• রাই চল চল আর কেন বিলম্ব
    রাই চল চল আর কেন বিলম্ব ললিতা লহু লহু বলে। শ্রীহরি বলি উঠিল ধনি ধরি সখি-ভুজ-মূলে।। মণিদরপণ জলভাজন ধুপশক লেল। সম্পুট করি তাম্বুল পুরি গুণ চূড়হি দেল।। চামর বিজন লেই কাদম্বিনি চলি যায়। সুকমল জিনি রাইপদ আছে কন্টক ফুঁকে তায়।। রূপমঞ্জরি ভুজযুগ মেলি ভয়ে চলে কাছে কাছে। কেশরি জিনি মাঝা অতি ক্ষিণি ভয়ে ভাঙ্গে জনি […] keyboard_arrow_right
  • রাইক মানে বিকল মন-মানসে
    রাইক মানে বিকল মন-মানসে নিজ মন্দিরে চলি গেল। যশোমতি কর লহু বেশ নব বিজই গমনে অনুমতি দেল।। যমুনাক তীরে এক নীপমূলে পড়ি রহু নাগর কান। রাই নিজ মন্দিরে মরম সখি সঞে এই দুখ করি অনুমান।। ধিক্‌ ধিক্‌ জীবনে হাম গোয়ারিনি বোধ শোধ নাহি হোয়। গোবিন্দদাস কহে শুন সতি ভামিনি যব হরি সাধল তোয়।। keyboard_arrow_right
  • রাধারে উতল দেখি কহিছে ললিতা সখি
    রাধারে উতল দেখি কহিছে ললিতা সখি বিধুমুখি ধৈর্য্য ধর মনে। গৃহে গুরুজন আছে গঞ্জনা দিবেক পিছে সময়ে যাইব নিধুবনে।। ভূষণে ভূষিত হয়ে ভুবনমোহিনী। হরি দরশনে যায় কুঞ্জর-গমনী।। বৃষভানু-নন্দিনী রমণীর শিরোমণি নব নব রঙ্গিণী সঙ্গে। নূপুর পাতা পাদমল করিতেছে ঝলমল নিরখিতে চলিল ত্রিভঙ্গে।। সদ্যোজাত ক্ষীর ননী লইল যতনে। ক্ষীরভাণ্ড ছানা আদি আনন্দিত মনে।। তুঙ্গবিদ্যা সখি নিল […] keyboard_arrow_right
  • রাধাশ্যাম পাশা খেলে অতি মনোহর
    রাধাশ্যাম পাশা খেলে অতি মনোহর। কাঞ্চনের পাটী লয়ে দিল থর থর।। রাই নিল কাল গুটি গোরি নিল শ্যাম। কাঞ্চনের পাটী লয়ে খেলে অনুপাম।। শ্যাম কহে বিনোদিনী আগে কর পণ। হারিলে হারিবে তুমি যত আলিঙ্গন।। বিনোদিনী কহে শুন বিদগধ রায়। এ কথা কহিতে মুখে লাজ নাহি পায়।। হারিলে লইবে টার কঙ্কণ আমার। জিনিলে লইব আমি মুরলি […] keyboard_arrow_right
  • রে কুটিলে দেখা আমায় এত নয় নীলমণি
    রে কুটিলে দেখা আমায় এত নয় নীলমণি। হেরি প্রত্যক্ষেতে নিকুঞ্জেতে শম্ভুহৃদয়বাসিনী।। রাধারে অসিত জ্ঞান সদা কর মনে। কালি-পদ পূজে রাই আসিয়া নির্জ্জনে।। করিতে কুম্ভের তত্ত্ব পেলেন পরামর্শ। সতি সাধ্য রাই আমার হলেম রাই হতে কৃতার্থ। আর যদি কলিঙ্কিনি বলহ রাধার। খড়্গেতে কাটিয়া মাথা দিব জয় মার।। খরসান দেখি ধনি উড়িল পরাণ। স্তব সাঙ্গ করি গৃহে […] keyboard_arrow_right
  • ললিতা উল্লাস প্রাণী সুবর্ণের চিরুণী আনি
    ললিতা উল্লাস প্রাণী সুবর্ণের চিরুণী আনি মনসাধে আঁচরিল চুল। বিশাখা কবরী বাঁধে করি মনোহর ছাঁদে সারি সারি দিল নানা ফুল।। চিত্রা সময় জানি সুবর্ণের সীঁথি আনি যতনে দেয়ল সীঁথিমুলে।। চম্পকলতিকা ধনি অপূর্ব্ব সিন্দুর আনি যতনে পরাওল ভালে।। নানরত্ন কর্ণমূলে রঙ্গদেবী পরাইলে শোভা অতি কহনে না যায়। সুদেবী হরিষ হইয়া গজমোতি হার লইয়া গলে দিয়া নিরখিয়া […] keyboard_arrow_right
  • ললিতা বিশাখা সঙ্গে ক্রীড়া করে নানা রঙ্গে
    ললিতা বিশাখা সঙ্গে ক্রীড়া করে নানা রঙ্গে বসিয়া আছেন বিনোদিনী। এমন সময়ে আসি বাজিল সঙ্কেত বাঁশি সভে মাত্র রাধা রাধা ধ্বনি।। বাঁশিরব লাগি কানে চিত না ধৈরয মানে অমনি উঠিল রসবতি। কে যাবে আমার সাথে ফুলধনু লে গো হাতে ভেটি গিয়ে গোলোকের পতি।। ললিতা বলেন রাধে সাজাব মনের সাধে অমনি যাইবি কেন ধনি। সৈ সে […] keyboard_arrow_right
  • শঙ্খের শব্দ ঘন ঘন্টার কলিত
    শঙ্খের শব্দ ঘন ঘন্টার কলিত। শ্রীমধুমঙ্গল শুনি আইল আচম্বিত।। পৌর্ণমাসি প্রতি মধু কহে কর চালি। কনক পুতলি প্রায় দেখিয়ে সকলি।। একটি প্রতিমা যদি মধু বটু পায়। সদনে স্থাপন করি দৈন্য দশা চায়।। কৌতুক কথায় সভে হৈলা আনমন। আগু নিল ভক্ষ্য ভোজ্য যে সব প্রকরণ হাথ নাড়ি দম্ভ করি মদু বটু বলে। ভূদেবে ভুঞ্জাহ সব হইবে […] keyboard_arrow_right
  • শুন কমলিনী বহদিন হইতে
    শুন কমলিনী বহদিন হইতে। হিয়াতে সাধ মোর চরণ সেবিতে।। দাস করি লেহ মোরে ও রাঙ্গা চরণে সখির সমাজে মোর রহুক ঘোষণে।। এক দিঠে চাহে ধনি বঁধু-মুখ-পানে। কত শত ধারা বহে ও দুই নয়ানে।। চিত পুতলী ধনি ধূলায় লোটায়।। হেরি মুরছিত ভেল বিদগধ রায়।। চৌদিকে সখিগণ করে হায় হায়। কোন সখি কহে অব কি করি উপায় […] keyboard_arrow_right
  • শুন রে বানর আমার উত্তর জটিলার ঘরে যাও
    শুন রে বানর আমার উত্তর জটিলার ঘরে যাও। সোনার বাঁশরি এসেছি পাসরি আমারে আনিয়া দাও।। ক্ষীর সর ননী খাওয়াইব আমি শুন রে বানরগণ। এত শুনি সভে মনে মনে ভাবে যাবট পুরেতে জান।। জটিলার ঘরে চালের উপরে দুয়ার বসিয়ে কত। অয়াকার করে সহিতে না পারে গালি দেয় অবিরত।। ঘরের ভিতর শিকার উপরে ভাণ্ড ভাঙ্গি ননি খায়। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ