আইল বন্ধু কালাচান্দ ডাকি আমি তরে। অভাগি নির্লজ্জা হইয়া বসিয়াছি দুয়ারে। তুমিত জগত পতি জগ মোহিনী, আমি ত অভাগি নারী কলঙ্ক দুঃখিনী। রূপেতে ঝলমল করে হৃদে দেখি মোর। তোর প্রেমে হিয়া মোর হইল জ্বর জ্বর। আসবে বলি প্রাণ নাথ উদাসিনী প্রায়, নিশা ভাগে চাইয়া আমি বসি তর দায়। নিশি তো গইয়া যায় অহে শ্যাম রায়।। […]
keyboard_arrow_right