• রাধার তুলনা পিরিত সমান্য কেহ যদি করে
    রাধার তুলনা পিরিত সমান্য কেহ যদি করে। মরে বা না মরে পাপী অবশ্য যায় ছারেখারে।। কোন প্রেমে সে ব্রজপুরী বিভোরা কিশোর-কিশোরী কে পাইবে গন্ধ তারই কিঞ্চিৎ ব্যক্ত গোপীর দ্বারে।। গোপী অনুগত যারা এবে সে প্রেম জানবে তারা তাদের কামের ঘরে সুরকি মারা মরায় মরে ধরায় ধরে।। পুরুষ-প্রকৃতি স্মরণ থাকতে কি হয় প্রেমের করণ সিংহের দায় […] keyboard_arrow_right
  • রাধারাণীর ঋণের দায়-গৌর এসেছে নদীয়ায়
    রাধারাণীর ঋণের দায়-গৌর এসেছে নদীয়ায়, বৃন্দাবনের কানাই আর বলাই নৈদে এসে নাম ধরেছে গৌর আর নিতাই। করে মা যশোদা বেন্ধে ছিল হাত বুলাইলে জানা যায়। বৃন্দাবনের ননী খেয়ে পেটও ভরে নাই– নৈদে এসে দৈ চিড়াতে ভুলেছো কানাই, তুমি কোন ভাবেতে কপ্নি নিলে–সেই কথা বল আমায়। তুমি কৃষ্ণ হরি দয়াময় –তোমাকে যে চিনতে পারে–অধীন লালন কয়। […] keyboard_arrow_right
  • লাগলো ধুম প্রেমের থানাতে মন-চোরা
    লাগলো ধুম প্রেমের থানাতে মন-চোরা পড়েছে ধরা কালা রসিকের হাতে।। বৃন্দাবনে রসে রে খেলা, তা জানে রাজুবালা, তার সন্ধান কি পাবি তোরা চাঁদ ধরিতে।। ভক্তিরাম জমাদারের হাতে, দুই দিনকার চাঁদ জিম্বা আছে তিন দিনের দিন চালান করে চলে আট কৌশলেতে।। চোর আছে অটলের ঘরে, কার সন্ধান কে চিনে ধরে, লালন কয়, সাধনের জোরে পারি অধর […] keyboard_arrow_right
  • শুদ্ধ প্রেম না দিলে ভজে কে আর পায়
    শুদ্ধ প্রেম না দিলে ভজে কে আর পায়। ও সে না মানে আচার না মানে বিচার, প্রেমের রসে রসিক সে দয়াময়।। জান না মন শুষ্ক কাষ্ঠে কবে তার মালঞ্চ ফোটে, ওমনি প্রেম নাই যার ওমনি কষ্টে, সে নিজ সুখ সাধনা বলিদান দেয়।। সে প্রেমের প্রেমী যারা ফণী যেন মণিহারা, দেখলে তার মুখ হৃদয়ে বাড়ে সুখ, […] keyboard_arrow_right
  • শুনে অজানা এক মানুষের কথা
    শুনে অজানা এক মানুষের কথা। প্রভু গৌরচাঁদ মুড়ালে মাথা।। হায় মানুষ কথায় সে মানুষ, বলে প্রভু হলো বেহুঁশ, দেখে সব নদীয়ার মানুষ বলে না তা।। কোন্‌ প্রেমের দায়ে গৌর পাগল, পাগল করলে নদের সকল। রাখলো না কারো জেতের বোল প্রেমে একাকার ক’রলে সেথা ।। যার চিন্তে জগৎ চিন্তে তার চিন্তে কার চিন্তে লালন বলে, হইল […] keyboard_arrow_right
  • ষড় রসিক বিনে কেবা তারে চেনে যার নাম অধরা
    ষড় রসিক বিনে কেবা তারে চেনে যার নাম অধরা। শাক্ত শক্তি বুঝে সে রূপ যে মজে বৈষ্ণবের বিষ্ণুরূপ নেহারা।। বলে সপ্তপন্থী মত সপ্তরূপ বেষ্টিত রসিকের মন নয় তাহে রত। রসিকের মন রসেতে মগন রূপ রস জানিয়ে খেলেছে তারা।। হলে পঞ্চতত্ত্ব জ্ঞানী পঞ্চরূপ বাখানি, রসিক বলে সেও তো লীলে রূপ গণি, বেদবিধিতে যার লীলার নাই প্রচার […] keyboard_arrow_right
  • সকল দেব-ধর্ম আমার বেষ্টামী
    সকল দেব-ধর্ম আমার বেষ্টামী। ইষ্ট ছাড়া কষ্ট নাই মোর ঐটে ছাড়া নষ্টামী।। আজ কেমন সুখ ভাত রাঁধ জল আনা তাই কেন কেউ করে দেখ না, দুটো মুখের কথায় মোল্লা দিয়ে ইষ্ট গোঁসাইর কষ্টামী।। বোষ্টমী মোর শীতকালের খেঁতা তখন ইষ্ট গোসাই রয় কোথা। কোন্‌ কালে পরকাল হবে তাইতে ভজব গোস্বামী।। বোষ্টমীর গুণ বিষ্ণু জানে ভাই, আর […] keyboard_arrow_right
  • সকলি কপালে করে
    সকলি কপালে করে! কপালের নাম গোপালচন্দ্র, কপালের নাম গুয়ে-গোবরে।। যদি থাকে এই কপালে, রত্ন এনে দেয় গোপালে। কপাল বিমতি হলে দূর্ববনে বাঘে মারে।। কেউ রাজা কেউ হয় ভিখারী, কপালের ফের হয় সবারি। মনের ফেরে বুঝতে নারি, খেটে মরি অন্ধকারে।। যার যেমন মনের ঘটনা তেমনি ফল পেয়েছে সে না। লালন বলে ভাবলে হয় না, বিধির কলম […] keyboard_arrow_right
  • সকালে যাই ধেনু ল’য়ে
    সকালে যাই ধেনু ল’য়ে। এ বনেতে ভয় আছে ভাই মা আমায় দিয়েছে ক’য়ে।। আজকার খেলা এই অবধি গোছা রে ভাই ধেনু আদি। প্রাণে বেঁচে থাক যদি কাল আবার খেলো আসিয়ে।। নিত্য নিত্য বন ছাড়ি সকালে যাইতাম বাড়ি । আজ আমাদের দেখে দেরি, মা আছে পথপানে চেয়ে।। বলেছিল মা যশোদে কানাইকে দিলাম বলা’র হাতে। ভাল মন্দ […] keyboard_arrow_right
  • সদা মন, থাক বা-হোঁশ মানুষ রূপ নিহারে
    সদা মন, থাক বা-হোঁশ মানুষ রূপ নিহারে। আয়না আঁটা রূপের ছটা চিলেকোঠায় ঝলক মারে।। স্বরূপে যার রূপটি জানা সেই তো বটে উপাসনা। গাঁজায় দম চড়িয়ে মনা ব্যোমকালী আর বলো না রে।। বর্তমানে দেখ ধরি নর-দেহ অটল বিহারী। পড় কেন হরি বড়ি কাঠের মালা টিপে হারে।। দিল ঢুঁড়ে দরবীশ যারা রূপ নিহারে সিদ্ধ তারা। লালন কয়, […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ