মঞ্জুল বঞ্জুল- নিকুঞ্জ মন্দিরে সোঙরি সো গুণগাম। মরম অন্তরে জপয়ে মন্তরে একলি তোহারি নাম।। রামা হে, তেজহ কপট ছন্দ। মদন-হিলোলে তো বিনু দোলত নন্দ-নন্দন চন্দ।। হিম হিম-কর সলিল-শীকর নিন্দই কালিন্দী -তীর। সরস চন্দন পরশে মুরছই সজল জ্বলত চীর।। কবহুঁ উঠত কবহুঁ বৈঠত পন্থ হেরত তোর। অমল কমল নয়ন-যুগল সঘনে গলয়ে লোর।। এতহুঁ যতনে পুরুষ-রতনে চিতে […]
keyboard_arrow_right