ও জীবের ধান্দা কেন যায় না ?
এ ভবে কয়বার আইলি, কয়বার গেলি তাই মন কিছু ভাবলি না।
হায় গুরু ভজবো বইলে আশা ছিল কাল শমনে ঘিরে নিল
দিনে দিনেই দিন ফুরাইল,
ও আমার আসল বস্তু লুটে নিল বোম্বাটে ছয় জনা।
সত্যযুগে ছিলেন হরি, দ্বাপরে রাম ধনুকধারী, ত্রেতায় কৃষ্ণ বংশীধারী,
তাই লালন বলে, কলিতে হচ্ছে লীলা ও নিত্য কথা কেউ কয়না।