• প্রভু বিনে মদন বাণে মন হইল উদাসিনী
    প্রভু বিনে মদন বাণে মন হইল উদাসিনী। সজনী হৃদয়ে জ্বলিলরে বিচ্ছেদের আগুনি। ভাসিয়া ফিরিলু লাম্ব সায়র, সুতের শেওলা বরাবর। নিরমুলি সায়র হনে তরাও প্রভু রবগনি। ঢেউর হুঙ্কারে নদী শব্দ হাহাকার, তাতে বাণের সঞ্চার । নাগের গর্জন আর অন্ধকার যামিনী। মথুরার নগরে প্রভু রইল ব্রজপুর, হইল মধ্যে সমদুর। দরশনের নৌকা দিয়া ভর তরাও নীলমণি। ব্রজপুর রমণীবাসী […] keyboard_arrow_right
  • প্রভো বিশ্ব মূলাধার অনন্ত নাম ধর তুমি
    প্রভো, বিশ্ব মূলাধার, অনন্ত নাম ধর তুমি, তোমার হয় অনন্ত আকার। কখন সাকারেতে বিরাজ কর, কখন নিরাকার।। কেহ তোমায় বলে কালী, কেহ বলে বনমালী। কেহ খোদা আল্লা বলি, তোমাকে ডাকে সারাৎসার।। নামের গুণে পারের দিনে সকলি হয় পার। অনন্ত নাম ধরে ধরে, ভক্তে বাঁধ ভক্তি ডোরে, তোমারে টানে অনিবার।। তুমি দয়া করে ঘুচাও নাথ মনের […] keyboard_arrow_right
  • প্রাণ কাঁদে প্রাণ বন্ধের লাগিয়ে
    প্রাণ কাঁদে প্রাণ বন্ধের লাগিয়ে, দিবা নিশি ঝুরে মনে বসিয়ে । নিকুঞ্জ মন্দিরে থাকি, যেমন পিঞ্জরের পাখী গো, ও গো, দুধ-ছানা সাক্ষাতে আছে, প্রাণত গেছে চলিয়ে। শিকল পাখীর মত মন, সদায় করে উচাটন গো, ওগো, শত শত তীরের ফল, হৃদে আছে বিন্ধিয়ে। নাই আশা নাই ভরসা, পিঞ্জরে সদায় বাসা গো, ওগো, কোন কলে যমুনায় যাব, […] keyboard_arrow_right
  • প্রাণ কালিয়া আইস প্রভু জগত বন্ধুয়ারে
    প্রাণ কালিয়া আইস প্রভু জগত বন্ধুয়ারে, ছাড়িয়া না যাও মোরে প্রেমানল দিয়ারে। নিষ্ঠুর জানিয়া মোরে না যাও ছাড়িয়া, প্রাণ রক্ষা কর প্রভু দরশন দিয়ারে। প্রেমানলে অঙ্গ দহে সহিতে না পারি, শ্রবণেতে শুনি, বাজে মুকুন্দ মুরারীরে। প্রেম সুরে বায় বাঁশী, রসিক বন্ধুয়া, অবলার প্রাণী নেয় সুরেতে হরিয়ারে। পবনেতে বায় বাঁশী, ডাকে নাম ধরি, যুবতী সবের সেই, […] keyboard_arrow_right
  • প্রাণ বন্ধে মাইল গো কলিজায় খেদঙ্গ
    প্রাণ বন্ধে মাইল গো কলিজায় খেদঙ্গ তীর হায়রে দিবানিশি কান্দি বসি দুই নয়ান বহে নীর (হায় অস্থির)। কি শেল মারিল মোরে রসের কালাচান্দ, পাইতে পিরীতেরও ফান্দে হায় রে ! গোপনে পিরীত করিলাম গোকুলে কেনে হইল জাহির (হায় অস্থির) প্রেম করিয়া নিষ্ঠুরের সনে গেল জাতি কুল এখন কান্দাকাটি রুল হায় রে। মুখ দেখাইনা লোকের কাছে সরম […] keyboard_arrow_right
  • প্রাণ ললিতা তোরা যাওগো
    প্রাণ ললিতা তোরা যাওগো, বন্ধুরে আনিয়া দেও ত্বরা। ধু আমি দাসী চির দোষী শ্যাম পিরীতের মারা গো।। ললিতা বিশখা সখী গো ত্বরা করি। আনিয়া দেও মোর প্রাণ বন্ধুরে দেখি নয়ন ভরি গো।। আমার বন্ধু প্রেম রসিক প্রেমভক্ত আছে। এগো ভক্ত পাইলে আদর করিয়া প্রেম যাচে গো।। নূতন যৌবন আমার কেমন কেমন করে। এগো আসলে বন্ধু […] keyboard_arrow_right
  • প্রাণ বন্ধুয়ার চরণ সেবা আমা হইতে হইল না
    প্রাণ বন্ধুয়ার চরণ সেবা আমা হইতে হইল না। ধু প্রাণ বন্ধুয়ার চরণ ধরি কত যে মিনতি করি। তবু না করিল দয়া কঠিন কালিয়ার সোনা।। শুন বন্ধু চিকন কালা দিওনা আমারে জ্বালা। কোমল পরানী আমার চিত্তে ধৈর্য্য ধরে না।। ফকির বুরহানীকয় দয়াকর দয়াময়। অকূলে বসিয়া কান্দি আশা পূর্ণ কর না।।ধু keyboard_arrow_right
  • প্রাণ সই কি কহব হামো হতভাগী
    প্রাণ সই কি কহব হামো হতভাগী। দুঃসহ মদন শরে দহে মোরে নিরন্তরে উঠি বসি নিশি রহো জাগি।। ধু বসন্ত খরিএ গেল পাউকের রিত ভেল এবেহু না আইসে পীউ মেরা। ঘন ঘন গরজন বিজুলি চমকে ঘন দশদিশ বহে ঘন ধারা।। কুলসি দাদুরি নাদ পাপী অতি পরমাদ কুসুম পরসে তনু কাম্পে। মৃদমদ সৌরভ চন্দন পরিমল পিআ বিনে […] keyboard_arrow_right
  • প্রাণ সখি গো পিরিত কৈরে ঠেক্‌লাম বিষম দায়
    প্রাণ সখি গো পিরিত কৈরে ঠেক্‌লাম বিষম দায় আমি মনে করি আর যাবনা ঐ পাগল পাড়ায়। সখি গো লোকে বলে কলঙ্কিনী, আমি হলেম কুল নাশিনী বল্‌তে গেলে হৃদয় ফেটে যায় সখি গো আমার একুল গেল সেকুল গেল, না পেলেম আর কোন কুল এখন আমি কি করি উপায়। সখি গো রাস্তায় ঘাটে লোকে বলে, কোন্‌ রঙ্গে […] keyboard_arrow_right
  • প্রাণ-পিয়া-দুখ শুনিঞা শশি-মুখি
    প্রাণ-পিয়া-দুখ শুনিঞা শশি-মুখি পুছই গদ-গদ বোল। অমল কুবলয় নয়ন যুগলহি গলয়ে ঝর ঝর লোর।। বেশ বিসাহন সবহু বিছুরল চললি পরিহরি মান। তেজল কুল-ভয় নাহি গৌরব মনহি জাগল কান।। পীন পয়োধর জঘন গুরুতর ভাবে গতি অতি মন্দ। আরতি অন্তর পন্থ দুরতর বিহিক বিরচন নিন্দ।। গঢ়ল মনরথে চঢ়ল সুন্দরি বিঘিনি বিপদ নাহি মান। মিলল ভামিনি কুঞ্জ-ধামিনি দাস […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ