• শিঙ্গাটী লইয়া হাতে বলরাম বেশে
    শিঙ্গাটী লইয়া হাতে বলরাম বেশে। চন্দ্রাবলীর কুঞ্জে রাই আপনি প্রবেশে।। বলরাম দেখি চন্দ্রাবলী লুকাইল। শ্যাম করে ধরি রাই বাহিরে আনিল।। মনে মনে ভাবে শ্যাম বলরাম দেখি। অঙ্গ গন্ধে জানিলেন রাধাচন্দ্রমুখী।। মুখেতে বসন দিয়া সখীগণ হাসে। এ হেন মিলন রসে বলরাম ভাষে।। keyboard_arrow_right
  • শুন হে গোপের ঝি কাল নিন্দা কর কি
    শুন হে গোপের ঝি কাল নিন্দা কর কি কালরূপ সবার মাধুরী। জানিয়া শুনিয়া মনে যতেক রমণীগণে কালরূপ আগে কৈল চুরি।। ভুবনে যতেক নারী কালরূপ করে চুরি কামিনী মোহন নাম ধরে। হয় নয় কর সোর একে একে ধরি চোর কাল দোষী না রহে সংসারে।। দেখ আগে কাল ভাল দুই আঁখি তারা কাল তার মাঝে কাল যে […] keyboard_arrow_right
  • শুনইতে উলসিত সব অঙ্গ মোর
    শুনইতে উলসিত সব অঙ্গ মোর। ভেটব সমরে ধীর সখি তোর।। সঙ্গর-রঙ্গ হৃদয়ে মঝু আছ। আগে তুহু সরবি সরব হাম পাছ।। এ সখি এ সখি তুহুঁ নাহি ডরবি। হামারি বীরপণ দেখি কিয়ে মরবি।। সিংহ মতঙ্গ কুরঙ্গ নহ কোই। ত্রিভুবন-শোহন-মোহন হোই।। ঋতুপতি-কোটি ছোটি করি জান। মনমথ-কোটি-মথন হাম কান।। কি করব মধুকর মন্ত্র উচার। শ্যাম-ভ্রমর যাহাঁ কমল বিহার।। […] keyboard_arrow_right
  • শুনইতে কাণহি আনহি শুনত
    শুনইতে কাণহি আনহি শুনত বুঝইতে বুঝই আন। পুছইতে গদ গদ উত্তর না নিকসই কহইতে সজল নয়ান।। সখি হে―কি ভেল এ বর-নারী। করহুঁ কপোল থকিত রহু ঝামরি জনু ধন-হারি জুয়ারি।। বিছুরল হাস রভস রস-চাতুরি বাউরি জনু ভেল গোরি। খনে খনে দীঘ নিশসি তনু মোড়ই সঘন ভরমে ভেলি ভোরি।। কাতর-কাতর নয়নে নেহারই কাতর-কাতর বাণী। না জানিয়ে কোন […] keyboard_arrow_right
  • শুনইতে রাই বচন অধরামৃত
    শুনইতে রাই বচন অধরামৃত বিদগধ রসময় কান। আপনাক ভাবে ভাব প্রকাশিতে ধনী অনুমতি ভেল জান।। সুন্দরি যে কহিলে গৌর স্বরূপ। কোই নাহি জানয়ে কেবল তুয়া প্রেম বিনে মোহে করবি হেন রূপ।। কৈছন তুয়া প্রেমা কৈছন মধুরিমা কৈছন সুখে তুহু ভোর। এ তিন বাঞ্ছিত ধন ব্রজে নহিল পূরণ কি কহব না পাইয়ে ওর।। ভাবিয়ে দেখিনু মনে […] keyboard_arrow_right
  • শুনহুঁ সুন্দরি মঝু অভিলাষ
    শুনহুঁ সুন্দরি মঝু অভিলাষ। ব্রজপুর প্রেম করব পরকাশ।। গোপ গোপাল সব জন মেলি। নদীয়া নগর পর করবহুঁ কেলি।। তনু তনু মেলি হোই এক ঠাম। অবিরত বদনে বলব তুয়া নাম।। ব্রজপুর পরিহরি কবহুঁ না যাব। ব্রজ বিনু প্রেম না হোয়ব লাভ।। ব্রজপুর ভাবে পূরব মনকাম। অনুভবি জানল দাস বলরাম।। keyboard_arrow_right
  • শুনিয়া দানির বানী বৃষভানু-নন্দিনী
    শুনিয়া দানির বানী বৃষভানু-নন্দিনী চাতুরী করিয়া কহে কথা। বাঙন হইয়া চায় কবে চাঁদ কোথা পায় কি তপ করেছ যথা তথা।। তেয়াগিয়ে নিজস্থান তীর্থ কর পর্য্যটন গোদাবরী প্রয়াগ-তরঙ্গে। যে সাধ করেছ চিতে ব্রত কর অচিরাতে তবে পরশিও মঝু অঙ্গে।। এত যদি সাধ হিয়া গৌরী আরাধই গিয়া তবে সে করিও মোর আশ। ধেনুর রাখাল যেবা তাহার গণয়ে […] keyboard_arrow_right
  • শ্যাম সুনাগর ময়মদ-কুঞ্জর
    শ্যাম সুনাগর ময়মদ-কুঞ্জর তাড়ল রস-উনমাদে। নুনিক পুতলি জনু গোরি সুনাগরি মুরছলি অতি অবসাদে।। হরি হরি কৈছে চলব ধনি গেহা। নিধুবন-সমর-পরাভব-কাতর শূতলি দূবরি-দেহা।। ঘন ঘন চুম্বন দৃঢ় পরিরম্ভণ জরজর পড়ি রহু শয়নে। অম্বর কেশ সম্বরি নাহি পারই ছরমহি মুদল নয়নে।। নিরদয় নাহ তবহিঁ নাহি ছোড়ই বান্ধল পুন ভুজ-পাশে। খিণ-তনু বারি ডারি হিয়ে ঘুমল কি করব বলরাম […] keyboard_arrow_right
  • শ্রীদাম সুদাম দাম শুন ওরে বলরাম
    শ্রীদাম সুদাম দাম শুন ওরে বলরাম মিনতি করিয়ে তো সভারে। বন কত অতিদূর নব তৃণ কুশাঙ্কুর গোপাল লৈয়া না যাহ দূরে।। সখাগণ আগেপাছে গোপাল করিয়া মাঝে ধীরে ধীরে করিহ গমন। নব তৃণাঙ্কুর আগে রাঙ্গা পায় যদি লাগে প্রবোধ না মানে মায়ের মন।। নিকটে গোধন রেখো মা বলে শিঙ্গাতে ডেকো ঘরে থাকি শুনি যেন রব। বিহি […] keyboard_arrow_right
  • শ্রীনিবাস হরিদাস যত ভক্তগণ
    শ্রীনিবাস হরিদাস যত ভক্তগণ। তা সভার লইয়া বাছা করো গিয়া কীর্ত্তন।। মুরারি মুকুন্দ রাম আর যত দাস। এ সব ছাড়িয়া কেনে হইল্যা সন্ন্যাস।। যে করিলা সে করিলা চলরে ফিরিয়া। পুণ্য জোগগ সূত্র দিব ব্রাহ্মণ লইয়া।। বলরাম দাস কহে হেন দিন হবো। শ্রীবাস মন্দিরে আর কীর্ত্তন করিবো।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ