গৌর কি আইন আনিলে নদীয়ায়। এ তো জীবের সম্ভব নয়।। আন্কা বিচার,আন্কা আচার দেখে শুনে লাগে ভয়।। ধর্মাধর্ম বলিতে কিছুমাত্র নাই তাতে, প্রেমের গুণ গায়। জাতের বোল রাখলে না সে তো করলে একাকার ময়।। শুদ্ধ অশুদ্ধ নাইকো জ্ঞান, সাতবার খেয়ে একবার চান করেন সদায়। আবার অসাধ্যরে সাধ্য করে, জীবে না যায় ছোঁয় ঘৃণায়।। যবন ছিল […]
keyboard_arrow_right