বন্ধু কেন নিদয়া হইল গো বন্ধু।
পিরিতি করিয়া আমারে ছাড়িয়া, পরাণী লইয়া বন্ধু কই লুকাইল।।
হায় গো আগে না জানিয়া, সুখের লাগিয়া, পিরিতি করিয়া এমনে জ্বালা হইল।
আমি হইয়া তার সাথী, বিনাশিলাম জাতি, চঞ্চলমতি বন্ধে কেন বানাইল।।
শুন সখী তোরা রাধার মন চোরা হইয়াছে হারা আজ বহুদিন হল।
তোরা যদি পার, গিয়ে তারে ধর, নইলে মোরে মার ডুবায়ে জল।
হায়গো প্রতিজ্ঞা ভাঙ্গিয়া রাধারে ভূলিয়া
কুব্জার সঙ্গে পাইয়া বন্ধু মথুরায় রইল।
বলে বাউল রিয়াছতে যদি এমন ছিল মনেতে পিরীতি করিতে কে সাধিল ।।