• ও গুলে গুলেস্থান আমাকে মারিলায় নয়ন বাণ
    ও গুলে গুলেস্থান আমাকে মারিলায় নয়ন বাণ। তুমি থাক ফুল বাগানে, আমি থাকি বনে বনে। শান্তি হয় কিরূপ মনে বল ওহে জানের জান। যথায় তথায় থাকি আমি, হৃদয় গাঁথা আছ তুমি। শুইলে স্বপনে দেখি জাগিয়া না পাই নিশান। ঘুরিয়া ঘুরিয়া ফিরি চন্দ্রমনি নাহি হেরি। কেবল হৃদয়ে আছে গুল বদনীর রূপ দিহান। তুমি আছ শীতল চিত্তে, […] keyboard_arrow_right
  • ও গো মা আজি আমি চরাব বাছুর
    ও গো মা আজি আমি চরাব বাছুর। পরাইয়া দেহ ধড়া মন্ত্র পড়ি বান্ধ চূড়া চরণেতে পরাহ নূপুর।। অলকা তিলক ভালে বন-মালা দেহ গলে শিঙ্গা বেত্র বেণু দেহ হাতে। শ্রীদাম সুদাম বসুদাম সুবলাদি বলরাম সভাই দাঁড়াইয়া রাজপথে।। বিশাল অর্জ্জুন দাম কিঙ্কিণী অংশুমান সাজিয়া সভাই গোঠে যায়। গোপালের কথা শুনি সজল নয়নে রাণী অচেতনে ধরণী লোটায়।। চঞ্চল […] keyboard_arrow_right
  • ও গৌরের প্রেম রাখিতে সামান্যে
    ও গৌরের প্রেম রাখিতে সামান্যে কি পারবি তোরা। কুলশীল ত্যাগ করিয়ে হ’তে হবে জ্যান্তে মরা।। থেকে থেকে গোরার হৃদয় কত ভাব হয় গো উদয় ভাব জেনে ভাব দিতে সদায় জানবি কঠিন কেমন ধারা। পুরুষ নারীর ভাব থাকিতে পারবি না সে ভাব রাখিতে আপনার আপনি হয় ভুলিতে যে জন গৌর-রূপ নেহারা। গৃহে ছিলি ভালই ছিলি গৌর […] keyboard_arrow_right
  • ও চাঁদমুখের মধুর হাসনি
    ও চাঁদমুখের মধুর হাসনি সদাই মরমে জাগে। মুখ তুলি যদি ফিরিয়া না চাহ আমার শপথি লাগে।। রামা হে ক্ষম অপরাধ মোর। মদনবেদন না যায় সহন শরণ লইলুঁ তোর।।ধ্রু।। তোমার অঙ্গের পরশে আমার চিরজীবী হউ তনু। জপতপ তুহুঁ সকলি আমার করের মোহন বেণু।। দেহ গেহ সার সকলি আমার তুমি সে নয়ানতারা। তিল আধ আমি তোমা না […] keyboard_arrow_right
  • ও জীবের ধান্দা কেন যায় না
    ও জীবের ধান্দা কেন যায় না ? এ ভবে কয়বার আইলি, কয়বার গেলি তাই মন কিছু ভাবলি না। হায় গুরু ভজবো বইলে আশা ছিল কাল শমনে ঘিরে নিল দিনে দিনেই দিন ফুরাইল, ও আমার আসল বস্তু লুটে নিল বোম্বাটে ছয় জনা। সত্যযুগে ছিলেন হরি, দ্বাপরে রাম ধনুকধারী, ত্রেতায় কৃষ্ণ বংশীধারী, তাই লালন বলে, কলিতে হচ্ছে […] keyboard_arrow_right
  • ও ধন যাদুরে ও ধন বাছা
    ও ধন যাদুরে, ও ধন বাছা, ও তোর মায়ে তোরে ডাকে রে, ধন যাদু রে।। আর ছিকা কেনে লড়ে রে বাছা, লনী খাইল কুনে। হায় রে, আমি তো না খাইছি মাও গো, খাইছে তোর বিলাইয়ে।। আর এত বয়সের যাদু রে মণি, মিছা শিখলে কই। হায় রে, সব লনী খাইয়া বল না খাইয়াছ দই।। আর এক্ত-ব্যক্ত […] keyboard_arrow_right
  • ও নব নাগর রসের আগর
    ও নব নাগর রসের আগর আগোর সকল গুণে । সো সব চরিত আদর পিরীত ঝুরিয়া মরি যে মনে।। পিরীতি বল কত না ছল সে কি নাশে আকুতি সাধে। মান নাশিয়া মধুর ভাখিয়া হাসিয়া মরম বাঁধে।। সে মোর কোলেতে করিয়া ভাবিয়া বদনে বদন দিয়া। মধুর চুম্বিয়া বিধু বিডম্বিয়া পরাণ লইল পিয়া।। ও দিঠি চাতুরী মুখের মাধুরী […] keyboard_arrow_right
  • ও পথে দেখিল কালা সাথে মন গেল
    ও পথে দেখিল কালা সাথে মন গেল। সে বড়ি বিষম শ্যাম চিত চুরি কৈল মোর সোয়াস্ত না পাঙ এক তিল।।ধ্রু।। মেঘের বরণ গাও রাঙ্গা হাত রাঙ্গা পাও মুখ যেন পূর্ণিমার চাঁদে। গজেন্দ্র গমন দেখি ফিরাইতে নারি আঁখি মনের সহিতে প্রাণ কাঁদে।। অরুণ অধর তায় ফিরিয়া ফিরিয়া চায় ত্রিভঙ্গ হইয়া পূরে বেণু। মধুর মধুর হাস জাতি […] keyboard_arrow_right
  • ও পর বালভু তঞে পরনারি
    ও পর বালভু তঞে পরনারি। হমে পএ দুহু দিস ভেলিহু হু হু আরি।। তোহ হুনি দরসন হম লাগ। তত কএ সুমুখি জৈসন তোর ভাগ।। অভিসারিনি তঞে সুভকর সাজ। ততমত করইতে ন হোঅএ কাজ।। কাজকে করিলে আগুকে আহ। অপন অপন ভল সাবকেও চাহ।। ভনই বিদ্যাপতি দূতী সে। ইমন রে মেলি করাবএ জে।। keyboard_arrow_right
  • ও পারে বঁধুর ঘর বৈসে গুণনিধি
    ও পারে বঁধুর ঘর বৈসে গুণনিধি। পাখী হইয়া উড়ি যাউ পাখা না দেয় বিধি।। যমুনাতে দিব ঝাঁপ না জানি সাঁতার। কলসে কলসে ছিঁচো না ঘুচে পাথার।। মথুরার নাম শুনি প্রাণ কেমন করে। সাধ করে বড়াই গো কানু দেখিবারে।। আর কি গোকুলচাঁদ না করিব কোলে। হাতের পরশমণি হারাইনু হেলে।। আগুনিতে দেউ ঝাঁপ আগুনি নিভায়। পাষাণেতে দেউ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ