করতল কমল নয়ন ঢর নীর।
ন চেতএ সঁ ভরন কুন্তল চীর।
তুঅ পথ হরি হেরি চিত নহি থীর।
সুমরি পুরুব নেহা দগধ সরীর।।
কতে পরি মাধব সাধব মান।
বিরহী জুবতি মাঁগ দরসন দান।।
জল-মধে কমল গগন-মধে সূর।
আঁতর চাঁদহু কুমুদ কত দূর।।
গগন গরজ মেঘা সিখর ময়ূর।
কত জন জানসি নেহ কত দূর।।
ভনই বিদ্যাপতি বিপরিত মান।
রাধা বচনে লজাএল কান।।