• এ সখী এ সখী কর অবধান
    এ সখী এ সখী কর অবধান। পুন কি অনঙ্গঅঙ্গ ভেল নিরমাণ।। অলকা আবৃত মুখ মুরলি সুতান। রমণিমোহন চূড়া আনহি বন্ধান।। সুন্দর নাসিকাপুট ভাঙকামান। অপাঙ্গ ইঙ্গিতে কত বরিখয়ে বাণ।। অধর সুরঙ্গফুল বান্ধুলি সমান। হাসিতে হরয়ে মন পরশে পরাণ।। তিলকে হরয়ে কুল কামিনি মান। রায় বসন্ত ইছে নিছিতে পরাণ।। keyboard_arrow_right
  • এ সব বচন ভাবিতে ভাবিতে
    এ সব বচন ভাবিতে ভাবিতে অক্রূর চলিয়া যায়। প্রেমের স্বভাবে রসে আবেশিয়া পুলক হইছে গায়।। যেমন কদম্ব- কেশর ফুটল তৈছন অক্রূর-দেহা। প্রেম-অশ্রুজলে আঁখি ঢল ঢল বিসরল নিজ-গেহা।। স্বেদবিন্দু অতি ক্ষেণেক চেতন ক্ষেণেক অবশ হয় ভাবের বিকারে আপনা পাশরে আপনার বশ নয়।। “কংস রাজা হইতে আমার হইল ও পদ-দর্শন-লেহ। সে রাঙ্গা চরণে লোটায়ে পড়িব নিজ আপনার […] keyboard_arrow_right
  • এ সুবদনি তুয়া কি মধুর নাম
    এ সুবদনি তুয়া কি মধুর নাম। শুনইতে আধ অথির ঘনশ্যাম।। ভণইতে চপল উলস নহু ছোটি। মাগই বিহিক বয়ন কত কোটি।। বিসরল মুরলী আলাপন রীত। পেখল তিলে তিলে ভেল বিপরীত।। নরহরি কত পরবোধই তায়। তোহারি পরশ তছু জীবন উপায়।। keyboard_arrow_right
  • এ হরি মাধব কি কহব তোয়
    এ হরি মাধব কি কহব তোয়। অবলা বল কএ মহত ন হোয়।। কেস উধসল টুটল হার। নখঘাতে বিদারল পয়োধর-ভার ।। দসনহিঁ দংসল তুহু বনমারি। সিরিস-কুসুম হেরি কমলিনি নারি।। ভনই বিদ্যাপতি সুনু বর নারি। আগিক দহনে আগি প্রতিকারি।। keyboard_arrow_right
  • এ হরি ! নায়রী নবীনা বালা
    এ হরি ! নায়রী নবীনা বালা। কামিনী মানায়বি করিয়া ছলা।। যখন যে মুখে দাঁড়ায়ে রাই। করবি মিনতি সেখানে যাই।। বিনয় বেভারে আনবি পাশ। মধুর বচনে দেয়বি হাস।। যে বেলে সরস দেখবি তায়। সে বেলে পরশ করবি গায়।। তাহাতে তাহার দেখবি সুখ। তবে সে চুম্বন করবি মুখ।। সে সব সকল সহিল যবে। পীন পয়োধর ধরবি তবে।। […] keyboard_arrow_right
  • এ হরি এ হরি জগভরি লাজ
    এ হরি এ হরি জগভরি লাজ।। তোহে নাহি সমুঝিয়ে ঐছন কাজ।। রূপে গুণে কুলশীলে কলাবতী নারী। কাঞ্চন-কাঁতি বরণ ভেল কারি।। বুঝই না পারিয়ে বয়ানক বোল। কণ্ঠ গতাগতি জীবন ডোল।। কেহো কেহো রাইকে কোরে আগোর। কেহো জল দেই কেহো চামর ডোর।। কত পরবোধব মরম না জানি। লিখন লিখায় যৈছে পানিক পানি।। আর কত কত ধনি অবিরত […] keyboard_arrow_right
  • এ হরি বলে জদি পরসবি মোয়
    এ হরি বলে জদি পরসবি মোয়। তিরিবধ পাতক লাগএ তোয়।। তুহু রস আগর নাগর ঢীঠ। হম না বুঝিএ রস তীত কি মীঠ।। রস পরসঙ্গ উঠওঁ মঝু কাঁপ। বানে হরিনি জনি কএলহ্নি ঝাঁপ।। অসময় আস ন পূরএ কাম। ভল জন ন কর বিরস পরিনাম।। বিদ্যাপতি কহ বুঝলহুঁ সাঁচ। ফলহু ন মীঠ হোঅএ কাঁচ।। keyboard_arrow_right
  • এ হরি মাধব কর অবধান
    এ হরি মাধব কর অবধান। নিদানে বেয়াধি ঔষধে কিবা কাম।। আঁধিয়ারি রাতি উজোর করে যোই। দিবসক চাঁদ পুছত নাহি কোই।। দরপণ লেই কি করব আন্ধে। শফরী পলায়ব কি করব বান্ধে।। সায়র শুকায়ল কি করব নীরে। হাম অধীরা তুয়া কি করব ধীরে।। কা করব বন্ধুগণ বিধি ভেল বাম। নিশি পরভাতে আওলি ঘনশ্যাম।। তরণীরমণে ভণ ঐছন রঙ্গ। […] keyboard_arrow_right
  • এ-কুল রাখি কি ও-কুল রাখি
    এ-কুল রাখি কি ও-কুল রাখি। গৌর-রূপ হেরে আমার হল এ কি।। না দেখে রূপ ছিলাম ভাল, কেন রূপে নয়ন গেল, গৃহ-কুল আর গৌর-কুল যাই কোন দিকি।। আসতে কাটা যেতে কাটা গৌর হেরে, প্রাণ আমার যাবে দো-ধারে লালন এখন কারে বোলবে কি।। keyboard_arrow_right
  • এই দেখ ধনি চান্দ মুখ তুলি
    “এই দেখ ধনি চান্দ মুখ তুলি কানুর সন্দেশ লহ। তোমার লাগিয়া রজনী জাগিয়া নিদান হইল সেহ।। এই লহ রাধা শ্যামের কুসুম অতুল তাম্বুল-হার। গলায় পরিলে মান দূরে যাবে মুখ তোল একবার।। যে হরি তিলেক দেখিতে না পায়া হৃদয় ফাটিয়া মর। সে জন কুঞ্জেতে একাকী বসিয়া এখন এমত কর।। তুমি সুনাগরী প্রেমের আগরী সে রস ছাড়িয়ে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ