গদ গদ প্রেমে পথে যায় চলি
আনন্দ হইয়া বড়ি।
অশ্রুজলে অঙ্গ তিতিল সকল
রথের উপরে পড়ি।।
এই মত কত ভাবের উদয়
অক্রুর মহা সে মতি।
শুভ দশা মোর আজি সে ফলিল
দেখিব গোলোকপতি।।
যে পদপল্লব যোগীর ধেয়ান
করিলে নাহিক পায়।
সে জন দেখিব নয়ন ভরিয়া
দু আঁখি জুড়াব তায়।।
এই সব কথা ভকত বিচার
করি গেলা মনে মনে।
বিষম পড়িল গোকুল নগরে
দীন চণ্ডীদাস ভণে।।