বড় জন জকর পিরীতি রে।
কোপহুঁ ন তজয় রীতি রে।।
কাক কোইল এক জাতি রে।
ভেম ভমর এক ভাঁতি রে।।
হেম হরদি কত বীচ রে।
গুনহি বুঝিঅ উচ নীচ রে।।
মনি কাদব লপটায় রে।
তৈঁ কি তনিক গুন জাএ রে।।
বিদ্যাপতি অবধান রে।
সুপুরুস ন কর নিদান রে।।
বড় জন জকর পিরীতি রে।
কোপহুঁ ন তজয় রীতি রে।।
কাক কোইল এক জাতি রে।
ভেম ভমর এক ভাঁতি রে।।
হেম হরদি কত বীচ রে।
গুনহি বুঝিঅ উচ নীচ রে।।
মনি কাদব লপটায় রে।
তৈঁ কি তনিক গুন জাএ রে।।
বিদ্যাপতি অবধান রে।
সুপুরুস ন কর নিদান রে।।