• এ হরি এ হরি জগভরি লাজ
    এ হরি এ হরি জগভরি লাজ।। তোহে নাহি সমুঝিয়ে ঐছন কাজ।। রূপে গুণে কুলশীলে কলাবতী নারী। কাঞ্চন-কাঁতি বরণ ভেল কারি।। বুঝই না পারিয়ে বয়ানক বোল। কণ্ঠ গতাগতি জীবন ডোল।। কেহো কেহো রাইকে কোরে আগোর। কেহো জল দেই কেহো চামর ডোর।। কত পরবোধব মরম না জানি। লিখন লিখায় যৈছে পানিক পানি।। আর কত কত ধনি অবিরত […] keyboard_arrow_right
  • এ হরি বলে জদি পরসবি মোয়
    এ হরি বলে জদি পরসবি মোয়। তিরিবধ পাতক লাগএ তোয়।। তুহু রস আগর নাগর ঢীঠ। হম না বুঝিএ রস তীত কি মীঠ।। রস পরসঙ্গ উঠওঁ মঝু কাঁপ। বানে হরিনি জনি কএলহ্নি ঝাঁপ।। অসময় আস ন পূরএ কাম। ভল জন ন কর বিরস পরিনাম।। বিদ্যাপতি কহ বুঝলহুঁ সাঁচ। ফলহু ন মীঠ হোঅএ কাঁচ।। keyboard_arrow_right
  • এ হরি মাধব কর অবধান
    এ হরি মাধব কর অবধান। নিদানে বেয়াধি ঔষধে কিবা কাম।। আঁধিয়ারি রাতি উজোর করে যোই। দিবসক চাঁদ পুছত নাহি কোই।। দরপণ লেই কি করব আন্ধে। শফরী পলায়ব কি করব বান্ধে।। সায়র শুকায়ল কি করব নীরে। হাম অধীরা তুয়া কি করব ধীরে।। কা করব বন্ধুগণ বিধি ভেল বাম। নিশি পরভাতে আওলি ঘনশ্যাম।। তরণীরমণে ভণ ঐছন রঙ্গ। […] keyboard_arrow_right
  • এ-কুল রাখি কি ও-কুল রাখি
    এ-কুল রাখি কি ও-কুল রাখি। গৌর-রূপ হেরে আমার হল এ কি।। না দেখে রূপ ছিলাম ভাল, কেন রূপে নয়ন গেল, গৃহ-কুল আর গৌর-কুল যাই কোন দিকি।। আসতে কাটা যেতে কাটা গৌর হেরে, প্রাণ আমার যাবে দো-ধারে লালন এখন কারে বোলবে কি।। keyboard_arrow_right
  • এই নব দাসী বলি শ্রীরূপ চাহিবে
    এই নব দাসী বলি শ্রীরূপ চাহিবে। হেন শুভক্ষণ মোর কতদিনে হবে।। আজ্ঞা করিবেন দাসী শীঘ্র হেথা আয়। সেবার সুসজ্জা কার্য করহ ত্বরায়।। আনন্দিত হঞা হিয়া তাঁর আজ্ঞাবলে। পবিত্র মনেতে কার্য করিব তৎকালে।। সেবার সামগ্রী রত্নথালেতে করিয়া। সুবাসিত বারি স্বর্ণ-ঝারিতে পূরিয়া।। দোঁহার সম্মুখে নিয়া দিব শীঘ্র গতি। নরোত্তম-দশা কবে হইবে এমতি। keyboard_arrow_right
  • এই নয়নে তারে না দেখিলে মুখের
    এই নয়নে তারে না দেখিলে মুখের কথায় পরাণ জুড়ায় না। শুইনে কথা সবে বলে, ও গউর দেখেছি কেও বলে না।। যেমন গাভীর মাথায় গরল থাকে গাভী তার মর্ম জানে না। এই নয়নে তারে না দেখিলে মুখের কথায় পরাণ জুড়ায় না।। যে দেখেছে বর্তমানে, অনুমান সে মানবে কেনে ? তাই লালন ‘শা’ দরবেশ বলে, দিন থাকিতে […] keyboard_arrow_right
  • এই বনে কংসের আজ্ঞা নাই বলে হরি
    এই বনে কংসের আজ্ঞা নাই বলে হরি। রাই বলে এখনি ভাঙ্গিব ভারিভুরি।। কৃষ্ণ বলে স্বর্গ মর্ত্ত মোর অধিকার। রাই বলে তোমায় জানি আভীর কুমার।। কৃষ্ণ বলে ব্রহ্মা ইন্দ্র দমন করি আমি। রাই বলে নন্দের গোধন চরাও তুমি।। কৃষ্ণ বলে গোবর্দ্ধন ধরেছি কৌতুকে। রাই বলে নন্দের বাধা বহিছ মস্তকে।। এ বোল শুনিয়ে কৃষ্ণ ভাবে মনে মনে। […] keyboard_arrow_right
  • এই বৃন্দাবন পথে, নিতি নিতি করি গতাগতে
    এই বৃন্দাবন পথে,নিতি নিতি করি গতাগতে। যদি হাতে করি লৈয়ে সোনা,তুমি কে না বোলে এক জনা। তুমি দেখি পুছই বড়াই,কিসের দান চাহেন কানাই। সঙ্গে সব ঘৃতের পসার,তাহে কেন এতেক জঞ্জাল। তুমি ত বরজ যুবরাজ,তুমি কেনে করিবে অকাজ। দূর কর হাস পরিহাস,কহতহি গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • এই ভাব তোমারে কে শিখাইল
    এই ভাব তোমারে কে শিখাইল–কোন মানুষে কোন্‌ ভাবিনী আইসে যোগিনীর পাড়ায় বসে, কোন্‌ মানুষে। ও এক ভাবের এক মানুষ আইসে, ও ঘুরে বেড়ায় তালাসে–কোন্‌ মানুষে। ‘জয় রাধে, শ্রীরাধে’ বলে ও দেহ-তরী দিলাম ছাইড়া সোনার কমল সুরধুনীর ঘাটে দেখ নাগরী যায় ভেসে, –কোন্‌ মানুষে। keyboard_arrow_right
  • এই মত সিসু সঙ্গে নন্দের নন্দন
    এই মত সিসু সঙ্গে নন্দের নন্দন। খেলাএ আনন্দ-খেলা ভুবন -মোহন।। … … … … মুনি। শ্রীভাগবত কথা অমৃতের শ্রেনি।। সুনিতে মধুর, পানে ওদর না পোরে। … … … …।। অন্য উপহার জদি করিএ ভক্ষণ। ওদর পুরিত হএ সুন তপোধন।। কৃষ্ণর … … … । … পান করি তত পিতে হয় …।। সুনিতেই ইৎসা হএ কহ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ