কানুসে কহবি কর জোরি।
বোলি দুই চারি সুনাওব মোরি।।
মুঝে কত পরিখসি আর।
তুঅ আরাধন বিদিত সংসার।।
হমছল ন টুটব নেহা।
সুপুরুখ বচন পসানক রেহা।।
ভনই বিদ্যাপতি সাই
ন কর বিসাদ মনে মিলব মধাই।।
কানুসে কহবি কর জোরি।
বোলি দুই চারি সুনাওব মোরি।।
মুঝে কত পরিখসি আর।
তুঅ আরাধন বিদিত সংসার।।
হমছল ন টুটব নেহা।
সুপুরুখ বচন পসানক রেহা।।
ভনই বিদ্যাপতি সাই
ন কর বিসাদ মনে মিলব মধাই।।