তোরে লইয়া নিগূঢ় বনে ললিত স্বরে গান করি; দেশে আইল নবীন কিশোরী। ধু তোর বাড়ী যাইতে বন্ধু রে ও বন্ধু, রইদে করে ধাক্ধাকি; এ গো, তুমি আমার প্রাণের বন্ধু, তুমি আমার দয়ার বন্ধু, ছিরের উপর ধর ছাত্তি। মোর বাড়ী যাইতে বন্ধু রে, ও বন্ধু, খালায়-নালায় আইল পানি; আয় রে এওতের দিমু লিলুয়া ঘোড়া বরিষার দিমু […]
keyboard_arrow_right