বহুত যতনে হাম তোহে নিরমাওল নাম রাখিলাম রাধাকুণ্ড। বিনি অপরাধে বাদ করি দারুণ মোহে করলি ইহ দণ্ড।। সরসি রে ধিক্ তুয়া বারি। কৈছনে সলিল মাঝে নিমজায়লি সো বিধুবদন নেহারি।। কত জানি প্রাণ করত বিয়াকুলি তছু বক্ষ নহত শীতল। তুয়া নীরে ভাসত বংশী শিখী চন্দ্রিকা হেরি মঝু পরাণ বিকল।। যৈছন সখীগণ তুঁহু ভেলি তৈছন তৈছন হামারিও […]
keyboard_arrow_right