• শ্যাম-বামে বৈঠল কিশোরী
    শ্যাম-বামে বৈঠল কিশোরী। মেঘে যেন মিশয়ে বিজুরি।। সোনার কমল মধুকর। তেমতি সাজল কলেবর।। দুঁহু রূপ না যায় কথন। কোটী কোটী মুরছে মদন।। সহচরী কুঞ্জ-নিকেতনে। কেহ করে চামর ব্যজনে।। কেহ চন্দন দিছে গায়। কেহ চুয়া চন্দন যোগায়।। কেহ করে পাখা মন্দ বায়। চণ্ডীদাস দুঁহু গুণ গায়।। keyboard_arrow_right
  • শ্যামঅভিসারে চলু বিনোদিনী রাধা
    শ্যামঅভিসারে চলু বিনোদিনী রাধা। নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা।। সুকুঞ্চিত কেশে রাই বাঁধিয়া কবরি। কুন্তলে বকুলমালা গুঞ্জয়ে ভ্রমরি।। নাসায় বেশর দোলে মারুত হিলোলে। নবীন কোকিলা জিনি আধ আধ বোলে।। কত কোটি চাঁদ জিনি বদনের শোভা। প্রেমবিলাসিনী রাই কানুমনোলোভা।। ভালে সে সিন্দুরবিন্দু চন্দনের রেখা। জলদে ঝাঁপল চাঁদ আধ দিছে দেখা। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া। পদ […] keyboard_arrow_right
  • শ্যামর সকল কলারসমীম
    শ্যামর সকল কলারসমীম। গোরি নাগরি কত গুণহিঁ গরীম।। দুহুঁ বনি বেশ বয়স একছান্দ। রাজিত কঞ্জ মঞ্জু মুখচাঁদ।। বিলসই রাসে রসিকবর নাহ। নয়নে নয়নে কত রসনিরবাহ।। দুহুঁ বৈদগধি দুহুঁ হিয়ে হিয়ে লাগ। দুহুঁকে মরমে পৈঠে দুহুঁক সোহাগ।। দুহুঁক পরশরসে দুহুঁ ভেল ভোর। বোলইতে বয়নে উগয়ে নাহি বোল।। পূরল দুহুঁক মনোরথসিন্ধু। উছলিত ভেল তহিঁ স্বেদ উদবিন্দু।। দুহুঁক […] keyboard_arrow_right
  • সখিগণ মেলি করত কত রঙ্গ
    সখিগণ মেলি করত কত রঙ্গ। কত রস গাওত নয়নক ভঙ্গ।। কোই কোই নাচত কোই ধরু তাল। কোই বাজাওত যন্ত্র রসাল।। নাগর নাগরি দুহুঁ ভেল ভোর। হরখি হরখি সখিগণ করু কোর।। বাঢ়ল প্রেম সবহুঁ সখি জানি। কুসুম-শেজ বিছায়ল আনি।। নাগরি নাগর বৈঠল তায়। সখিগণ আন ছলে আন থলে যায়।। নিতি নিতি ঐছন রস পরকাশ। চরণ সেবন […] keyboard_arrow_right
  • সজনি তুহুঁ সে কহসি মঝু হীত
    সজনি তুহুঁ সে কহসি মঝু হীত। হীত অহীত সবহুঁ হাম বুঝিয়ে আনে হোয়ত বিপরীত।।ধ্রু।। লঘু উপকার করয়ে যব সুজনক মানয়ে শৈলসমান। অচল হীত করয়ে মুরুখ জনে মানয়ে সরিষপ্রমাণ।। কানুক রীত ভীত মঝু চীতহিঁ না জানি কি হয়ে পরিণাম। ঐছন পিরীতিক বশ নাহি হোয়ত যৈছন কীর সমান।। কি কহব রে সখি কহি কহি দেখলুঁ অতয়ে চাহি […] keyboard_arrow_right
  • সহচর সঙ্গে গৌর নটরাজ
    সহচর সঙ্গে গৌর নটরাজ। বিহরয়ে নিরুপম কীর্ত্তন সমাজ।। সুরধুনীতীর পুলিন মনোহর। গৌরচন্দ্র ধরি গদাধরকর।। কত শত যন্ত্র সুমেলি করি। বাওয়ে মৃদঙ্গ করতাল ধরি।। গাওত সুমধুর রাগ রসাল। হরষিত কোই কহে ভালি ভাল।। গদাধর বামে ডাহিনে নরহরি। রায় শেখর কহে যাঙ বলিহারি।। keyboard_arrow_right
  • সহজে সুনাগর রসময়অঙ্গ
    সহজে সুনাগর রসময়অঙ্গ। তিলেক না তেজই রসবতি সঙ্গ।। রসভরে রসবতি করু রসসঙ্গ। রঙ্গি রসিকবর রহু তিরিভঙ্গ।। মুরলিমিলিত মুখ মুখ একসঙ্গ। পরশনে তনুতনু উদয় অনঙ্গ।। পিবই আধররস ঘন ঘন চুম্ব। কবহুঁ কলাবতি প্রেমপরিরম্ভ।। যুবতি যূথ মাঝে যুগলকিশোর। বিজুরি বলাহক রহল অগোর।। করিকুম্ভ কুচ কিয়ে চারু চকোর। রায় বসন্ত পহুঁ তহিঁ রহুঁ ভোর।। keyboard_arrow_right
  • সহর ফিরায়ে ধনী রমণীর শিরোমণি
    সহর ফিরায়ে ধনী রমণীর শিরোমণি লীলাবতী চামর ঢুলায়। চম্পাবতী আদি নারী এ নব অষ্ট নারী সেবা করে মনে অভিপ্রায়। ফিরাইল বিনোদিনী নব নব গোপিনী সবে লয়ে গেল সেই কুঞ্জে। এই লীলা রচে কান আইল সে কুঞ্জদাম দেখ ইহা সব নবপুঞ্জে।। করিতে রাসের রস মদনে হইয়ে বশ রচিলা নাগরবর কান। কহেন রসিক রায়– “মোর মনে হেন […] keyboard_arrow_right
  • সহর ফিরায়ে ধনী রমণীর শিরোমণি
    সহর ফিরায়ে ধনী রমণীর শিরোমণি লীলাবতী চামর ঢুলায়। চম্পাবতী আদি নারী এ নব অষ্ট নারী সেবা করে মনে অভিপ্রায়।। ফিরাইল বিনোদিনী নব নব গোপিনী সবে লয়ে গেল সেই কুঞ্জে। এই লীলা রচে কান আইল সে কুঞ্জধাম দেখ ইহা সব নবপুঞ্জে।। করিতে রাসের রস মদনে হইয়ে বশ রচিলা নাগরবর কান। কহেন রসিক রায় মোর মনে হেন […] keyboard_arrow_right
  • সাহসে ভর করি রাই চিবুকে ধরি
    সাহসে ভর করি রাই চিবুকে ধরি নাহ বৈঠাওল কোর। কাহে দুখ দেওসি কি ফল পাওসি বোলই নওল কিশোর।। সজনি কেলি বিলাসিনী রাধা। মান বিধন্তুদ মুকুত দশনশশী দেখোঁ না হো সুখ সাধা।। চুম্বনে বদন বঙ্ককরি বোলই বিপিনে বেলী কত লাখ। বিকসই অবিরত তুহু ভমরা মত যাহ মধুর রস চাখ।। মালতি ছোড়ি ভ্রমরা কাহা যাওব কহত কলানিধি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ