একি দায় দেখ দেখ ওগো বড়ি মা। জীরণ শীরণ, আয়স ভিন্ন, অতি পুরাতন না।। অথির নীর, গভীর ধীর, অগাধ নাহিক থা। বিধির ঘটন, আসিয়া পবন, উপজিল বহু বা।। পাইয়া আশ্রয়, দিয়া জয় জয়, যমুনা কাড়িছে রা। কল কল কল, হিল্লোল কল্লোল, দেখিয়া হালিছে গা।। হেলিছে দুলিছে , তুলিয়া ফেলিছে, চলবল স্রোতসা। জ্ঞানদাসের আশা কেবল ভরসা, […]
keyboard_arrow_right