• একে অবলা অরু সহজহি ছোটি
    একে অবলা অরু সহজহি ছোটি। কর ধরইত করুনা কর কোটি।। আঁকম নামে রহএ হিঅ হারি। করিবর তলহি খসলি পাঞোনারি।। নয়ন নীর ভরি নহি নহি বোল। হরি ডরে হরিন জইসে জিব ডোল।। কৌসলে কুচ কোরক করে লেল। মুখ দেখি তিরিবধ সংসঅ ভেল।। বারি বিলাসিনি বেসনী কাহ্ন। মদন কউতুকিয়া ধীর নহি মান।। ভনই বিদ্যাপতি সুনহ মুরারি। অতি […] keyboard_arrow_right
  • একে দেখি অতি চিতের আরতি
    একে দেখি অতি চিতের আরতি পহিলে না ছিল এত। ঘরে গুরুজন গঞ্জনা না মানি নিতি নিবারিব কত।। সই ঠেকিলুঁ বিষম ফাঁদে। কানুর পিরিতি তিলেক বিরতি হইলে পরাণ কাঁদে।। সহজে মধুর শ্যামের মূরতি। পিরিতি বুঝিবে কে। সে সব আদর ভাদর-বাদর কেমন ধরিব দে।। চিতোর বিচার উচিত কহিতে জগত ভরিয়া লাজ। জ্ঞানদাস কহে ইহার অধিক রসিক গোপত […] keyboard_arrow_right
  • একে পরশ-রস শ্যাম-অঙ্গ-গন্ধ
    একে পরশ-রস শ্যাম-অঙ্গ-গন্ধ। চরণ-কিনারে দেখে নাম-পরবন্ধ।। ঢলিয়া পড়িল রাই নাপিতানী-কান্ধে । কি হৈল কি হৈল বলি সখীগণ কান্দে।। রাই-অঙ্গ-পরশনে এলাইল সাজ। নাগরে হেরিয়া সখীগণ পায় লাজ।। দুবাহু পশারি শ্যাম রাই নিল কোলে। মিলিল চকোর চান্দ জ্ঞানদাস বোলে।। keyboard_arrow_right
  • একে মধু জামিনি সুপুরুখ সঙ্গ
    একে মধু জামিনি সুপুরুখ সঙ্গ। আইতি ন করিঅ আসা ভঙ্গ।। মঞে কী সিখউবি হে তোহহি সুবোধ। অপন কাজ হোঅ পর অনুরোধ।। চল চল সুন্দরি চল অভিসার।। অবসর লাখ লহএ উপকার।। তরতমে নহি কিছু সম্ভব কাজ। আসা দএ তোহ মনে নহি লাজ।। পিয়া গুন গাহক তঞে গুন গেহ। সুপুরুষ বচন পাসানক রেহ।। keyboard_arrow_right
  • একে সে মূরতি রতি পতি মুরছন গতি
    একে সে মূরতি রতি- পতি মুরছন, গতি অতিশয় ললিত সুঠাম। আবেশে লাবণ্য-লীলা বাতাসে দরবে শিলা রসবতী কে ধরে পরাণ।। সজনি কতয়ে নিবারিব চিতে। তিলে তিলে দেখি আন নাহি রহে কুলমান নাহিক রসের পরমিতে।। চকিত চাহনি তার সহিতে শকতি কার তনু মনে করে অনুরোধ। কি জানি কি হেন জনে জগতে উপজে মেনে ইঙ্গিতে করয়ে পরবোধ।। কতেক […] keyboard_arrow_right
  • একে’ ধনি পদুমিনি সহজহি ছে টি
    একে’ ধনি পদুমিনি সহজহি ছোটি। করে ধরইত করুনা কর কোটি।। হঠ পরিরম্ভনে নহি নহি বোল। হরি ডরে হরিনী হরি-হিয়ে ডোল।। বারি বিলাসিনি আকুল কান। মদন-কৌতুকি কিএ হঠ নহি মান।। নয়নক অঞ্চল চঞ্চল ভান। জাগল মনমথ মুদিত নয়ান।। বিদ্যাপতি কহ ঐসন রঙ্গ। রাধামাধব পহিলহি সঙ্গ।। keyboard_arrow_right
  • একেত করিল বিধি কুলবতী বালা
    একেত করিল বিধি কুলবতী বালা। তাহার অধিক দুখ মদনের জ্বালা।। যদি বা জুড়াইতে চাহি কাল মেঘের কোলে। কালিয়া পড়িলে মনে দ্বিগুণ উথলে।। নিষেধ করহ বাঁশী এমন কেনে করে। অবলা বধিলে বধ লাগিবে কাহারে।। keyboard_arrow_right
  • এখন কেনে কান্‌ছ রাধে নির্জনে
    এখন কেনে কান্‌ছ রাধে নির্জনে, ও রাধে, সেইকালে মন করে ছিলি সেই কথা তোর নাই মনে। ও রাধে, কেনে কর মান–ও কুঞ্জে আসে না যে শ্যাম, জলে আগুন দিতে পারি বিন্দা আমার নাম, ও রাধে, হাত ধরে প্রাণ সঁপে দিলি–সেই কথা তোর নাই মনে। ও আমরা সব সখী মিলে ও একটি বনফুল তুলে, বিনে সূতায় […] keyboard_arrow_right
  • এখনে পাবঞে তোহি বিধাতা
    এখনে পাবঞে তোহি বিধাতা হিংসাহ্নি মেলঞো অনুরূপ। জক বলাহ সুচেতন নহী তকেক কে দিঅ রূপ।। ই রূপ হমর বৈরী ভএ গেল দেহব কুডিঠি সাল আনকহি রূপ হিত পএ হোঅএ হমর ই ভেল কাল।। সাজনি আবে কি পুছহ সার। পরদেস পররমনি রতল নঅরি কন্ত হমার।। ভনে বিদ্যাপতীত্যাদি। keyboard_arrow_right
  • এখনো এলো না কালা
    এখনো এলো না কালা, মন কেন হল উদাসী। বাড়িল বিরহ জ্বালা, কই এল সেই কাল শশী।। কালার আসার আশে বাসার শয্যা সাজাইয়ে, জেগে পোহাইলাম নিশি। সে আশা নিরাশা হল, জাগল ব্রজের ব্রজবাসী। আসবে বলে চিকন কালা গাঁথিয়ে বন-ফুলের মালা সে মালা মোর হল বাসি। কার গলে দুলাব মালা কোন চরণে হব দাসী।। নাজেনে প্রেম করেছিলাম […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ