এ হরি মাধব কর অবধান। নিদানে বেয়াধি ঔষধে কিবা কাম।। আঁধিয়ারি রাতি উজোর করে যোই। দিবসক চাঁদ পুছত নাহি কোই।। দরপণ লেই কি করব আন্ধে। শফরী পলায়ব কি করব বান্ধে।। সায়র শুকায়ল কি করব নীরে। হাম অধীরা তুয়া কি করব ধীরে।। কা করব বন্ধুগণ বিধি ভেল বাম। নিশি পরভাতে আওলি ঘনশ্যাম।। তরণীরমণে ভণ ঐছন রঙ্গ। […] keyboard_arrow_right
এ-কুল রাখি কি ও-কুল রাখি
এ-কুল রাখি কি ও-কুল রাখি। গৌর-রূপ হেরে আমার হল এ কি।। না দেখে রূপ ছিলাম ভাল, কেন রূপে নয়ন গেল, গৃহ-কুল আর গৌর-কুল যাই কোন দিকি।। আসতে কাটা যেতে কাটা গৌর হেরে, প্রাণ আমার যাবে দো-ধারে লালন এখন কারে বোলবে কি।। keyboard_arrow_right
এই দেখ ধনি চান্দ মুখ তুলি
“এই দেখ ধনি চান্দ মুখ তুলি কানুর সন্দেশ লহ। তোমার লাগিয়া রজনী জাগিয়া নিদান হইল সেহ।। এই লহ রাধা শ্যামের কুসুম অতুল তাম্বুল-হার। গলায় পরিলে মান দূরে যাবে মুখ তোল একবার।। যে হরি তিলেক দেখিতে না পায়া হৃদয় ফাটিয়া মর। সে জন কুঞ্জেতে একাকী বসিয়া এখন এমত কর।। তুমি সুনাগরী প্রেমের আগরী সে রস ছাড়িয়ে […] keyboard_arrow_right