নাগর-পরম-প্রেম হেরি সুন্দরি
উছলিত নয়নক লোর।
মৃদুতর বচনে প্রবোধই নাহক
যতনহি লেই করু কোর।।
কি কহব আনন্দ ওর।
রাইক পরশে ভেল তহিঁ চেতন
মীলিত লোচন-জ্বোর।। ধ্রু
ধনি-মুখ হেরি তাপ সব মীটল
বাঢ়ল রসক তরঙ্গ।
দুহুঁ দোহাঁ বদন হেরি করু চুম্বন
মাতল মনসিজ রঙ্গ।।
দোহেঁ দোহাঁ একমন নিবিড় আলিঙ্গন
জনু মণি-কাঞ্চন জোর।
আনন্দ লোচনে দাস নরোত্তম
হেরত যুগলকিশোর।।