• কর যোড়ি কানু কয়ল কত কাকুতি
    কর যোড়ি কানু কয়ল কত কাকুতি শ্রবণে সরল ভৈ রাধা। বিমুখ বদন পুন ফেরি নেহারই মুদিত উদিত দিঠি আধা।। নাগর চতুর বুঝিয়া তছু অন্তর ধাই কয়ল ধনি কোর। হেরইতে দুহুঁক বদন দুহুঁ ঢর ঢর দুহুঁক গলয়ে দিঠি লোর।। ধৈরজ ধরি দুহুঁ দুহুঁ মুখ চুম্বই গদগদ মধুরিম ভাষ। চামরবীজন করত সখীগণ হেরত উদ্ধব দাস।। keyboard_arrow_right
  • কহিতে কহিতে এ সব কথা
    কহিতে কহিতে এ সব কথা। দ্বিগুণ ভৈগেল অন্তরে বেথা।। রূপের লাবনি অসীম গুণে। সোঙরি ধৈরজ না ধরে মনে।। পুন পুন গোঠগমন লীলা। কহিতে নয়ন নীরে ভরিলা।। সখীগণ কহে প্রবোধবাণী। হেরিয়া উদ্ধব আকুল প্রাণী।। keyboard_arrow_right
  • কাননভ্রমণ নটন দুহুঁ মেলি
    কাননভ্রমণ নটন দুহুঁ মেলি। অতিশয় শ্রমযুত দুহুঁ ভৈ গেলি।। দুহুঁ জন বৈঠল মণিময় কুঞ্জে। কুসুমশেজ পরে আনন্দপুঞ্জে।। চামর বীজই কেহ দুহুঁ অঙ্গে। কোই তাম্বুল দেই প্রেমতরঙ্গে।। কত কত কৌতুক হাস পরিহাস। নিরখই আনন্দে উদ্ধব দাস।। keyboard_arrow_right
  • কানুক গোঠ গমন হেরি রাই
    কানুক গোঠ গমন হেরি রাই। বিরহে বেয়াকুল নিরজনে যাই।। তহিঁ মুখরা সখি সঞে উপনীত। রাইক মুখ হেরি গদগদ চীত।। সো কহে কাহে বিলপসি অনুরাগে। হাম মিলায়ব তোহে কানুক আগে।। ধনি কহে এক বার হেরব তাহে। উদ্ধব কহয়ে গোঠে কানন মাহে।। keyboard_arrow_right
  • কালিন্দীর কূল বিকশিত ফুল মত্ত অলিকুল
    কালিন্দীর কূল বিকশিত ফুল মত্ত অলিকুল পড়লহি পাঁতিয়া। নাচত মোর করতহিঁ শোর অনঙ্গ অগোর ফিরতহিঁ মাতিয়া।। কাননওর হেরইতে ভোর কিশোরি কিশোর প্রেমরসে ভাসিয়া। ঝুলন কেলি দুহুঁ জন মেলি অঙ্গে অঙ্গ হেলি হৃদয় উল্লাসিয়া।। কতয়ে সুতান করতহি গান রাখত মান যন্ত্র সুরঙ্গিয়া। দেই করতাল অতি সুরসাল কহে ভালি ভাল বাওয়ে মৃদঙ্গিয়া।। কত রসভাষ কমল বিকাশ মৃদু […] keyboard_arrow_right
  • কালিয়ার রূপ মরমে লাগিয়া
    কালিয়ার রূপ মরমে লাগিয়া সোয়াস্থ্য না হয় মনে। বিরলে বসিয়া সখীরে কহই দেখাইলে রহে প্রাণে।। এ বোল শুনিয়া বিশাখা ধাইয়া শ্যাম কলেবর দেখি। রাইয়ের গোচরে দেখাবার তরে পটের উপরে লেখি।। আনি চিত্রপট রাইয়ের নিকট সমুখে রাখিলা সখী। সে রূপ দেখিয়া মূরছিত হৈয়া পড়িলা কমলমুখী।। মন্দাকিনী পারা কত শত ধারা ও দুটি নয়ানে বহে। করহ চেতন […] keyboard_arrow_right
  • কিয়ে অপরূপ ঝুলনকেলি
    কিয়ে অপরূপ ঝুলনকেলি শ্যামহৃদয়ে হৃদয় মেলি রাধা রহু লাগি। অপরূপ রূপ কি দিব তূল ইন্দিবর মাঝে চম্পকফূল নব নব অনুরাগি।। দুহুঁ তনু তনু সঘনে লাগ উঠয়ে দুহুঁক অঙ্গ পরাগ সরস মদন জাগি। অখিল রমণি উমতি গন্ধে উঠল লছিমি নাসিকা রন্ধ্রে ব্রতভয় দুরে ভাগি।। রতিরসময় রসিক-রঙ্গ রমণীমণি রময়ে সঙ্গ কেলি রভস মাগি। ঝুকিত ঝুলন ধরত তাল […] keyboard_arrow_right
  • খেলত রাধা শ্যাম রঙ্গ ভরি
    খেলত রাধা শ্যাম রঙ্গ ভরি বৃন্দাবিপিন সমাজ। চুয়া চন্দন বন্দন কুঙ্কুম রঙ্গ মুটকি ভরি সাজ।। বৈঠল শ্যাম সঙ্গে মধুমঙ্গল সুবল সখাদিক সাথে। রাধা ললিতা বিশাখা আদি সহচরি পিচকারি করি নিজ হাতে।। কানুক পিচকারি যবহি বরিখত একহি শত শত ধারে। সহচরি মেলি রাই যব ডারত কত কত শত একবারে।। বহুবিধ রঙ্গ অঙ্গ সব ভীগত আঁচরে মোছত […] keyboard_arrow_right
  • গৃহে রাধা ঠাকুরাণী প্রভাত সময় জানি
    গৃহে রাধা ঠাকুরাণী প্রভাত সময় জানি জাগি কৈলা দন্তধাবন। সঙ্গী সঙ্গে রসোদ্গার স্নানবেশ মনোহর তবে গেলা নন্দের ভবন।। পথে গোদোহনে হরি কৌতুকে দর্শন করি যশোমতীগৃহে আগমন। করিয়া রন্ধনর্কায্য কৃষ্ণভুক্তশেষ ভোজ্য ভুঞ্জি তবে কৈলা আচমন।। ব্রজেশ্বরী বধূ প্রায় লালন করিলা তায় দিলা বহু বাসবিভূষণ। প্রাতঃকালের লীলাসূত্র সংক্ষেপে যে কিছুমাত্র উদ্ধব করিল বিরচন।। keyboard_arrow_right
  • গৌড় দেশে রাঢ় ভোমে শ্রীখণ্ড নামে গ্রামে
    গৌড় দেশে রাঢ় ভোমে শ্রীখণ্ড নামে গ্রামে মধুমতী প্রকাশ যাহায়। শ্রীমুকুন্দ দাস সঙ্গে শ্রীরঘুনন্দন রঙ্গে ভক্তিতত্ত্ব জগতে লওয়ায়।। শুনি মধুমতী নাম নিত্যানন্দ বলরাম সপার্ষদে দিল দরশন। দেখি অবধৌত চন্দ্র হইয়া পরমানন্দ নতি করি বন্দিলা চরণ।। কহে নিত্যানন্দ রাম শুনি মধুমতী নাম আসিয়াছি তৃষিত হইয়া। এত শুনি নরহরি নিকটেতে জল হরি সেই জল ভাজনে ভরিয়া।। আনিয়া […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ