• একবার চাহ মায়ের পানে
    “একবার চাহ মায়ের পানে। কে তোরে যুকতি দিল নিশ্চয় আমারে বল এই সে আছিল তোর মনে।। গোকুলের যত লোক পাইয়া দারুণ শোক তখনি মরিব তুয়া গুণে। ব্রজশিশু যত জনে ভাবিতে তোমার গুণে তারা এবে তেজিব পরাণে।। গোঠে মাঠে ধেনু সনে কে আর ফিরিবে বনে কে আর করিবে নানা খেলা। আর না শুনিব বাণী মধুর বচনখানি […] keyboard_arrow_right
  • একবার জগন্নাথে দেখ রে যেয়ে
    একবার জগন্নাথে দেখ রে যেয়ে জাত কেমন রাখ বাঁচিয়ে। চণ্ডালে আনিলে অন্ন ব্রাহ্মণে তাই খায় লয়ে।। জোলা ছিল কবীর দাস, তার তোড়ানি বার মাস উঠবে উথলিয়ে। সেই তোড়ানি খায় যে ধনী, সেই আসে দরশন পেয়ে।। ধর্ম-প্রভু জগন্নাথ, চায় না রে সে জাত-অজাত, ভক্তের অধীন সে। যত জাত-বিচারী দুরাচারী যায় তারা সব দূর হয়ে।। জাত না […] keyboard_arrow_right
  • একমুখে কি কহিব গোরাচাঁদের লীলা
    একমুখে কি কহিব গোরাচাঁদের লীলা। হামাগুড়ি নানা রঙ্গে যায় শচীবালা।। লালে মুখ ঝর ঝর দেখিতে সুন্দর। পাকা বিম্বফল জিনি সুন্দর অধর।। অঙ্গদ বলয়া শোভে সুবাহুযুগলে। চরণে মগরা খাড়ু বাঘনখ গলে। সোণার শিকলি পীঠে পাটের থোপনা। বাসুদেব ঘোষ কহে নিছনি আপনা।। keyboard_arrow_right
  • একলা যাইতে যমুনা ঘাটে
    একলা যাইতে যমুনা ঘাটে। পদচিহ্ন মোর দেখিল বাটে।। প্রতি পদচিহ্ন চুম্বয়ে কান। তা দেখি আকুল বিকল প্রাণ।। নাসা পরশিয়া রহলি দূরে। লোক দেখিলে কি বলিবে মোরে।। হাসি হাসি পিয়া মিলল পাশ। তা দেখি কাঁপয়ে গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • একলা যাইতে যমুনা ঘাটে
    একলা যাইতে যমুনা ঘাটে। পদচিহ্ন মোর দেখিয়া বাটে।। প্রতি পদচিহ্ন চু্ম্বয়ে কান। তা দেখি আকুল বিকল প্রাণ।। লোকে দেখিলে কি বলিবে মোরে। নাসা পরশিয়া রহিলুঁ দূরে।। হাসি হাসি পিয়া মিলল পাশ। তা দেখি কাঁপয়ে গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • একলি কুঞ্জহি কান
    (একলি কুঞ্জহি কান। পথ হেরি আকুল পরাণ।। মনমথে জর জর ভেল। তৈখনে সুন্দরী গেল।। হেরই নাগর কান। হোয়ল অমিয়া-সিনান।) নব অনুরাগিণী নারী। কি কহব কহই না পারি।। নাহ দরশে ভেল ভোর। কো কহ আরতি ওর।। সহচরিগণ পিছে গেল। হেরি দুহুঁ আনন্দ ভেল।। পূরল মন অভিলাষ। জ্ঞান কহই সখি পাশ।। keyboard_arrow_right
  • একলি মন্দিরে শুতলি সুন্দরি
    একলি মন্দিরে শুতলি সুন্দরি কোরহি শ্যামরচন্দ। তবুহুঁ তাকর পরশ না ভেল এ বড়ি মরমে ধন্দ।। সজনি পাওলুঁ পিরীতিক ওর। শ্যাম সুনাগর রসের সাগর কঠিন হৃদয় তোর।।ধ্রু।। কস্তুরী চন্দন অঙ্গে বিলেপন দেখিয়ে অধিক জোর। বিবিধ কুসুমে বান্ধল কবরী শিথিল না ভেল তোর।। অমল কমল- বদনমাধুরী না ভেল মধুপ সাথ। পুছইতে ধনি ধরণী হেরসি হাসি না কহসি […] keyboard_arrow_right
  • একলি কলাবতি রহই মন্দির
    একলি কলাবতি রহই মন্দির। মোতিম হার গাঁথই মনথির।। পিয়াগুণ সঙরি সঙরি ভেল ভোর। ইতি উতি ঢরকত লোচন লোর।। নখর উপর থোর উজোরল পানি। সুত দেই গাঁথই মুকুতা মানি।। অনতর লোচন মন রহু আন। চীতপুতলি ধনি শেখর গান।। keyboard_arrow_right
  • একলি মন্দিরে আছিলা সুন্দরী
    একলি মন্দিরে আছিলা সুন্দরী কোড়হি শ্যামরু চন্দ। তবহু তাহার পরশ না ভেল এ বড়ি মরমে ধন্দ।। সজনি পাওল পীরিতিক ওর। শ্যাম সুনাগর পীরিতি-শেখর কঠিন হৃদয় তোর।। কস্তুরী চন্দন অঙ্গের ভূষণ দেখিতে অধিক জোর। বিবিধ কুসুমে বাঁধিল কবরী শিথিল না ভেল তোর।। অমল কমল বদন-মাধুরী না ভেল মধুপ সাথ। পুছইতে ধনি হেরসি ধরণী হাসি না কহসি […] keyboard_arrow_right
  • একসরি যাইতে যামূন তীর
    একসরি যাইতে যামূন তীর। অলখিতে আয়ল শ্যামশরীর।। অসম্বরে ছিল মোর অঙ্গ উদাস। কত বেরি বেরি হেরি হেরি মৃদুহাস।। এ সখি এ সখি অপরূপ কাজে। দীঠহি দীঠ পড়ল রহি লাজে।। আগে আগে অনুসরি ফিরি ফিরি চায়। বিহসি বয়নে ক্ষণে বয়ন লাগায়।। আন ছলে কত যে করয়ে পরিহাস। যে বুঝিয়ে ভালে সে কুলজা কুলনাশ।। শুনইতে মধুর মুরলিরব […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ