একে’ ধনি পদুমিনি সহজহি ছোটি।
করে ধরইত করুনা কর কোটি।।
হঠ পরিরম্ভনে নহি নহি বোল।
হরি ডরে হরিনী হরি-হিয়ে ডোল।।
বারি বিলাসিনি আকুল কান।
মদন-কৌতুকি কিএ হঠ নহি মান।।
নয়নক অঞ্চল চঞ্চল ভান।
জাগল মনমথ মুদিত নয়ান।।
বিদ্যাপতি কহ ঐসন রঙ্গ।
রাধামাধব পহিলহি সঙ্গ।।