• আমার মন চোরারে কোথা পাই
    আমার মন চোরারে কোথা পাই। কোথা যাই মন আজ কি যে বোঝাই।। নিষ্কলঙ্ক ছিলাম ঘরে, কিবা রূপ নয়নে হেরে প্রাণ তো আমার ধৈর্য নাই।। ও সে চাঁদ বটে মানুষ দেখে, হলাম বেহুঁশ থেকে থেকে আমার মনেপড়ে রাই।। বিষম রোগে আমায় দংশিলে, বিষ উঠলো সে ব্রহ্মমূলে, কেমনেতে বিষ নামাই।। ও বিষ গাঁটরি করা না যায় হরা […] keyboard_arrow_right
  • আমার আপন খবর আপনার হয় না
    আমার আপন খবর আপনার হয় না। একবার আপনারে চিনলে পরে যায় অচেনারে চেনা।। সাঁই নিকট থেকে দূরে দেখায়, যেমন কেশের আড়ে পাহাড় লুকায় দেখ না। আমি ঢাকা দিল্লী হাতড়ে ফিরি, আমার কোলের যোর তো যায় না।। আত্মরূপে কর্তা হরি, মনে নিষ্ঠা হ’লে মিলবে তারি ঠিকানা। বেদ-বেদান্ত পড়বে যত বাড়বে তত লক্ষণা।। আমি আমি কে বলে […] keyboard_arrow_right
  • আমার একি কবার কথা আপন বেগে
    আমার একি কবার কথা আপন বেগে আপনি মরি। গৌর এসে হৃদয় বসে করে আমার মন চুরি।। কিবা-গৌররূপ লম্পটে ধৈর্যডুরি দেয় গো কেটে লজ্জা-ভয় সব পালায় ছুটে যখন ঐ রূপ মনে করি।। গৌর দেখা দিয়ে ঘুমের ঘোরে চেতন হ’য়ে পাইনে তারে পলাইল কোন শহরে নব দলের রাস-বিহারী।। মেঘে যেমন চাতকেরে দেখা দিয়ে ফাঁকি করে লালন বলে, […] keyboard_arrow_right
  • আমার ঠাহর নেই গো মন-বেপারী
    আমার ঠাহর নেই গো মন-বেপারী । এবার ত্রিধারায় বুঝি ডোবে আমার তরী।। যেমনি দাঁড়ি-মাল্লা বেয়াড়া তেমনি মাঝি দিশেহারা, কোন্‌দিকে যে বায় তাহারা, আমার পাড়ি দেওয়া কঠিন হ’লো ভারী।। একটি নদীর তিনটি ধারা সে নদীতে নাই কূল-কিনারা; সেথা বেগে তুফান বয়, দেখে লাগে ভয়, ডিঙি বাঁচাবার উপায় কি করি।। কোথা হে দয়াল হরি, আপনি এসে হও […] keyboard_arrow_right
  • আমার দয়ালকে আনিয়া দে রে
    আমার দয়ালকে আনিয়া দে রে আরে সে আমায় দিয়ে গেল ফাঁকি দয়ালের ঐরূপ যেন দেখি। আঙ্গুল কাটিয়া কলম বানাইয়া দুইটি নয়নের জল করলাম কালি আমার দেহকে কাগজ বানাইয়া ঐ দয়ালের রূপ যেন লেখি আমাদের দয়ালকে আনিয়া দে রে আরে সে আমায় দিয়ে গেল ফাঁকি।। আমার সর্ব অঙ্গ খাইও কাক রে ও কিছুই না রাখিও বাকী […] keyboard_arrow_right
  • আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে
    আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে। চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছি কালো শশী, হব বলে চরণদাসী, তা হয় না কপালগুণে।। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, কালারে হারালেম তেমন ও রূপ হেরিয়ে স্বপনে।। যখন ঐ রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়; অধীন লালন বলে সদায় প্রেম যে করে সেই জানে।। keyboard_arrow_right
  • আমার হইতে আর গুরুর কার্য হয় না
    আমার হইতে আর গুরুর কার্য হয় না, ও মুখে গুরু গুরু, অন্তরে সে ভাব আসে না। দাঁড়াইয়াছি ভক্তি-মূলে গুরুর চরণ পাবো বলে, আমার সকল আশা গেল দূরে, আমি আমার হলেম না। অহল্যা পাষাণী ছিল সে পদধূলায় মানুষ হইল। তাই ফকির লালন বলে, –কত পাহাড় পর্বত টইলা গেল আমার মন পাষাণ কেন গলে না। keyboard_arrow_right
  • আমি ও চরণে দাসের যোগ্য নয়
    আমি ও চরণে দাসের যোগ্য নয়। নইলে মোর দশা কি এমন হয়।। ভাব জানিনে প্রেম জানিনে, দাসী হতে চাই চরণে, ভাব জেনে ভাব দিলে মনে, সেই সে রাঙ্গা চরণ পায়।। দয়া করে দীন বন্ধু, দেন যদি সেই পদারবিন্দু আমি যাতে তরি ভব সিন্ধু, নইলে অরা তো না দেখি উপায়।। অহল্যা পাষাণী ছিল, প্রভুর চরণ ধূলায় […] keyboard_arrow_right
  • আমি আর কি বসবো এমন সাধু বাজারে
    আমি আর কি বসবো এমন সাধু বাজারে। যেন কোন সময় কোন দশা হয় আমারে।। সাধুর বাজারে কি আনন্দময়, যেমন অমাবস্যায় পূর্ণচন্দ্রের উদয় রে। ভক্তি নয়ন যার সে চাঁদ দৃষ্ট তার, ও তার ভব বন্ধন জ্বালা যায় গো দূরে।। দেবের দুর্লভপদ যে সাধু নাম তার শাস্ত্রে লেখে রে। গঙ্গা জননী পতিত পাবনী, ভবে সাধুর চরণ সে […] keyboard_arrow_right
  • আমি বর্শি ফেলেছি সাঁইর জলে
    আমি বর্শি ফেলেছি সাঁইর জলে, খাও বা না খাও ঠোক্‌ দিয়ে যাও যদি মনে বলে। ওরে ভাঙ্গা ছিপে সে কাল সুতা আস্তে ধীরে মারব গুঁতো সাঁই রে, আমি এছাই জোরে মারব গুঁতো –দয়াল লাগে তোর অন্তরে। ও আবার গহীন জলে থাকো তুমি–কিনার দিয়া হাঁটি আমি সাঁই রে, আবার ঠোক্‌ দিলে বাজিবে গলে রে, লালন বলে, […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ