একে মধু জামিনি সুপুরুখ সঙ্গ।
আইতি ন করিঅ আসা ভঙ্গ।।
মঞে কী সিখউবি হে তোহহি সুবোধ।
অপন কাজ হোঅ পর অনুরোধ।।
চল চল সুন্দরি চল অভিসার।।
অবসর লাখ লহএ উপকার।।
তরতমে নহি কিছু সম্ভব কাজ।
আসা দএ তোহ মনে নহি লাজ।।
পিয়া গুন গাহক তঞে গুন গেহ।
সুপুরুষ বচন পাসানক রেহ।।