• ভালই আছিলাম আন মনে
    ভালই আছিলাম আন মনে। প্রমাদ পড়িল সেই ক্ষণে।। কেন শুনাইলে তার গুণ। নিশি দিশি যার গুণ গাই। সে কেনে এতেক নিঠুরাই।। যার লাগি তেয়াগিনু ঘর। সে কেন বাসয়ে ভিন পর।। যার লাগি কুলে দিনু ছাই। তারে কেন দেখিতে না পাই।। সতীর সমাজে হইনু মন্দ। জ্ঞানদাস শুনি রহু ধন্দ।। keyboard_arrow_right
  • ভালই হইল রাই ভালই হইল
    ভালই হইল রাই ভালই হইল। আমি হইলাম গৌররূপ তুমি হইলে কাল নিজরূপ দেখি মোর মনে হইল ক্ষোভ। তোমার স্বরূপ হইতে হইল বড় লোভ।। বড় মনে সাধ ছিল হব তোমার রূপ। আপনি করিলে তুমি আপনা স্বরূপ।। চূড়া বাঁধি দিয়াছি রাই আর না লইব। তোমার ভাবের মালা গাঁথিয়া পরিব।। ঋণী আমি তুমি রাই প্রেমের মহাজন। কলিযুগে শুধিব […] keyboard_arrow_right
  • ভাসি প্রেম জলে নন্দজায়া বলে
    ভাসি প্রেম জলে নন্দজায়া বলে যে কথা বলিলে মোরে। হরের ঘরনী গণেশ জননী তিনি আসি রক্ষা করে।। তারে সেবি কোলে পেয়েছি কমলে তবে আর ভয় কি। নে রে রাম ধর বাঢ়াইয়া কর গোপালে সোপিঞে দি।। রাম করে ধরি যশোদা সুন্দরি সোঁপিছে যাদব রায়। নয়নের জল করে ছল ছল বসন তিতিয়ে যায়।। রামকরে হরি সমপর্ণ করি […] keyboard_arrow_right
  • ভুবন সুন্দর গৌর কলেবর আজানু ভুজযুগ লোল
    ভুবন সুন্দর গৌর কলেবর আজানু ভুজযুগ লোল। অরুণ নয়নে বয়ানে চাহিয়া পড়ই প্রেম হিলোল।। গোরা-রূপ হেরি জগজন কান্দে। চান্দজিনি মুখ অধিক ঝলমলি কুমুদ পড়িগেল ধান্দে। ভাবে গরগর গৌর গভীর জগত বৈচিত্র চলে। সজল নয়ানে চৌদিকে হেরিয়া রহে গদাধর কোলে।। হাসে গদগদ বচন অমৃত সিঞ্চিত জীব জন্তুলতা। জ্ঞানদাস কহে গঢ়ল ওনা রূপে সে পুন কেমন ধাতা।। keyboard_arrow_right
  • ভুবন মোহন শ্যামচন্দ্র
    ভুবন মোহন শ্যামচন্দ্র । ভানু-সুতা পানে চায় হাসি হাসি কথা কয় শুন শুন যুবতীর বৃন্দ ।।ধ্রু।। জলের ঘুরণি বড় তরণী আমার দড় অশ্ব গজ কত নর নারী। দেবতা গন্ধর্ব যত পার করি শত শত যুবতী যৌবন ইথে ভারি।। উমড়িয়া শ্যাম মেঘে ঘিরি নিল চারিদিগে পবনে কাঁপয়ে সব তনু । ঘন উছলিছে জল নৌকা করে টলমল […] keyboard_arrow_right
  • ভুবন মোহন রূপ অতি মনোহর
    ভুবন মোহন রূপ অতি মনোহর, ঝলমল করে রূপ দেখিতে সুন্দর।। ধু তরুমূলে করে কেলি ত্রিভঙ্গ হইয়া। কত কত নাগরী রহে চান্দ মুখ চাইয়া।। জিনি শশী দিবাকর জিনিয়া উঝল। আন মোহিত হইল ব্রজ রমণী সকল।। কপালে তিলক চাঁন্দ জিনি তারাগণে। চিকুর জিনিয়া ছটা পড়িছে গগনে।। সৈয়দ মর্তুজা কহে নাগর রসিয়া। আন ভুলায়ল মুরলী শুনাইয়া ।। keyboard_arrow_right
  • ভুবনমোহন রূপ না জায় বরণী
    ভুবনমোহন রূপ না জায় বরণী। কত কাম জিনিঞা ঠাম চামক চলনি।। কথায়ে কত যে মলুঁ কে কহু পিরিতি।। চান্দ মুখ দেখি বাটে অধিক আরতি। সই তোর মরম কহিলু । জাতি কুল শীল নিছিতে ইছিলু। ইসত হাসিতে পড়ে অমিঞা করণি। রূপ চাহিতে কান্দে প্রাণ হিয়ার পুতুলি।। প্রতি অঙ্গ দেখি মোর প্রতি অঙ্গ ঝুরে। ভুরু-ভঙ্গির ফাঁন্দে লুকোতে […] keyboard_arrow_right
  • ভোজন করি অঞ্জলি ভরি বালক
    ভোজন করি অঞ্জলি ভরি বালক যমুনাজল করি পান। গোধন সঙ্গে রঙ্গরস কৌতুকে কাননে করল পয়ান।। যাদব খেলত অপরূপ ছান্দে। হারি হারি হরি কান্ধে চঢ়াওত জিতি জিতি চাপই কান্ধে।। ক্ষেণে করতালি দেই করি জয় জয় নাচত গোকুলচন্দ। ক্ষেণে পশু পাখি হেরি পহুঁ ধাওত ধরইতে করি অনুবন্ধ।। কুঞ্জ-কুটীরে কবহুঁ তনু ঝাঁপই কপট-কলহ করি কান। সহচর বিপদ হেরি […] keyboard_arrow_right
  • ভোজনের অবশেষে দিয়ে আচমনি
    ভোজনের অবশেষে দিয়ে আচমনি সুবর্ণ খড়িকা দিল দন্ত ধাবনি।। আচমন করি প্রভু বসিলা আসনে। কর্পূর তাম্বুল দিল ও চাঁদ বদনে।। সুগন্ধি চন্দনে (পূর্ণ ) কৈল কলেবর। দিব্যমালা পরাইল হৃদয় উপর।। তাম্বুল খাইয়া প্রভু করিলা শয়ন। পদসেবা করে কেহ করয়ে ব্যজন।। নরোত্তম দাসের মনে এইত লালসা। জন্মে জন্মে প্রভুর চরণে রহু আশা।। keyboard_arrow_right
  • ভৌঁহ ভাঙ্গি লোচন ভেল আড়
    ভৌঁহ ভাঙ্গি লোচন ভেল আড়। তৈঅও ন সৈসব সীমা ছাড়।। আবে হসি হৃদয় চীর লএ থোএ। কুচ কঞ্চন অঙ্কুরএ গোএ।। হেরি হল মাধব কএ অবধান।। জৌবন-পরসে সুমুখি আবে আন।। সখি পুছইত আবে দরসএ লাজ। সীঁচি সুধাও অধ বোলিঅ বাজ।। এত দিন সৈসবে লাওল সাঠ। আবে সবে মদনে পঢ়াউলি পাঠ।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ