• রস-ভরে মন্থর লহু লহু চাহনি
    রস-ভরে মন্থর লহু লহু চাহনি কি দিঠি ঢুলাওনি-ভাঁতি। গরল মাখি হিয়ে শেল কি হানল জরজর করু দিন-রাতি।। সজনী ইথে লাগি কান্দয়ে পরাণ। কত কত জনম- কলপ-ফলে মীলল দিঠি ভরি না হেরলুঁ কান।। কত যে অমিয়া প্রতি- বচনে উগারই কুলবতি-মোহন-মন্ত। সো হিয় লাগি রজনি-দিন জারই উহি উহি জিউ করু অন্ত।। নিশি-দিশি সোঙরি সোঙরি চিত আকুল ও […] keyboard_arrow_right
  • রসে ঢর ঢর গৌর কিশোর
    রসে ঢর ঢর গৌর কিশোর বঙ্কিম নয়নে চায়। জিনি করিবর গমন মন্থর পরাণ দোলায়ে যায়।। চাঁচর চিকুরে চূড়ায় টালনি গাঁথিয়ে চাঁপার কলি। তাহার সৌরভে জগত মাতল ঝাঁকি ঝাঁকি উড়ে অলি।। গৌরাঙ্গ রূপের ছটার কিরণ লাগয়ে যাহার গায়। উনমত হয়ে বাহু পসারিয়ে কিরণ ধরিতে চায়।। আইস আইস বলি করয়ে ব্যাকুলি নদিয়া নাগরী কান্দে। ভণে বলরাম ও […] keyboard_arrow_right
  • রসের ভরে অঙ্গ না ধরে
    রসের ভরে অঙ্গ না ধরে হেলিয়া পড়িছে বায়। অঙ্গ মোড়া দিয়া ত্রিভঙ্গ হইয়া ফিরিয়া ফিরিয়া চায়।। রসিয়া-নাগর হেরিয়া মরিলুঁ কি শেল বাজিল মোরে। গুরু পরিজন লাগে উচাটন তারে সে পরাণ ঝুরে।। আঁখির ঠারে বুক বিদারে ও বড় বিষম বাণ। কুলবতী সতী পাপিনী যুবতী রাখুক কুলের মান।। হিয়া জরজর পরাণ ফাঁফর দারুণ মুরলী-স্বরে। ফুটিল হরিণী লোটায় […] keyboard_arrow_right
  • রাই কানু খেলিবারে হইল দুই দল
    রাই কানু খেলিবারে হইল দুই দল। পিচকারি মারে শ্যামে গোপিনী সকল।। মারয়ে আবীর গোরী কস্তূরী চন্দন। ফুলেল মারিছে অঙ্গে জিতিয়ে কাঞ্চন।। আতর গোলাপ মারয়ে শুভ চিত। মারিছে শ্যামের অঙ্গে দেখি বিপরীত।। যে দিগে পলায়ে নাগর সেই দিগে ধায়। নয়ান ঝাঁপিয়া নাগর পলাইতে না পায়।। ললিতা কাড়িয়া নিল শ্যামের পীতধড়া। বিশাখা কাড়িয়া নিল মোহনীয়া চূড়া।। ইন্দুরেখা […] keyboard_arrow_right
  • রাই বোলহ করিব কি
    রাই বোলহ করিব কি। তিলেক তোমার পরশ না পাইলে সেই ক্ষণে নাহি জী।। তোমার অঙ্গের সরস পরশ পাইলে যে সুখ উঠে। বুখের ভিতর বান্ধিয়া রাখয়ে ছাড়িতে পরাণ ফাটে।। বিহি নিদারূণ করিলেক ভিন তোমা হেন গুণ-নিধি। এ মুখ দেখিয়া হৃদি উল্লাসয়ে সকলি পাইনু সিধি।। হেন লএ মনে প্রবেশিয়া বনে তোমারে করিয়া বুকে। বলরাম চিতে দেখি দিন […] keyboard_arrow_right
  • রাই মুখ-পঙ্কজ কুঙ্কুমে মাজল
    রাই মুখ-পঙ্কজ কুঙ্কুমে মাজল বসনহি পুলক আগোর। নিরমিত সিন্দুর যতনে নিবারই নীঝর নয়নক লোর।। এ সখি চতুর-শিরোমণি কান। নিরমজি উনমজি আরতি-সায়রে করল বেশ-নিরমাণ।। অঞ্জইতে লোচন দুনয়ন ছল ছল করল ঘরম-জল চোরি। কত পরকারহিঁ কাঁপ নিবারল লিখইতে উচ কুচ জোরি।। বসন পরাইতে মুগধল নাগর থম্বি রহল যব নাহ। তব দিঠি কুঞ্চিত রঙ্গদেবি সখি তহিঁ বলরাম-মুখ চাহ।। keyboard_arrow_right
  • রাজার ঝিয়ারী কুলের বোহারী
    রাজার ঝিয়ারী কুলের বোহারী স্বামী-সোহাগিনী নারী। পিরিতি লাগিয়া এ তিন খোয়ালুঁ হইলুঁ কুল-খাঁখারী।। সই কি ছার পরাণ কাজে। স্বপনে সে জন নাহি দরশন জগত ভরিল লাজে।। ধরম করম সব তেয়াগিলুঁ যাহার পিরিতি সাধে। জাতি কুলশীল সকল মজিল সে জনার পরিবাদে।। ভাবিতে চিন্তিতে হিয়া জর-জর না রুচে আহার পানি। কহে বলরাম এ তিন আখর কেবল দুখের […] keyboard_arrow_right
  • রাণী ভাসে আনন্দ-সাগরে
    রাণী ভাসে আনন্দ-সাগরে। বামে বসাইয়া শ্যাম দক্ষিণে বসাইয়া রাম চুম্ব দেই মুখ-সুধাকরে।। ক্ষীর ননী ছেনা সর আনিয়া সে থরে থর আগে দেই রামের বদনে। পাছে কানাইর মুখে দেয় রাণী মন-সুখে নিরখয়ে চাঁদ-মুখ পানে।। গোপের রমণী যত চৌদিগে শত শত মুখ হেরি লহু লহু বোলে। মাতা যশোমতী মেলি মঙ্গল হুলাহুলি আরতি করয়ে কুতূহলে।। জ্বালিয়া রতন-বাতি করে […] keyboard_arrow_right
  • রাতি দিন চৌখে চৌখে বসিয়া সদাই দেখে
    রাতি দিন চৌখে চৌখে বসিয়া সদাই দেখে ঘন ঘন মুখখানি মাজে। উলটি পালটি চায় সোয়াস্ত নাহিক পায় কত বা আরতি হিয়ার মাঝে।। সই ও দুখ লাগিয়াছে মনে। যারে বিদগধ রায় বলিয়া জগতে গায় মোর আগে কিছুই না জানে।। জ্বালিয়া উজ্জ্বল বাতি জাগিয়া পোহাল রাতি নিদ নাহি যায় পিয়া ঘুমে। ঘন ঘন করে কোলে ক্ষণে করে […] keyboard_arrow_right
  • রাধামাধব রতি-রণ বিরমে
    রাধামাধব রতি-রণ বিরমে। বৈঠল মাধব রাধা বামে।। হেরি সহচরি কোই চামর বিজই। বয়ান পাখালি বসনে কোই মোছই।। কোই সখি দেয়ল তাম্বুল বয়নে। আনন্দে হেরই ঢরঢর নয়নে।। কোই সখি দেয়ত গন্ধ সুবাসে। চরণ সেবন করু বলরাম দাসে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ