জসু মুখ সেবক পুনিমক চন্দা।
নয়নক নেঞােছন নব অরবিন্দা।।
অধর নিমাল মধুরি ফুল থাকা।
তোঁহেঁ ককেঁ পাউলি অমিঞ সলাকা।।
আইলি কলাবতি তুঅ রতি সাধে।
তোহে পরিহরলি কওন অপরাধে।।
ভঞুহক অনুচর মনমথ চাপে।
পিক পঞ্চম পরিপন্থি অলাপে।।
জা সয়ঁ বিহুসি দরস অনুরাগে
অনল ঝাঁপতে কএল পআগে।।
অনুভবি ভঙ্গুর ভাব তোহারে।
সংসঅ ন তেজএ হৃদয় হমারে।।
কী সে অনাগরি কি তোহেঁ অকামী
সহজ তোহর বা পরজন্তগামী।।
ভনই বিদ্যাপতি ন বোল সন্দেহা।
সুপুরুস বচন পসানক রেহা।।
নৃপ সিবসিংঘ দেব এহু রস জানে।
সৌভাগে আগরি লখিমা দেই রমানে।।