• গোবিন্দ-বচন শুনি কহে কিছু শূলপাণি
    গোবিন্দ-বচন শুনি কহে কিছু শূলপাণি কহে কিছু দেব ভগবান্‌। “তোমার অপার লীলা যার গুণ পশুশিলা তরু পুলকিত ইহা জান।। তোমার পীরিতি বহুমূল। এমন পীরিতিখানি কখন নাহিক শুনি এবে সে জানিল এতদূর।। এমন সম্পদ-সুখ বিহি ভেল বৈমুখ মনে ছিল রাখিব গোপনে । তাহার কারণ মোরা করিল অনেক ধারা এমন বলিয়া কেবা জানে।। আপনে গোলোক -হরি তাহা […] keyboard_arrow_right
  • গোবিন্দেব অঙ্গে পহুঁ নিজ অঙ্গ দিঞা
    গোবিন্দেব অঙ্গে পহুঁ নিজ অঙ্গ দিঞা। শুনে বৃন্দাবন গুণ ত্রিভঙ্গিম হঞা।। গাএ বাসু (দেবান) ন্দ মাধব গোবিন্দে। নাচে পুলকিত কেহুঁ পরম আনন্দে।। গোলকের নাথ পহুঁ নীলাচল মাঝে। শ্রীনিবাস আদি যত (ভক) তের মাঝে।। বিপুল পুলক শোভে গৌর কলেবরে। কত শত ধারা বহে নয়ন কমলে।। হেরি গদাধর … শুনি সকরুণ কান্দিএ সব দেশ।। আজানুলম্বিত ভুজ ডাহিনে […] keyboard_arrow_right
  • গোবিন্দের লাগিয়া রাধার ঝুরে দুই নয়ন
    গোবিন্দের লাগিয়া রাধার ঝুরে দুই নয়ন গো এগো বৃন্দে। শ্রীকৃষ্ণ বলিয়া রাধা হায় হায় করিয়া কান্দে গো।। মধুপুরে গেল কানাইরে, কানাইয়ারে হইছে বহুদিন। এই চিন্তায় রাধে প্যারীর, তনু হইল ক্ষীণ গো।। (আর) চিন্তায় চিন্তায় রাধে গো হইছে মূর্চ্ছগত। উদ্দেশ করিতে নারে চলিতে নারে পন্থ গো।। (আর) প্রেমের প্রেমিক যেই জনা জানবে তার বেদনা। অ-প্রেমিকে জানবে […] keyboard_arrow_right
  • গোরা মো বড় পাপিয়া পাপে সদা চিত হয়
    গোরা মো বড় পাপিয়া পাপে সদা চিত হয়। লোভ মোহ কাম ক্রোধে অতি দূরাশয়।। মদ মাৎসর্য্য বৈসে হৃদয়ের মাঝে। পরস্পর ছয় রিপু নিরন্তর যুঝে।। ইহার পীড়াতে মন ধরিতে না পারি। অশেষ বিশেষ পাপ তাপে পুড়্যা মরি।। যত পাপ করিলাঙ তার সীমা নাই। মো সম পতিত আর নাই কোন ঠাঁই।। জগাই মাধাই উদ্ধারিলা সেহো বড় নয়। […] keyboard_arrow_right
  • গোরা রসময় দেহ প্রেমাম্বু চৈতন্য নেহ
    গোরা রসময় দেহ প্রেমাম্বু চৈতন্য নেহ ঘন অতি অমৃতের সার। চৈতন্য সুহৃদ যেই প্রেম কল্পদ্রুম হই কাহা কতি করল সঞ্চার ।। সেই সে চৈতন্য প্রেমা দর্প গর্ভময় সীমা স্বতঃসিদ্ধ অসীম গরিমা। ভাবি ভব বিরিঞ্চাদি যোগ ধ্যানে নিরবধি কোটি কল্পে না পায়েন সীমা।। ভক্তিতনে সম্ভধন (?) নাহিক যাহার সম বেদশাস্ত্রে অগোচর বিধি। যুক্তি ভক্তি মতাচারি রতিরস […] keyboard_arrow_right
  • গোরি সুনাগরি অধরে অধর ধরি
    গোরি সুনাগরি অধরে অধর ধরি ঘুমল বিদগধ চোর। কনয়া কমলে মাতি রহল কিয়ে হিমকরে যৈছে চকোর।। দেখ সখি গোরী শুতলি শ্যামকোর। লাগল নীলরতন কিয়ে কাঞ্চন কুবলয়ে চম্পকজোর।। অঙ্গ মনোহর পীন পয়োধর রাতুল করতল সাজে। উলটল কমল বিকচ কিয়ে ঝাপল কনয়া ধরাধর রাজে।। নাগরগুরু অরু নাগরী সাজল সুন্দর ভুজযুগ অঙ্গ। জলদে বিহরি জনু বেঢ়ি রহল তনু […] keyboard_arrow_right
  • গোল ক’রো না ও নাগরী
    গোল ক’রো না ও নাগরী, গোল ক’রো না গো। দেখি দেখি ঠাউরে দেখি কেমন গৌরাঙ্গ।। সাধু কি ও যাদুকর এসেছে এই নদেপুরী। খাটবে না হেথা জারিজুরি তাই কি ভেবেছো ।। বেদ-পুরাণে কয় সমাচার, কলিতে আর নাই অবতার। তবে সে কয় সেই গিরিধর এসেছে দেখো।। বেদে যা নাই তাই যদি হয়, পুঁথি পড়ে কে মরতে যায়। […] keyboard_arrow_right
  • গোঁসাই আমার দিন কি যাবে
    গোঁসাই আমার দিন কি যাবে এই হালে, আমি পড়ে আছি অকুলে। (তুমি) কত অধম পাপী তাপী অবহেলে তারিলে।। জগাই মাধাই দুটি ভাই কান্দা ফেলে মারলে গায় তারে তো নিলে। আমি পাপী ডাকছি সদায়, দয়া হবে কোন্‌ কালে।। অহল্যা পাষাণ ছিল, সেও তো মানুষ হইল তোমার চরণ ধূলাতে। আমি তোমার কেউ নহি গো তাই কি মনে […] keyboard_arrow_right
  • গৌর কি আইন আনিলে নদীয়ায়
    গৌর কি আইন আনিলে নদীয়ায়। এ তো জীবের সম্ভব নয়।। আন্‌কা বিচার,আন্‌কা আচার দেখে শুনে লাগে ভয়।। ধর্মাধর্ম বলিতে কিছুমাত্র নাই তাতে, প্রেমের গুণ গায়। জাতের বোল রাখলে না সে তো করলে একাকার ময়।। শুদ্ধ অশুদ্ধ নাইকো জ্ঞান, সাতবার খেয়ে একবার চান করেন সদায়। আবার অসাধ্যরে সাধ্য করে, জীবে না যায় ছোঁয় ঘৃণায়।। যবন ছিল […] keyboard_arrow_right
  • গৌর আজ্ঞায় বিচারিলে পাইবায় তার দরশন
    গৌর আজ্ঞায় বিচারিলে পাইবায় তার দরশন। এই তনে ছাপিয়া রইছে সেই রতন। কিতাব কোরাণ পড়ি না পাই তার দরশন। ‘ওজিফা’তে শুদ্ধ বচন চিন্‌লায় না রে অজ্ঞান মন। খানা পানি খাইয়া থাকে নিশাভাগে হয় চেতন। রূপের ঘরে রূপ জ্বল্‌তেছে বিনা চক্ষে দরশন। কহিল ফকির ছৈয়দ আলী জিতে না হইল মরণ। আঠার মোকাম ধুড়ি ত্রিপুন্নিতে দরশন। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ