• প্রেমভরে ঢরঢর কনয়া কলেবর
    প্রেমভরে ঢরঢর কনয়া কলেবর নটন রসে ভেল ভোর। ই দিন যামিনী আবেশে অবশ প্রিয় গদাধর কোর।। গোরা পহুঁ করুণাময় অবতার। যো গুণ কীর্ত্তনে পতিত দূরগত সভাই পাওল নিস্তার।। হরি হরি বলি ভুজযুগ তুলি পুলকে দ্বিগুণ তনু। অরুণ দিঠি জলে অবনি ভাসল সুমেরু সিঞ্চিত জনু।। ঈষৎ হাসনি মধুর ভাসনি পাষাণ মিলাই যায়। অখিল জগজন প্রেমে পূরল […] keyboard_arrow_right
  • ফুটল কুসুম অলিক মেলি
    ফুটল কুসুম অলিক মেলি। কুহরে কোকিল বরিহা কেলি।। কপোত নাচত আপন রঙ্গে। রাই নাচত শ্যাম সঙ্গে।। দেখবি সখি কুঞ্জমাঝ। শ্যাম নায়র নায়রি সাজ।। বিবিধ যন্ত্র একই তান। গাওত বাওত অখণ্ড মান।। তাতা দ্রিমিকি দ্রিমি মৃদঙ্গ। সরখ পরশ অঙ্গ অঙ্গ।। সহজে শ্যাম ললিতঅঙ্গ। তাহে কতহুঁ নটনভঙ্গ।। নয়নে নয়নে মধুর দীঠ। অময়া অধিক বোলয়ে মীঠ।। হিয়ে হিরহার […] keyboard_arrow_right
  • বড় অপরূপ পেখলুঁ হাম
    বড় অপরূপ পেখলুঁ হাম। কি লাগিয়া বঁধু কয়ল মান।। বিবরি কহিবে সজনি হে। একথা শুনিলে আউলায় দে।। এত অদভুত কোথা না শুনি। নাগরী উপরে নাগর মানি।। এহো অপরূপ কোথা না দেখি। হেন প্রেম দুহুঁ শেখর সাখী।। keyboard_arrow_right
  • বহুল-বারিদ-বরণ বন্ধুর
    বহুল-বারিদ- বরণ বন্ধুর বিজুরি-বিলসিত বাস। বিকচ-বান্ধলি- বলিত বারিজ বদন-বিম্ব পরকাশ।। বিহরতি বৃন্দাবনে বনমালি। বেঢ়ল ব্রজ-বধূ- বৃন্দ বিমোহিত বোলত বলি বলিহারি।। বকুল-বঞ্জুল- বল্লি-বলয়িত বিলোল-বহাঁবতংস। বিমল ভূষণ বেশ বাসিত বেকত বাওত বংশ।। বিশদ বারণ- বাহু-বৈভব বলয়-বন্ধ নিবন্ধ। বিবিধ বৈদগধি- বচন-বিরচন- বিবশ দাস গোবিন্দ।। keyboard_arrow_right
  • বাজে ধৃংনিং ধৃংনিং বাজে ধৃংনিং ধৃংনিং
    বাজে ধৃংনিং ধৃংনিং বাজে ধৃংনিং ধৃংনিং খটত্তা তাগর্‌ধো নাগর্‌ধো নাগর্‌ধো ধুক্কা ধুন্না যে।।ধ্রু।। বীণ উপাঙ্গ তাল সরমণ্ডল বাজত ডম্ফ রবাব যে। বাজে ধো দ্রিমি দ্রিমিধো তথৈ তথৈ তৎ তা থো থো বোল মৃদঙ্গ যে।। কনক কঙ্কণ কিঙ্কিণি কিনিকিনি ঝননন মঞ্জীর রাব যে। রাধাকর ধরি সুঘর শিরোমণি নাচত কহই প্রবন্ধ যে।। কবহুঁ তাল কহই নটশেখর কবহুঁ […] keyboard_arrow_right
  • বাঢ়ল রতিরস বৈঠল দুহুঁজন
    বাঢ়ল রতিরস বৈঠল দুহুঁজন মোছই আননচন্দ্র। দুহুঁজন বদনে তাম্বুল দুহুঁ দেওত বসন ঢুলাওল মন্দ।। দুহুঁ মুখ দুহুঁ রহু চাই। আহা মরি মরি বলি আনন চুম্বই পুন পুন দুহুঁ নিরছাই।। নীলপীত বসনে শোহত দুহুঁ তনু মণিময় আভরণ সাজ। যৈছন রসিক রসিকবর নাগরি তৈছন বিদগধরাজ।। কতহিঁ যতন করি বিধি নিরমাওল দুহুঁ তনু একুই পরাণ। বিকশিত কুসুমে শোভিত […] keyboard_arrow_right
  • বাঁশী রবে উনমত পুলকিত মনে
    বাঁশী রবে উনমত পুলকিত মনে। সাজল নিকুঞ্জ বনে শ্যাম দরশনে।। মণিময় আভরণ বিচিত্র বসনে। সখীগণ সঙ্গে রঙ্গে করিলা গমনে।। গজেন্দ্র গমনে যায় রাই বিনোদিনী। রমণীর শিরোমণি কানু মন মোহিনী।। চলিতে না পারে রাই নিতম্বের ভরে। ধৈরজ ধরিতে নারে মুরলীর স্বরে।। বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চায়। মাধবীলতার তলে পাইলা শ্যাম রায়।। আইস আইস বিনোদিনী ডাকে […] keyboard_arrow_right
  • বিনোদিনী বিনোদ নাগর
    বিনোদিনী বিনোদ নাগর। শুতিয়াছে পালঙ্ক উপর।। কুসুম-রচিত কত তায়। সৌরভে মধুকর ধায়।। কুসুমহি রচিত শিথান। চৌদিকে কুসুম বিথান।। দুহুঁ –জন ঘুমাওল সুখে। দুহুঁ অরপিত দুহুঁ মুখে।। তনুতনু জড়িত করিয়া। আবেশে রহল ঘুমাইয়া।। নিজ নিজ কুঞ্জ তার কাছে। তাহে সখীগণ শুতিয়াছে।। শ্রীরূপমঞ্জরী আদি যত। শুতিল কুঞ্জের চারি ভিত।। পশুপাখী নিশবদ ভেল। রজনী শেষ ভৈ গেল।। নিতি […] keyboard_arrow_right
  • বিনোদিনী বিনোদ নাগরবর কান
    বিনোদিনী বিনোদ নাগরবর কান। সখীগণ সঙ্গে রঙ্গে করল পয়ান।। দুহুঁ কান্ধে দুহুঁ ভূজ শোভিয়াছে আলো।। নবীন যৌবনী সব চলে দুই পাশে। বনের মাধুরী দেখি হাস পরিহাসে।। জাতি যূথী মল্লিকা মালতী নাগেশ্বর। কদম্ব বকুল দেখি চম্পক মনোহর।। তমাল মাধবীবন অতি গাঢ়তর। অশোক কিংশুক দোনা দেখিতে সুন্দর।। বৃন্দাবন ফলফুলে আছয়ে ভরিয়া। মাধব মাধবী ভ্রমে সগণ লইয়া।। ফুলবনশোভা […] keyboard_arrow_right
  • বিপরিত-রতি অবসানে কমল-মুখি
    বিপরিত-রতি অবসানে কমল-মুখি ঘামহি ভীগল চীর। সহচরি দাসি চামর করে বীজই কোই যোগায়ত নীর।। বৈঠল রাধা নাগর কান। দুহুঁ জন চির অভিলাষ পরিপূরল পরিজন মঙ্গল গান।।ধ্রু।। কালিন্দি-তীরে নিকুঞ্জ মনোহর বহতহি মলয়-সমীর। কত পরিহাস রভস রস-কৌতুক দুহুঁ পর দুহুঁ জন গীর।। বৃন্দা দেবি সময় বুঝি কুঞ্জহি সেবই কত পরকার। ও রস-সায়রে ওর না পাওল দেবকিনন্দন আর।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ