• কখন না জানি আমি বিচ্ছেদের জ্বালা
    কখন না জানি আমি বিচ্ছেদের জ্বালা। কে সহিবে ইহ দুখ হইয়া অবলা।। মরিব মরিব সখি না রাখিব জিউ। কে রাখিবে দেহ না হেরিয়া সেহ পিউ।। কে রহিবে গোকুলে কে শুনিবে বোল। কে করিবে অনুখণ ক্রন্দনের রোল।। কে হেরিবে শূন্য কদম্বক কোর। কে যাওব ঐছন কুঞ্জক ওর।। নারিব নারিব প্রাণ রাখিতে নারিব। কহে বলরাম হাম আগে […] keyboard_arrow_right
  • কত ঘন চন্দন কত কত বীজন
    কত ঘন চন্দন কত কত বীজন সজল জলদ বিষ-শঙ্কা। জৈঠহি পৈঠল হিয়ে বড়বানল কিয়ে দুরবিহি ভেল বঙ্কা।। নব নব জলধর ভরি রহু অম্বর বরিষা নব পরবেশে। খেণে খেণে জলদ মধুরময় ধনি শুনি গুণি গুণি উঠয়ে তরাসে।। keyboard_arrow_right
  • কত নাস-বেশ করি পরায় পাটের শাড়ী
    কত নাস-বেশ করি পরায় পাটের শাড়ী সাধে সাধে সমুখে হাটায়। দেখিয়া হাটন মোর হইয়া আনন্দে ভোর দুই বাহু পসারিয়া ধায়।। সই তেঞি সে হিয়ার মাঝে জাগে। কত কুলবতী যারে হেরিয়া ঝুরিয়া মরে সেহ যোড় হাথে মোর আগে।। অতিরসে গরগরি কাঁপে পহু থরথরি আরতি করিয়া কোলে করে। ঘন ঘন চুম্বনে নিবিড় আলিঙ্গনে ডুবাইল রসের সাগরে।। চন্দন […] keyboard_arrow_right
  • কতহুঁ বেরি বেরি শেজ বিরচই
    কতহুঁ বেরি বেরি শেজ বিরচই সরস-সরসিজ-পাঁতি। শিতল বীজনে সলিল সেচনে কত না পোহায়ব রাতি।। কতহু চন্দন করব লেপন তভু না জুড়ায়ই অঙ্গ। উঠই পুন পুন তেজ দারুণ হৃদয় মদন-তরঙ্গ।। শুন শুন নিদয় নীঠুর-চীত। তো সনে নেহ করি খোয়লি সুন্দরি প্রাণ দেই পরাচীত।। খণহি অঙ্গনে খণহি সে সদনে খণহি সহচরি-কোরে। ফুয়ল কবরী লুঠই সুন্দরি কতহুঁ নদি […] keyboard_arrow_right
  • কমল-কুবলয় কুমুদ-কিসলয়
    কমল-কুবলয় কুমুদ-কিসলয় কতহুঁ শেজ রি লাগি। কতহু বিধি করি করু কুসুম-তর কুসুমে জারল আগি।। কি কহু কামিনি কঠিন বেদন কোন কহইতে পার। কুলিশ তুয় নেহ কতকি তনু দহ কানু কি জীবই আর।। কত হি যুবতী কান্দ উনমতি কোরে হরি করি নেল। কেশ ন বান্ধই কাতর বিলপই লোরে করদম কেল।। কোই করে ধরি কোই মুখ হেরি […] keyboard_arrow_right
  • কর মন ভারি ভুরি যত কিছু চাতুরী
    কর মন ভারি ভুরি যত কিছু চাতুরী কিছুতেই না হবে সুসার। বড়াই করিবে যত সকলি হইবে হত কিছুতেই নাহিক নিস্তার।। ধনজন যৌবন সব হবে অকারণ বিদ্যাবুদ্ধি যাবে রসাতল। যদ্যপি মঙ্গল চাও শুন মোর মাথা খাও ভজ হরি চরণ কমল।। হরির চরণ বিনে নাহি গতি দীনহীনে হরিপদ দীনের সম্পদ। বদনে বলরে হরি অনায়াসে যাবে তরি তরণী […] keyboard_arrow_right
  • কলিযুগ-মত্ত-মতঙ্গজ-মরদনে
    কলিযুগ-মত্ত-মতঙ্গজ-মরদনে কুমতি-করিণি দুর গেল। পামর দুরগত নাম-মোতি শত- দাম কণ্ঠ ভরি দেল।। অপরুপ গৌর বিরাজ। শ্রীনবদ্বীপ-নগর-গিরি-কন্দরে ঊয়ল কেশরি-রাজ।। সংকীর্ত্তন-রণ হুঙ্কৃতি শুনইতে দুরিত দীপি-গণ ভাগি। ভয়ে আকুল অণিমাদি মৃগীকুল পুণবত গরব তেয়াগি।। ত্যাগ যাগ যম তিরিথি বরত সম শশ জম্বুকি জরি যাতি। বলরাম দাস কহ অতয়ে সে জগমাহ হরি-ধনি শবদ খেয়াতি।। keyboard_arrow_right
  • কানু কহে ধনী শুন বিনোদিনি
    কানু কহে ধনী শুন বিনোদিনি কালিয়া বরণ আমি। মোরে পরশিয়া গৌর করহ কেমন রূপসী তুমি।। যাহার যেমন বিধির করণ সকল সমান নয়। রূপের গরিমা কি কাজ কিশোরী দেহ দান যেবা হয়।। আহীরের নারী না কর চাতুরী অনেক জানহ ছলা। মোরে লাজ বাস দেখিয়ে যে হাস ধরিয়া সখীর গলা।। রাজারে দিয়াছি কর সুধু ঘাট নহে মোর […] keyboard_arrow_right
  • কালিন্দি-তীর নিকুঞ্জক মাঝ
    কালিন্দি-তীর নিকুঞ্জক মাঝ। রোয়ত সুবদনি ছোড়ল লাজ।। অতি উতকণ্ঠিত বিরহ-বিষাদ। সহচরিবৃন্দ গণয়ে পরমাদ।। দারুণ কোকিল ভ্রমর ঝঙ্কার। মলয়-পবনে ধনি করু সিতকার।। হরি হরি শবদে লুঠতি সখি-কোর। অবিরত লোচনে গলতহিঁ লোর।। হেরি চলল সখি কানুক পাশ। কত যে নিবেদব বলরাম দাস।। keyboard_arrow_right
  • কাহে কমলমুখী ঝামরি ভেলি
    কাহে কমলমুখী ঝামরি ভেলি। পালটি আওলি যমুনা নাহি গেলি।। পুরুখ কহল ধনী থোর। রোধল কণ্ঠ থকিত রহু বোল।। আজু সতি মাধব শুভদিন তোরি। হেরলু তোহে অনুরাগিণি গোরি।। পুন পুন পুছই কাহে তুহুঁ ভোরি। কোন পুরুখ রহু পন্থ আগোরি।। সো নাহি শকতি কহত পুন বাত। মরকত রতন দেখায়লি হাত।। গোপতহুঁ অম্বরে মেটই লোর। তবহুঁ ঢরকি পড়ু […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ