• ওহে পরাণ গিরিধর
    ওহে পরাণ গিরিধর। কেমনে দেখিব তোমার মুখসুধাকর।। ওহে রসশেখর রায়। কেমনে পাইব তোমা কহ সে উপায়।। ওহে নবজলধরশ্যাম। আর কি দেখিব তোমার ত্রিভঙ্গিম ঠাম।। আর কি আমারে তুমি দিবে দরশন। আর কি দেখিব তোমার ও রাঙ্গা চরণ।। আর কি মালতীমালা গাঁথি দিব গলে। আর কি অধরে দিব কর্পূর তাম্বূলে।। মরিব মরিব বন্ধু নিচয়ে মরিব। তোমার […] keyboard_arrow_right
  • ওহে পরাণ বন্ধু তুমি
    ওহে পরাণ বন্ধু তুমি । কি আর বলিব আমি।। তুমিসে আমার আমিসে তোমার। তোমার তোমাকে দিতে, কি যাবে আমার।। কে জানে মনের কথা কাহারে কহিব। তোমার তোমারে দিয়া, তোমার হইয়া রব।। সৈয়দ মর্তুজা কহে আমি ত না জানি। ভবসিন্ধু হইতে পার যে কর আপনি।। keyboard_arrow_right
  • ওহে বড়াই তাহার বিষম নারা
    ওহে বড়াই, তাহার বিষম নারা। (?) কিছু নাহি খায় সে তেজয়ে কায় পাঁজর হৈয়াছে সারা।। শুনি কি না শুনি যেন সরু বাণী যেন রুধিরের ধারা। কনক বদন হৈয়াছে মলিন চকিত লোচনতারা।। শ্রবণ নয়ন করে অনুক্ষণ যেনক শায়ন ধারা। নেতের বসনে মুছিবে কেমনে এত বল আছে কারা।। এখন তখন তাহার জীবন না চলে কণ্ঠের লালা । […] keyboard_arrow_right
  • ওহে বন্ধু আর কি বলিব তোরে
    ওহে বন্ধু আর কি বলিব তোরে। আপনা খাইয়া পিরীতি করিলুঁ রহিতে নারিলুঁ ঘরে।। কাম-সাগরে কামনা করিয়া সাধিব মনের সাধা। আপনি হইব নন্দের নন্দন তোমার করিব রাধা।। পিরীতি করিয়া ছাড়িয়া যাইব রহিব কদম্বতলে। ত্রিভঙ্গ হইয়া মুরলী পুরিব যখন যাইবা কুলের বালা। জ্ঞানদাস বলে বুঝিবে তখন পিরীতি বিষম জ্বালা।। keyboard_arrow_right
  • ওহে শ্যাম বুঝিনু তোমার চিত
    ওহে শ্যাম বুঝিনু তোমার চিত। আগে আহার দিয়া মারয়ে বাঁধিয়া এমতি তোমার রীত। যখন আমাাকে সদয় আছিলা পীরিতি করিতা বড়। এখন কি লাগে হইলা বিরাগী নিদয় হইলা দড়।। বুঝিনু মরমে যে ছিল করমে সেই সে হইতে চায়। নহিলে কে জানে খলের বচনে পরাণ সঁপিনু তায়।। তোমার পীরিতি,আরতি দেখিতে যে দুখ উঠিছে চিতে। সে নারী মুরুখ […] keyboard_arrow_right
  • ওহে শ্যাম বুঝিলাম তোমার চরিত।
    ওহে শ্যাম বুঝিলাম তোমার চরিত। যত জীয়ে ততই দেখিয়ে বিপরীত।। সুরঙ্গ সুন্দর বিন্দু ভালে করে শোভা। রঙ্গিম অধরে কিবা কাজরের আভা।। আর না কহিয় বন্ধু চাতুরীর কথা। নারী হৈলে প্রাণ বন্ধু কি কার করিতা।। এ না বেশে কেমনে আইলে ব্রজ মাঝে। ত্রিভুবনে নাহি শুনি যারে বলি লাজে।। keyboard_arrow_right
  • 1
  • 10
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ