• এই পথে নিতি কর গতায়তি
    “এই পথে নিতি কর গতায়তি নুপূরের ধ্বনি শুনি। রাধা সঙ্গে বাস আমারে নৈরাশ আমি বঞ্চি একাকিনী।। বঁধু হে, ছাড়িয়া নাহিক দিব। হিয়ার মাঝারে রাখিব তোমারে সদাই দেখিতে পাব।। শুন সখীগণ, করিয়া যতন লয়ে চল নিকেতনে। আজুকার নিশি রাধিকা রূপসী বঞ্চুক নাগর বিনে।।” এতেক শুনিয়া করেতে ধরিয়া লইয়া চলিল বাস। রাধা-ভয়ে হরি কাঁপে থরথরি ভণে দ্বিজ […] keyboard_arrow_right
  • এই অনুমান করে গোপীগণ
    এই অনুমান করে গোপীগণ আকুল হইয়া প্রাণ। কেমনে রহিবে কহ কহ দেখি রসিক নাগর কান।। কহে গোপীগণ শুনহ বচন এই সে ভালই মানি। কৃষ্ণ ছাড়ি গেল কি আর করিব তবে সে তেজিব প্রাণী।। যে জন না দেখি আঁখির পলকে তবে সে মরিয়া থাকি। দেখিলে জুড়াই এ পাপ-পরাণ শুন গো মরম-সখি।। তিলেক কখন যা সনে বিরোধ […] keyboard_arrow_right
  • এই অনুমান করে গোপীগণ
    এই অনুমান করে গোপীগণ আকুল হইয়া প্রাণ। “কেমন রহিবে কহ কহ দেখি রসিক নাগর কান।।” কহে গোপীগণ– “শুনহ বচন এই সে ভালই মানি। কৃষ্ণ ছাড়ি গেল কি আর করিব তবে সে তেজিব প্রাণী।। যে জনা না দেখি আঁখির পলকে তবে সে মরিয়া থাকি। দেখিলে জুড়াই এ পাপ পরাণ শুনগো মরম সখি।। তিলেক কখন যা সনে […] keyboard_arrow_right
  • এই দেখ ধনি চাঁদমুখ তুলি
    এই দেখ ধনি চাঁদমুখ তুলি কানুর সন্দেহ লহ। তোমার লাগিয়া রজনী জাগিয়া নিদান হইল সেহ।। এই লহ রাধা শ্যামের কুসুম অতুল তাম্বুল হার। গলায় পরিলে মান দূরে যাবে মুখ তোল একবার।। যে হরি তিলেক দেখিতে না পেলে হৃদয় ফাটিয়া মর। সে জন কুঞ্জেতে একাকী বসিয়া এখন এমত কর।। তুমি সুনাগরী প্রেমের আগরী সে রস ছাড়িয়ে […] keyboard_arrow_right
  • এই নব দাসী বলি শ্রীরূপ চাহিবে
    এই নব দাসী বলি শ্রীরূপ চাহিবে। হেন শুভক্ষণ মোর কতদিনে হবে।। আজ্ঞা করিবেন দাসী শীঘ্র হেথা আয়। সেবার সুসজ্জা কার্য করহ ত্বরায়।। আনন্দিত হঞা হিয়া তাঁর আজ্ঞাবলে। পবিত্র মনেতে কার্য করিব তৎকালে।। সেবার সামগ্রী রত্নথালেতে করিয়া। সুবাসিত বারি স্বর্ণ-ঝারিতে পূরিয়া।। দোঁহার সম্মুখে নিয়া দিব শীঘ্র গতি। নরোত্তম-দশা কবে হইবে এমতি। keyboard_arrow_right
  • এই নয়নে তারে না দেখিলে মুখের
    এই নয়নে তারে না দেখিলে মুখের কথায় পরাণ জুড়ায় না। শুইনে কথা সবে বলে, ও গউর দেখেছি কেও বলে না।। যেমন গাভীর মাথায় গরল থাকে গাভী তার মর্ম জানে না। এই নয়নে তারে না দেখিলে মুখের কথায় পরাণ জুড়ায় না।। যে দেখেছে বর্তমানে, অনুমান সে মানবে কেনে ? তাই লালন ‘শা’ দরবেশ বলে, দিন থাকিতে […] keyboard_arrow_right
  • এই না মাধবীতলে আমার লাগিয়া পিয়া
    এই না মাধবীতলে আমার লাগিয়া পিয়া যোগী যেন সদাই ধেয়ায়। পিয়া বিনে হিয়া কেনে ফাটিয়া না পড়ে গো নিলাজ পরাণ নাহি যায়।। সখি হে বড় দুখ রহল মরমে। আমারে ছাড়িয়া পিয়া মথুরা রহল গিয়া এই বিধি শিখিল করমে।।ধ্রু।। আমারে লইয়া সঙ্গে কেলি কৌতুকরঙ্গে ফুল তুলি বিহরই বনে। নব কিশলয় তুলি শেজ বিছায়ই রস পরিপাটীর কারণে।। […] keyboard_arrow_right
  • এই পথে নিতি কর গতায়তি
    এই পথে নিতি কর গতায়তি নুপূরের ধ্বনি শুনি। রাধ সঙ্গে বাস আমারে নৈরাশ আমি বঞ্চি একাকিনী।। বঁধু হে, ছাড়িয়া নাহিক দিব। হিয়ার মাঝারে রাখিব তোমারে সদাই দেখিতে পাব।। শুন সখীগণ করিয়া যতন লয়ে চল নিকেতনে। আজুকার নিশি রাধিকা রূপসী বঞ্চুক নাগর বিনে।। এতেক শুনিয়া করেতে ধরিয়া লইয়া চলিল বাস। রাধা-ভয়ে হরি কাঁপে থর থরি ভণে […] keyboard_arrow_right
  • এই পরমাদ ব্যথিত হইলা
    এই পরমাদ ব্যথিত হইলা নাগর রসিক রায়। রাই-ভাবে তনু পূরিত হইয়া তাম্বুল নাহিক খায়।। বিসরি সকল পূরব পীরিতি এবে ভেল অভিমান। কহে সুনাগর চতুর-শেখর দূতি যাহ রাধাঠাম।। রাই মানাইয়া আনিবে যতনে তবে সে জীয়ই কান। তুরিত গমন করহ এখন ইহাতে না হয় আন।। বড় অভিমানী রাই বিনোদিনী বসিয়া মাধবী মাঝ। সঙ্কেত-মুরলী ডাকিল সুস্বরে অনেক মানের […] keyboard_arrow_right
  • এই পরমাদ ব্যথিত হইলা
    এই পরমাদ ব্যথিত হইলা নাগর রসিক রায়। রাই ভাবে তনু পূরিত হইয়া তাম্বুল নাহিক খায়।। বিসরি সকল পূরব পীরিতি এবে ভেল অভিমান। কহে সুনাগর চতুর শেখর– “দূতী যাহ রাধা ঠাম।। রাই মানাইয়া আনিবে যতনে তবে সে জীয়ই কান। তুরিত গমন করহ এখন ইহাতে না হয় আন।। বড় অভিমানী রাই বিনোদিনী বসিয়া মাধবী-মাঝ। সঙ্কেতে মুরলী ডাকিল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ