• শ্বেতরক্ত নীলোৎপল আদি পুষ্প যত
    শ্বেতরক্ত নীলোৎপল আদি পুষ্প যত। মল্লিকা মালতী যুথি আর পুষ্প কত।। বনে বনে ফুল তুলি আইলা সহচরি। কবে অব হার গাঁথি দেহ হে কিশোরি।। বিনিসুতা বনমালা রাধিকা গাঁথিল। বিশাখার হস্তে আনি সযতনে দিল।। আগে গিয়া বনমালা দিহ তার গলে। মিলিব কুঞ্জেতে নিজ কহিও সঙ্কেত ছলে।। মালা লইয়া সহচরি করিল পয়ান। গোবিন্দদাস তুছ পদে গান।। keyboard_arrow_right
  • সখি আমার কি কাজ ভূষণে
    সখি আমার কি কাজ ভূষণে। আমার মন যা করে শ্যামের তরে আমার পরাণ তা জানে।। আমার নয়ন ভূষণ শ্যাম-দরশন শ্রবণ ভূষণ শ্যাম-গুণ। আমার করের ভূষণ শ্যাম-প্রেম-মণি শ্যাম নামে ঝরে পানি। হিয়ার ভূষণ শ্যামাঙ্গ পরশন গলার হার (শ্যাম) রতন মণি।। আমার কণ্ঠের ভূষণ কনকের মালা নাসার ভূষণ (শ্যাম) অঙ্গগন্ধ। আমার পিরীতি ভূষণ শ্যাম-প্রতি তনু (শ্যামের) অনুগত […] keyboard_arrow_right
  • সভে মনে মনে করয়ে ভাবনে
    সভে মনে মনে করয়ে ভাবনে কেন বৃষভানু-ঝি। নাহি আসে হেথা নাহি কয় কথা ইহার কারণ কি।। সুচিত্রা সুন্দরি জানয়ে চাতুরি রায়ের যতক কলা। তবে ধীরে ধীরে ভবন ভিতরে প্রবেশিল করি ছলা।। চতুর সুবল দধি ঘৃত ঘোল ক্ষীর্সা মাখন ছানা। এ ভাণ্ড হইতে ও ভাণ্ডেতে ঢালে ঘন করে আনাগোনা।। সুচিত্রা সুন্দরি সুস্থির চাতুরি চরণ চলনে চিনে। […] keyboard_arrow_right
  • সুন্দরি ঝটকার মনোহর বেশ
    সুন্দরি ঝটকার মনোহর বেশ। সময় হইলে আসি বাজিবে সঙ্কেত বাঁশি ধৈরযের নাহি রবে লেশ।। গমন মনুর ভাবে কবরী আউলাইয়া যাবে ঝটকর বেণীর রচনা। শ্রমজলে যাবে ভাসি মলিন হবে মুখশশী কাজর পরিতে করি মানা।। নীল অট্ট পট্ট শাড়ী আঁটিয়া পরহ গোরি খসিয়া না পড়ে সেই কালে। কাঁচুলি পরিয়া হার ভিতরে রাখহ তার ছিঁড়িলে থাকয়ে যেন গলে।। […] keyboard_arrow_right
  • সুন্দরি তুয়া গুণ গণিতে গণিতে
    সুন্দরি তুয়া গুণ গণিতে গণিতে। মনে করি কতবার শুধিতে তোমার ধার পুন আমায় হইল জনমিতে।। কলিতে পুরিয়া কালি কলিজা কাগজ করি খুদিলাম নিজ হাতে লিখি। খত রইল তব হাতে খাতক হইল নন্দসুতে খত ছাড়াই বল কিসে দেখি।। খত ছাড়াইতে যদি নাহি দেয় বিধি ব্যাজ লাগি কি বুদ্ধি করিব। জয় রাধে শ্রীরাধে বলি লুটাইয়া মাখিব ধূলি […] keyboard_arrow_right
  • সুবলে দেখিয়া রাই বহু প্রশংসিল
    সুবলে দেখিয়া রাই বহু প্রশংসিল। দুজনার গলায় মালা সুবল-গলে দিল।। সুবলের বেশভূষা সুবলেরে দিল। আপনার বেশভূষা আপনি পরিল।। সূর্য্যপূজার আয়োজন যত কিছু ছিল। রাধাকৃষ্ণের অগ্রেতে তাহা নিবেদিল।। শ্রীকুণ্ডের অকুলে কেলি-কদম্ব কুটীরে। কানু সহ কিশোরি কুসুম কেলি করে।। হেনকালে ঘোর ঘন্টা শঙ্খের ঘোষণে। শুনইতে রাই শ্যাম চমকিত মনে।। দেবী দূরে দেখে রাই সুবল বেশে আছে। সভে […] keyboard_arrow_right
  • সূর্য্য পূজার স্থানে নারিকেল কদলি
    সূর্য্য পূজার স্থানে নারিকেল কদলি। পূর্ণ কুম্ভ আর আলিপনা বলি।। পৌর্ণমাসি বলে আন পূজা প্রকরণ। সাক্ষাৎ এই মৃত্যা দেব কহব পূজন।। সহাস্য ধার যশোদা কৃষ্ণের হয় রয়। দেবাদি দেবতা ইহ সর্ব্বদেবময়।। গোপীগণ কহে মোরা ইহা নাহি জানি। তেঁহ কি আমাদের ঘরে চুরি করে ননি।। অল্প ননি লাগি রাণী উদূ‌খলে বান্ধে। বান্ধডোর উতরোলে মা বলিয়া কান্দে।। […] keyboard_arrow_right
  • হাসি হাসি কালো শশী বাঁশিরে করেন অসি
    হাসি হাসি কালো শশী বাঁশিরে করেন অসি মোহন চূড়া মুকুট হইল শিরে। দেখিতে দেখিতে ইচ্ছাময়ের ইচ্ছাতে নয়ন ললাট উপরে।। লোল জিহ্বা লহু লহু প্রতি করে উসলি নবসিধু হইল সুশোভন।। আছিলেন দ্বিভুজ হইলেন চতুভুজ খড়্গ ধরা বাম ঊর্দ্ধ করে। আর বাম অধ করে নরশির শোভা করে বনমালা মুণ্ডমালা হইল। রাধাভয় নাশিতে শ্যাম হইল আসিতে মরি মরি […] keyboard_arrow_right
  • হেথা কুটিলা কুচক্রি ব্রজে আসি নিকেতনে
    হেথা কুটিলা কুচক্রি ব্রজে আসি নিকেতনে কহিল সকল কথা নির্জ্জনে আয়ানে।। দেখাতে না পারি মুখ লোকের কাছেতে। কালার সঙ্গেত রাই বসিয়া নিকুঞ্জে।। অগ্নি হেন জ্বলি উঠে শুনিয়ে আয়ান। করেতে লইল এক খড়্গ মন দেয় পাক। দুই চক্ষু ঘুরে যেন কুমারের চাক।। পবন গমনে বীর গমন করিল। গোবিন্দদাস কহে কুঞ্জে প্রবেশিল।। keyboard_arrow_right
  • 1
  • 7
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ