“রাধা, তুমি জানহ কি রীতি বিরহ-বেদনা মনে জানিবা তেজহ প্রাণে বুঝিলাম হেন তার গতি।। অনের তপের ফলে বিধি দিয়াছিল ভালে পুন তাহা করিল নৈরাস। করম-লিখন জে খণ্ডাইতে পারে কে ঘুচিল সকল সুখ-আশ।। স্ত্রীবধ-পাতক-ভয়ে তার কিছু মনে নয়ে পাসরিল এ সকল লেহা। অবলা বধিতে হেন না দেখিয়ে কোন জন জনম দুখেতে গেল দেহা।। পরিণামে এই ভৈল […]
keyboard_arrow_right