• বুঝিয়া গোপিকা-অঙ্গ দহিছে অনঙ্গে
    বুঝিয়া গোপিকা-অঙ্গ দহিছে অনঙ্গে। রসিক নাগর পাশ প্রেমের তরঙ্গে।। আঁচরে সুচারু করি সুবেশক লাই। বয়ানে বয়ানে মিলি নয়ানে মিলাই।। দৃঢ় পরিরম্ভণে হৃদয় জুড়াই। পয়োধর-শিখরেতে নখর বসাই।। এইরূপে যত গোপী তত রূপ ধরি। বিহরে অনঙ্গ রঙ্গে রসিক মুরারি।। এলোথেলো গোপিগণ কবরি খসিল। জলধর আড়ে যেন শশি লুকাইল।। অধর মাধুরি পানে বিন্ধিল দশনে। নারী বিমোচন চির হরল […] keyboard_arrow_right
  • বৃষভানু-পুরেতে আনন্দ কলরব
    বৃষভানু-পুরেতে আনন্দ কলরব। ঊর্দ্ধমুখে ধেয়ে আইল ব্রজবাসী সব।। ধাইয়া আইল সব ব্রজের রূপসী। দেখে বৃষভানুসুতা জিনি কত শশী।। দেখিয়া গোপিকা সব আনন্দে ভরিল। নাহিক নয়ান দুটী কীর্ত্তিকা দেখিল।। পায়াছিলাম সাধ পুরাব রতনের নিধি। গোবিন্দদাস কহে নিদারুণ বিধি।। keyboard_arrow_right
  • ব্রজের পূজিতা পৌর্ণমাসী ভগবতী
    ব্রজের পূজিতা পৌর্ণমাসী ভগবতী। ললিতাদি সহ আইলা জটিলা-বসতি।। দেবীরে জটিলা দেখি উঠিয়া দাঁড়াইল। পাদ প্রক্ষালন করি আসনে বসাইল।। জটিলা কুটিলা কহে কেন আগমন। দেবী কহে আইলাম আমি আশিস্‌ কারণ। কালিকার নিশি শেষে দেখেছি স্বপন। রাধার দক্ষিণে শোভে নন্দের নন্দন।। জটিলা কুটিলা কহে ভগবতি মাই। অন্তঃপুরে বধূরে আশিস্‌ করে যাই।। ললিতা করিয়া সঙ্গে যাও রে গমন। […] keyboard_arrow_right
  • ভাল হইল আইলা গোপী দেখ বনশোভা
    ভাল হইল আইলা গোপী দেখ বনশোভা। ঘরে যাঞা নিজ নিজ পতি কর সেবা।। দুরজন চোর যদি হয় নিজ পতি। তাহা ছাড়ি রমণীর নাহি কোন গতি।। কানুর এতেক বাণী শুনি সব গোপী। অধোমুখ হইয়া চরণে লিখে ক্ষিতি।। খঞ্জননয়নে সুরধুনিধারা বয়। ধর্ম্ম তোমাতে রহ গোপীগণে কয়।। করিব অধর-পান মনে মনে রুখে। পতিব্রতা ধর্ম্মটীকা শিখাও কাহাকে।। পত্নীর পরম […] keyboard_arrow_right
  • ভালই হইল রাই ভালই হইল
    ভালই হইল রাই ভালই হইল। আমি হইলাম গৌররূপ তুমি হইলে কাল নিজরূপ দেখি মোর মনে হইল ক্ষোভ। তোমার স্বরূপ হইতে হইল বড় লোভ।। বড় মনে সাধ ছিল হব তোমার রূপ। আপনি করিলে তুমি আপনা স্বরূপ।। চূড়া বাঁধি দিয়াছি রাই আর না লইব। তোমার ভাবের মালা গাঁথিয়া পরিব।। ঋণী আমি তুমি রাই প্রেমের মহাজন। কলিযুগে শুধিব […] keyboard_arrow_right
  • মন্দ মন্দ মধুর তান
    মন্দ মন্দ মধুর তান বাঁশী কোন বা কুঞ্জে বাজিল রে। নব নায়রী ও শ্রীরাধে ধনি অনঙ্গ রঙ্গে মাতিল রে।। বাঁশী না জানে অন্য পর কি আপন তনু মন সব দহিল রে। সখি বাঁশী বাজে বেরি বেরি। আর ত ঘরে রইতে নারি।। মুরলী গান পঞ্চম তান যমুনা উজান ধাইল রে। বাঁশী অন্তরে সরল উগারে গরল কুলবতীর […] keyboard_arrow_right
  • যমুনাক তীরে তরুতল সুশীতল
    যমুনাক তীরে তরুতল সুশীতল আসিয়া মিলিল দোন ভাই। সভে বলে ভাল ভাল কী খেলা খেলিবে বল আজু খেলা খেলিব এক ঠাঁই।। কারু কাছে ভেঁটা কড়ি রাম চারু দাঁড়াগুলি কেহ কেহ পাঁচনি ফিরায়। রাম কানাই কুতুহলে দাঁড়াইল দুই দলে শিশুগণ ধরি ধাওয়া ধাই।। সাতলি করিয়া পণ খেলায় রাখালগণ হারিলে লইব কান্ধে করি। বংশিবটের তলে রাখিয়ে আসিতে […] keyboard_arrow_right
  • যশোদা বলেন বাণী সেথে ইন্দু নীলমণি
    যশোদা বলেন বাণী সেথে ইন্দু নীলমণি করে কনে না দেখি মুরলি। কহ যাদু আমারে গিয়াছিলি কার ঘরে বদন মলিন বনমালী।। খাইয়া আমার মাথা মুরলি হারালি কোথা হায় গোপাল কি কাজ করিলে। মায়ের কপালে লেখা হেদে গো রামের মা না জানি কি আছয়ে কপালে।। সোনা যে হারাতে নাই কি করিলি কানাই কান্দিয়া কান্দিয়া রাণী বলে। হায় […] keyboard_arrow_right
  • রাই তনু পিরিতি পসার
    রাই তনু পিরিতি পসার। তোহারি স্মরণজলে লুটাইল জগজনে এত নহে ধরম বিচার।। কোকিলা লইল বেশ বিদ্যাধরী নিল বেশ মুখশোভা নিল শশিকলা। মৃগ নিল দুটী আঁখি ভুরু নিল খঞ্জন পাখি মৃদু হাসি লয়েছে চপলা।। বিম্ব নিল অধর নাসা নিল খগবর দশন জ্যোতি লয়েছে মুকুতা। কাঞ্চন লয়েছে বর্ণ গৃধিনি লয়েছে কর্ণ তোমার রাইয়ের এতেক বিতথা।। কুচযুগ কনয়া […] keyboard_arrow_right
  • রাই বেশে সুবল এসে দেবি পাশে দাঁড়ায়
    রাই বেশে সুবল এসে দেবি পাশে দাঁড়ায়। দেবি আঁখি ঠারে কহে বেলা বয়ে যায়।। নব নব নাগরি কলা। যৈছন চান্দ কি মালা।। বসনে ভূষণে উজোর। শঙ্খ শব্দ ঘন ঘোর।। শ্রীকৃষ্ণ দরশন ভাব। ঘন তহি জয় জয় রব।। শ্রীরাধাকুণ্ডে উপনীত। গোবিন্দদাস ভণিত।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ