বন্ধুরে তোর অপরূপ লীলা, প্রেম সঙ্গে খেল বন্ধু চিকন কালা।
বন্ধু বন্ধু ডাকিয়ে বন্ধু শ্যামরে কালিয়া, দুইটি আঁখি অন্ধ হইল পন্থ নিরখিয়া।
নয়নেতে বয়রে বারি ধারা বরিষণ, না আসিল রসিক বন্ধু থাকিতে যৌবন।
বড়ই কঠিন রে বন্ধু হৃদয় তোর, এমন যৌবন গেল বন্ধু চোষিল পাঞ্জর।
একেলা মন্দিরে থাকিরে বন্ধু অন্ধকারে বসি,
দরশন দেও মোরে রে বন্ধু চান্দরূপ আসি।
পাপেতে ভরিল দেহা মোর না হইল মিলন, পাপ নষ্ট কর বন্ধু মোর দিয়া দরশন।
তব প্রেম হইলে মোর খুলিবে অন্তর, রবি শশী অন্ধকারে হইবে পশর।
লাহুতে জবরুতে খেলে বিরাজ করিয়া, ত্রিপুন্নীর ঘাটে যদি যাও দেখা দিয়া।
যে ভাই করিতে পারে জবরুতে গমন, ভজন মন্দিরে পায় সেই চান্দের মিলন।
শিতালং ফকিরে কহে গলে প্রেম ডুর, না ছাড়িও প্রাণের বন্ধু জানিয়া নিষ্ঠুর ।