• নবীন সন্ন্যাসিবেশে বিশ্বম্ভর ঊর্দ্ধ্বশ্বাসে
    নবীন সন্ন্যাসিবেশে বিশ্বম্ভর ঊর্দ্ধ্বশ্বাসে বৃন্দাবন পানেতে ছুটিল। কটিতে করঙ্গ বাঁধা মুখে রব রাধা রাধা উধাউ হইয়া পহুঁ ধাইল।। দুনয়নে প্রেমধারা বহে। বলে কাঁহা মঝু রাই কাঁহা যশোমতি মাই ললিতা বিশাখা মঝু কাঁহে।।ধ্রু।। কাঁহা গিরি গোবর্দ্ধন কাঁহা সে দ্বাদশবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড কই। ছিদাম সুবল সখা কাঁহা মুঝে দেও দেখা কই মোর নীপতরু কই।। কাঁহা নব লক্ষ […] keyboard_arrow_right
  • নাগর পীতবাস দিয়ে গলে
    নাগর পীতবাস দিয়ে গলে। চরণে ধরিয়া মিনতি করিয়া কান্দিতে কান্দিতে বলে।। শুনহ সুন্দরী না কর চাতুরী এ দুঃখ কহিয়ে তোরে। ক্ষম অপরাধ না করহ বাদ দাসখত দেহ মোরে।। তুয়া অনুগত তোমারি আশ্রিত সখীগণ তার সাখী। ধরম করম ভরম সরম তোমারি চরণে লিখি।। কিঞ্চিত লোচনে চাহ আমাপানে পুরাও মনের আশ। শুনহে কিশোরী চরণে তুহারি আমি ত […] keyboard_arrow_right
  • নাচে নাচে নিতাই গৌর দ্বিজমনিয়া
    নাচে নাচে নিতাই গৌর দ্বিজমনিয়া। বামে প্রিয় গদাধর শ্রীবাস অদ্বৈতবর পারিষদ তারাগণ জিনিয়া।।ধ্রু।। বাজে খোল করতাল মধুর সঙ্গীত ভাল গগন ভরিল হরিধ্বনিয়া। চন্দন চর্চ্চিত গায় ফাগু বিন্দু বিন্দু তায় বনমালা দোলে ভাল বনিয়া।। গলে শুভ্র উপবীত রূপ কোটি কামজিত চরণে নূপুর রনরনিয়া। দুই ভাই নাচি যায় সহচরগণ গায় গদাধর অঙ্গে পড়ে ঢুলিয়া।। পূরুব রভসলীলা এবে […] keyboard_arrow_right
  • পথেতে যাইতে চন্দ্রাবলী সাথে
    পথেতে যাইতে চন্দ্রাবলী সাথে দেখিনু নাগর কানু। মদনে বিভোর সে শ্যাম নাগর তা দেখি আকুল তনু।। ভাল দেখিলাম আপন নয়নে কি আর বলিব মুখে। শঠ জন সনে পিরীতি করিয়া সদাই থাকয়ে দুখে।। চন্দ্রাবলী সনে যত সখীগণে আনন্দে মগন তায়। কেহ সে তাম্বূল সুগন্ধি চন্দন দিছেন শ্যামের গায়।। এসব দেখিয়া মনেতে ভাবিয়া ফিরিয়া আইল দূতী। কহে […] keyboard_arrow_right
  • পুলকে পূরিত গায় সুখে গড়াগড়ি যায়
    পুলকে পূরিত গায় সুখে গড়াগড়ি যায় দেখ রে চৈতন্য অবতার। গোলোক-নায়ক হরি দ্বিজরূপে অবতরি সংকীর্ত্তনে করেন বিহার।। কনক জিনিয়া কান্তি শ্রীবিগ্রহ শোভা ভান্তি আজানুলম্বিত ভূজ সাজে। সন্ন্যাসীর রূপ ধরি রাধারসে বিহ্বল না জানি কেমন সুখে নাচে।। জয় গৌরসুন্দর করুণার সিন্ধু বর জয় বৃন্দাবনরায় রে। নবদ্বীপ পুরন্দর বৃন্দাবন পামরে চরণকমলে দেহ ছায় রে।। keyboard_arrow_right
  • প্রাত সহচরি সঙ্গিহি বৈঠল
    প্রাত সহচরি সঙ্গিহি বৈঠল মানিনি মন মাহা ভাবই। শ্যাম মুখ যহিঁ পেখি পুন নাহি সোই দেশ হাম যাবই।। রভস পুন শুনি শ্যাম গুণমণি মনহিঁ মনহিঁ বিচারই। পাঁজি করে লই একলি নাগর গণকরূপ ধরি যাবই।। রাই তহিঁ হেরি পুছই বেরি বেরি দেশ ইহ কোন সো হই। সোই কহে পুন কানু বিহরন ভুবনে হেন নাহি হোয়ই।। বাণি […] keyboard_arrow_right
  • ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফল্গুনী
    ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফল্গুনী। প্রতিপদ সন্ধি পাঞা রাহু আইলেক ধাঞা গ্রাসিলা উজ্জ্বল নিশামণি।।ধ্রু।। সে চন্দ্রগ্রহণ হেরি নদীয়ার নরনারী হুলুধ্বনি হরিধ্বনি করে। হেন কালে শচীগৃহে জনমিলা গৌরচন্দ্র জয় জয় জগন্নাথ ঘরে।। চক্রবর্ত্তী নীলাম্বর হইলা হরিষান্তর শুভ ক্ষণ শুভ লগ্ন দেখি। বৃন্দাবনদাসে কয় হেরিয়া জনমলীলা সুর নর হইলেক সুখী।। keyboard_arrow_right
  • বলরামের বেশে রাই ক্রোধাবেশে চলে
    বলরামের বেশে রাই ক্রোধাবেশে চলে। চন্দ্রাবলী কুঞ্জে গিয়া দেখিল সকলে।। হেদেরে কানাই দেখি একি ব্যবহার। ডাকিয়া উত্তর আমি না পাই তোমার।। এখানে কি কাজে আছ বলনা আমারে। নতুবা শিঙ্গার বাড়ি মারিব তোমারে।। বলরামে দেখি চন্দ্রাবলী লুকাইল। শ্যামের হাত ধরি রাধা বাহির হইল।। মনে মনে ভাবে কৃষ্ণ পরশ পাইয়া। চিনিলেন শ্রীরাধার চরণে চাহিয়া।। হরষিত হৈল শ্যাম […] keyboard_arrow_right
  • ভাল যে কহিলে দূতী
    ভাল যে কহিলে দূতী। পাঁজর ঝাঁজর হইল আমার শুনিয়া শ্যামের রীতি।। আজু হাম তথি দেখিব যুবতী কেমন তাহার জোর। যাব তার ঘরে আনব করে ধরে শ্যাম নাগর মোর।। কোপে কাঁপে ধনী ঝলকে মুখানি উদয় পূর্ণিমার শশী। বেণীর দোলনি জিনিয়া সাপিনী মুখে মৃদু মৃদু হাসি।। কনয়া সুন্দর মাণিক বেশর নাসার আগেতে দোলে। সিন্দূরের বিন্দু ভানু কোলে […] keyboard_arrow_right
  • শিব বিরিঞ্চি যারে ধ্যানে নাহি পায়
    শিব বিরিঞ্চি যারে ধ্যানে নাহি পায়। সহস্র আননে শেষ যার গুণ গায়।। যার পাদপদ্ম লক্ষ্মী করয়ে সেবন। দেবেন্দ্র মুনীন্দ্র যারে করয়ে চিন্তন।। ত্রেতায় জনম যার দশরথ ঘরে। যাহার বিলাস সদা গোকুল নগরে।। গোপীগণ ঠেকিল যাহার প্রেম ফাঁদে। পতিতের গলা ধরি সে বা কেন কাঁদে।। অপরূপ এবে নবদ্বীপের বিলাস। হেরিয়া মুগধ ভেল বৃন্দাবন দাস।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ