।। কোহপি মধুরমুপগায়তি গীতম্। বিকিরতি কোহপি সদধি-নবনীতম্।। কোহপি তনোতি মনোরথ-পূর্তিম্‌। পশ্যতি কোহপি সনাতন মূর্তিম্‌।। keyboard_arrow_right
  • প্রভাতে উঠিয়া বিনোদিনী রাধা
    প্রভাতে উঠিয়া বিনোদিনী রাধা কহিতে লাগিলা কথা– “তোমরা জানিলে এ সব কাহিনী হিয়ায় পাইবে ব্যথা।। আজুর নিশির স্বপন দেখিল অতি অদভুত বাণী। শুনহ সজনি তোমরা চেতনি কি হয়ে নাহিক জানি।।” সব সখী বলে — “কহ কহ রাধা, কি হেতু ইহার শুনি।” রাই কহে সব নিশির স্বপন কহিতে লাগিল বাণী।। “নিশি অবশেষে ঘুমে অচেতন হেনক সময়কালে। […] keyboard_arrow_right
  • প্রভাতে উঠিয়া বিনোদিনী রাধা
    প্রভাতে উঠিয়া বিনোদিনী রাধা কহিতে লাগিলা কথা। তোমরা শুনিলে এ সব কাহিনী হিয়ায়ে পাইবে ব্যথা।। আজুর নিশির স্বপন দেখিল অতি অদভুত বাণী। শুনহ সজনি তোমরা চেতনি কি হয়ে নাহিক জানি।। সব সখী বলে কহ কহ রাধা কি হেতু ইহার শুনি। রাই কহে সব নিশির স্বপন কহিতে লাগিল বাণী।। নিশি অবশেষে ঘুমে অচেতন হেনক সময় কালে। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ